ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল)
[বিশেষ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমাণ জ্ঞাপক। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও। ]
১। নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
তথ্য-১: প্রধান ফসল ধান, প্রচুর ধান উৎপাদন, রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাঙ
তথ্য-২: আকাশপথে আমেরিকায় তৈরী, পোশাক রপ্তানি। পাটজাত দ্রব্য, বিশ^ব্যাপী প্রশংসিত।
(ক) কোন সম্রাট ৫০টি বৈৗদ্ধ বিহার নির্মাণ করেন?
(খ) টোল বলতে কী বোঝায়?
(গ) তথ্য-১ এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
(ঘ) তথ্য-২ এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ- মতামত দাও।
২। আধুনিক ইতালির জনক ছিলেন কাউন্ট ক্যাভুর। ইতালির স্বাধীনতা ও ঐক্য অর্জনে তাঁর দান ছিল সর্বাধিক। অন্যদিকে যোসেফ মাৎসিনি ইতালির যুব শক্তিকে সংঘবদ্ধ করেন। যুব সমাজ অত্যাচার, অবিচার, কারাবাস প্রভৃতির ভয়ভীতি না করে দলে দলে তাঁর সংঘে যোগ দেয়। তাঁর নেতৃত্বে ইতালিয় জনগণের মধ্যে এক ব্যাপক জাগরণের সৃষ্টি হয়।
(ক) পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল?
(খ) পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালির ঐক্যবদ্ধ হয়েছিল কেন? ব্যাখ্যা কর।
(গ) কাউন্ট ক্যাভুরের মধ্যে কোন মহান নেতার প্রতিচ্ছবি লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
(ঘ) মাৎসিনির মতো উক্ত নেতার নেতৃত্বের ফলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল-মূল্যায়ন কর।
৩। দৃশ্যকল্প-১ : মিতুর শ্রেণি শিক্ষক ক্লাসে একটি ভিডিও চিত্র দেখাচ্ছিলেন। সেখানে মিতু দেখতে পেল মানুষ নদীর পানিকে কাজে লাগিয়ে নানারকম খাদ্য শস্য উৎপাদন করছে। খাদ্যের নিশ্চয়তার পর তারা তাদের বুদ্ধি কাজে লাগিয়ে চাকাযুক্ত গাড়ি তৈরি করে। বাড়িঘরগুলো নতুনভাবে তৈরি করে তারা তাদের অবস্থার পরিবর্তন করে।
দৃশ্যকল্প-২ : রাফি তার গ্রামের সকলকে নিয়ে জলাবদ্ধাত দূর করার জন্য ছোট ছোট ড্রেন কাটার ব্যবস্থা করে বড় ড্রেনের সাথে সংযোগ স্থাপন করল। যততত্র ময়লা আর্বজনা দূর করার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিনের ব্যবহার করল।
(ক) বাংলাদেশে সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় পাওয়া গিয়েছে?
(খ) প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আবাসিক বিশ^বিদ্যালয়ের সাথে তুলনা করা হয় কেন?
(গ) মিতুর ভিডিও চিত্রে দেখা পরিবর্তনকে কী বলে? ব্যাখ্যা কর।
(ঘ) “রাফির কাজে সিন্ধু সভ্যতারই প্রভাব লক্ষণীয়”- বক্তব্যটি মূল্যয়ন কর।
৪। নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?
(খ) দ্বীপ ও দীপপুঞ্জে পর্যটন কেন্দ্র গড়ে উঠে কেন?
(গ) চিত্রের অ চিহ্নিত স্থানটির ভূ-প্রকৃতি কেমন? বর্ণনা কর।
(ঘ) পৃথিবীর অর্থনৈতিক উন্নয়নে উক্ত মহাদেশটির কোনো ভূমিকা আছে কি? তোমার মতামত দাও।
৫। বার্ষিক পরীক্ষা শেষে রুহি মা-বাবার সঙ্গে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছে। রুহি সেখানে দেশি-বিদেশি অনেক পর্যটক দেখতে পেল। বাবা বললেন, এই যে বিশাল জলরাশি দেখছ এটি একটি উপসাগর এবং অফুরন্ত সম্পদের ভান্ডার।
(ক) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
(খ) জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) মানচিত্র অঙ্কন করে রুহির দেখা জলরাশির অবস্থান চিহ্নিত কর।
(ঘ) রুহির বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভান্ডার বলছেন কেন? ব্যাখ্যা কর।
৬। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনাব আনিস ঢাকায় থাকতেন। একদিন পাক বাহিনী এসে তার ঘরবাড়ি পুড়িয়ে দিল। তখন থেকে তিনি গ্রামে গিয়ে বসবাস করেন। প্রায় একই কারণে প্রতিবেশি মিয়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশের কক্সবাজারে বাস করে। তবে রোহিঙ্গাদের এই স্থানান্তর কক্সবাজার অঞ্চলে নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে।
(ক) সামাজিক গতিশীলতা কী?
(খ) উন্নত দেশে জন্মহার কম থাকার কারণ বুঝিয়ে লিখ।
(গ) গ্রামের বাড়িতে আনিসের বসবাস কোন ধরনের স্থানান্তর ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে ‘ক্ষতিকর প্রভাব’ বিষয়টি পাঠ্যপুস্তকের তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ কর।
৭। শান্তি মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করা আব্দুল রহিম সাহেব বলেন, কঙ্গোতে ‘ক’ নামের একটি জাতিগোষ্ঠী রয়েছে। এরা প্রকৃতির উপরে নির্ভর করে বেঁচে থাকে। খাদ্য সংগ্রহ ও বনের হিং¯্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য এরা দলবদ্ধভাবে বাস করে। তবে এদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা পাশাপাশি দ্ব›দ্ব, প্রতিযোগিতা ও বিরোধও বিদ্যমান।
(ক) কখন পরিবার বলতে কিছু ছিল না?
(খ) কীভাবে সভ্যতার সূচনা হয়?
(গ) আব্দুল রহিম সাহেব যে সমাজ ব্যবস্থার বর্ণনা দিয়েছেন তার পরিচয় দাও।
(ঘ) ‘ক’ জাতি গোষ্ঠীকে কি সমাজ বলা যাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৮। মরিয়ম একজন ভূমিহীন দরিদ্র মহিলা। সে কাজের ফাঁকে নিজের অবস্থার উন্নতির জন্য তার বসতবাড়ির আনাচে কানাচে সবজি চাষ করে এবং তা দিয়ে সে নিজের পরিবারের চাহিদা পূরণ করে ও বাজারে বিক্রি করে। পরবর্তীকালে সে পশুপালনের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়। এখন সে সচ্ছল জীবনযাপন করছে।
(ক) বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয় কোথায়?
(খ) সমাজ পরিবর্তনের স্তরগুলো উল্লেখ করো।
(গ) মরিয়মের ভাগ্য পরিবর্তনের ভ‚মিকা পালনকারী সমাজের বর্ণনা দাও।
(ঘ) ‘কৃষিকে সভ্যতার সোপান বলা হয়’- এ কথাটির যৌক্তিকতা উদ্দীপকের মরিয়মের জীবনের আলোকে বিশ্লেষণ কর।
৯। অন্তরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায়। তবে ফুফাতো বোন জুলেখার পছন্দ সকালে নাস্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ-ভাত খেতে দিলে অন্তরার মন খারাপ হয়। কারণ তার পছন্দ বার্গার, পরোটা মাংস। পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে।
(ক) বস্তুগত সংস্কৃতি কী?
(খ) সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল ব্যাখ্যা কর।
(গ) জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
(ঘ) অন্তরার সংস্কৃতিতে বিশ^ায়নের প্রভাব লক্ষ করা যায়-মতামত দাও।
১০। আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ড তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও তিন বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্য দিকে তার স্ত্রী মিসেস জমিলা প্রতিদিন বাড়ির আঙ্গিনার হাঁস ও মুরগির খামার থেকে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুইজনের যৌথ প্রচেষ্টায় তাদের সুখের সংসার।
(ক) বাংলাদেশের জনসংখ্যার কত অংশ শহরাঞ্চলে বাস করে?
(খ) বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয় কেন?
(গ) মিসেস জমিলার কাজটি অর্থনীতির কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) আশরাফ আলী ও মিসেস জমিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে কর? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
১১। মধ্যবিত্ত লোকমান সাহেবের চার ছেলের সবাই বেকার। বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুর বাগানে কাজ পেল। সেখানে মরুভুমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুরসহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয়। নিজ দেশের অনুন্নত কৃষির কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয়। বেকার তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে চার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা পায়।
(ক) আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ?
(খ) সেবাখাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
(গ) জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন? ব্যাখ্যা কর।
(ঘ) “জনাব লোকমানের চার পুত্রই এখন মানব সম্পদ” মূল্যায়ন কর।
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022
এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022
0 Comments