Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পড়াশোনা

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পড়াশোনা

 

চতুর্থ অধ্যায়


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় পড়াশোনা


ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য

উদ্দীপকঃ শাহেদ মা-বাবার সঙ্গে ঢাকা শহরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখছিল। একপর্যায়ে বাবা তাদের একটি পার্কে নিয়ে আসেন। শাহেদ জানতে পারে এই পার্কটির সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধের ইতিহাস।

ক) নাটোরের জমিদার প্রাসাদের বর্তমান নাম কী?

খ) ঢাকাকে মসজিদের শহর বলা হয় কেন?

গ) উদ্দীপকে কোন পার্কটির কথা বলা হয়েছে? এর সঙ্গে ভারতের স্বাধীনতাযুদ্ধের সম্পর্ক ব্যাখ্যা করে।

ঘ) উক্ত নিদর্শন ছাড়াও ঢাকা শহরে আরো অনেক প্রত্ননিদর্শন রয়েছে- তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।


উত্তরঃ

ক) নাটোরের জমিদার প্রাসাদের বর্তমান নাম উত্তরা গণভবন।


খ) ঢাকায় চমৎকার কারুকাজ খচিত অনেক মসজিদ রয়েছে। এ জন্য ঢাকাকে মসজিদের শহর বলা হয়। মোগল আমলে ঢাকা রাজধানীর মর্যাদা পাওয়ার পর নজরকাড়া স্থাপত্যভিত্তিক মসজিদের নির্মাণ শুরু হয়। এসব মসজিদের মধ্যে উল্লেখযোগ্য হলো– লালবাগ মসজিদ, কায়েতটুলি মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ ইত্যাদি। এসব মসজিদ নির্মাণে মোগলদের পাশাপাশি স্থানীয় শাসকদের পৃষ্ঠপোষকতাও ছিল ।

SSC Routine 2022


গ) উদ্দীপকে বাহাদুর শাহ পার্কের কথা বলা হয়েছে । কারণ বাহাদুর শাহ পার্কের সঙ্গেই ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে । ১৮৫৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীর এ দেশীয় সৈন্যরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতাযুদ্ধ শুরু করে। এটিই ভারতের প্রথম স্বাধীনতাযুদ্ধ। যুদ্ধে ভারতীয় সৈন্যরা জিততে পারেনি। বিদ্রোহী সৈন্যদের মধ্যে যারা ঢাকায় ইংরেজদের হাতে বন্দি হয়, তাদের ইংরেজরা এই বাহাদুর শাহ পার্কের তৎকালীন (আন্টাঘর ময়দান) গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। এই বিদ্রোহের এক’শ বছর পর ১৯৫৭ সালের স্বাধীনতার জন্য জীবনদানকারী। বীর সেনানীদের স্মৃতি রক্ষায় এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাটের নামে স্থানটির নাম রাখা হয় বাহাদুর শাহ পার্ক।


ঘ) বাহাদুর শাহ পার্ক ছাড়াও ঢাকা শহরে আরো অনেক প্রত্ননিদর্শন রয়েছে- বক্তব্যটির সঙ্গে আমি একমত। ঔপনিবেশিক যুগের ঢাকার স্থাপত্যকর্মের মধ্যে রয়েছে বেশ কয়েকটি মসজিদ, মন্দির ও গির্জা। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজার মসজিদ, কায়েতটুলি মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, আর্মেনিয়ান গির্জা, হলিক্রস গির্জা ইত্যাদি। ঢাকার প্রাচীন স্থাপত্যকীর্তির একটি বিখ্যাত নিদর্শন হলো বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকার নওয়াবদের তৈরি প্রাসাদ আহসান মঞ্জিল। এ ছাড়া জমিদার ও বণিকদের তৈরি পুরনো ঢাকার রূপলাল হাউস এবং রোজ গার্ডেনও চমৎকার স্থাপত্যকর্ম। অফিস বাড়ি হিসেবে তৈরি ভবনগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে। কার্জন হল। এ ছাড়া রয়েছে ইংরেজ আমলে তৈরি পুরনো হাইকোর্ট ভবন। সুতরাং বলা যায়, বাহাদুর শাহ পার্ক ছাড়াও ঢাকা শহরে আরো অনেক প্রত্ননিদর্শন রয়েছে।

 

বহু নির্বাচনী প্রশ্ন


১। ঔপনিবেশিক যুগ হিসেবে পরিচিত-

ক. ১৫৫৭-১৭৫৭ খ. ১৭৫৭-১৮৫৭ গ. ১৭৫৭-১৯৪৭ ঘ. ১৮৫৭-১৯৪৭

 

২। পানাম নগরী নির্মিত হয়-

ক. মোগল আমলে খ. নবাবি আমলে

গ. সেন যুগে ঘ. ব্রিটিশ আমলে


৩। বাংলাদেশের পুরাকীর্তিগুলো সংরক্ষিত রয়েছে-

ক. মুক্তিযুদ্ধ জাদুঘরে খ. বিভিন্ন প্রত্নস্থলের সংগ্রহশালায় 

গ. ন্যাশনাল গ্যালারিতে ঘ. অর্কাইভসে

 

৪। ঢাকায় হলিক্রস চার্চ নির্মিত হয় কোন শতকে?

ক. ষোলো খ. সতেরো গ. আঠারো ঘ. উনিশ

 

৫। কোন শতকে পানামনগর প্রতিষ্ঠিত হয়?

ক. অষ্টাদশ শতকে খ. উনিশ শতকে 

গ. বিংশ শতকে ঘ. একবিংশ শতকে

 

৬। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

ক. ঢাকা খ. নাটোর গ. রাজশাহী ঘ. সিলেট

 

৭। সরদার বাড়ি কত কক্ষবিশিষ্ট?

ক. ৫০টি খ. ৬০টি গ. ৭০টি ঘ. ৮০টি

 

৮। আহসান মঞ্জিল কোথায় অবস্থিত?

ক. ঢাকা খ. সোনারগাঁ গ. রাজশাহী ঘ. নাটোর

 

৯। দিঘাপতিয়ার জমিদারবাড়ি কোথায় অবস্থিত?

ক. নাটোর খ. দিনাজপুর গ. রাজশাহী ঘ. রংপুর

 

১০। কিভাবে প্রত্ন সংগ্রহশালা পরিচালিত হয়?

ক. প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক খ. নৃবিজ্ঞান বিভাগ কর্তৃক

গ. প্রশাসন বিভাগ কর্তৃক

ঘ. আইন বিভাগ কর্তৃক



উত্তরঃ 

১. গ ২. ক ৩. খ ৪. ঘ ৫. খ ৬. খ ৭. গ ৮. ক ৯. ক ১০. ক।

 


মোঃ আতাউর রহমান

প্রভাষক (সমাজ বিজ্ঞান)

উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments