Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণি - অর্ধ-বার্ষিক পরীক্ষার হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা প্রশ্ন পত্র

অর্ধ-বার্ষিক পরীক্ষা
অষ্টম শ্রেণি
বিষয়ঃ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
 
যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাওঃ

১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অষ্টম শ্রেণির হিন্দু ও নৈতিক শিক্ষা বিষয় পড়তে গিয়ে রাকেশ বাবুর ক্লাসে শিক্ষার্থীদের বলছিলেন, নিরাকার ঈশ্বর নিজের আনন্দের জন্যই নানারূপে নিজেকে রূপায়িত করেন, আবার আত্মারূপে জীবের মধ্যেও অবস্থান করেন। ঈশ্বরের এতরূপ ও বৈচিত্র্য থাকা সত্তে¡ও তিনি এক এবং অদ্বিতীয়।
(ক)    প্রধান উপনিষদ কয়টি?
(খ)    ‘এ মহাবিশ্বের সকল কিছুই বহুরূপে ঈশ্বরের প্রকাশ’ ব্যাখ্যা কর।
(গ)    রাকেশ বাবুর বক্তব্যে ঈশ্বরতত্তে¡র কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ)    বহুরূপ ও বৈচিত্র্য থাকা সত্তে¡ও তিনি এক এবং অদ্বিতীয়-শিক্ষকের এ উক্তিটির যথার্থতা যাচাই কর।

২।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সুব্রত খুব ভাল গান গায়। সুব্রতের এই সুন্দর গান গাওয়ার জন্য তাকে একখানি ধর্মগ্রন্থের সাহায্য নিতে হয়। এই গ্রন্থের মহয়তার কারণে তার দক্ষতা দিন দিন বেড়েই চলছে। গত বছর তাদের বাড়িতে পক্ষকালব্যাপী একটি ধর্মগ্রন্থের সাহায্যে যজ্ঞানুষ্ঠান করে। এতে সবাইকে নিয়ন্ত্রণ করা হয় এবং তারা সুব্রতের গান শুনে মুগ্থ হয়।
(ক)    ধর্মগ্রন্থ কাকে বলে?
(খ)     বেদকে অপৌরষেয় বলার কারণব্যাখ্যা কর।
(গ)    সুব্রত বাবুর গানের দক্ষতা অর্জনের জন্য কোন ধর্মীয় গ্রন্থের সাহার্য নেয়? ব্যাখ্যা কর।
(ঘ)    সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত ধর্মগ্রন্থের গুরুত্ব বিশ্লেষণ কর।

৩।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অলক বাবু ধার্মিক ব্যক্তি। তিনি নিয়মিত তপস্যার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করেন। তিনি অন্যের দ্রব্যকে মাটির ঢেলা মনে করেন। অপর দিকে, প্রলয় ভীষণ হিংসুক ব্যক্তি। মিথ্যা ও ছলনার মাধ্যমে সর্বদা অন্যকে ঠকানোর চেষ্টায় ব্যস্ত। পিতা মাতাকে সে মান্য করে না।
(ক)    হিন্দু শাস্ত্রীয় মতে যুগ কত প্রকার?
(খ)    ধর্মাচার বলতে কী বুঝ?
(গ)    অলক বাবুকে কোন যুগের মানুষের সাথে তুলনা করা যেতে পারে-আলোচনা কর।
(ঘ)    একমাত্র হরি নামই প্রলয় এর মুক্তির উপায়-মূল্যায়ন কর।

৪।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মৌমিতা অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী। একদিন ক্লাসে তার শরীরচর্চার শিক্ষক শরীপ ঠিক রাখার জন্য নিয়মিত বিভিন্ন যোগাসন চর্চা করতে বলেন এবং ‘শরীরমাদ্যং খলু ধর্মাসাধনম্’ বাক্যটির মর্মার্থ বুঝিয়ে দেন। এরপর থেকে সৌভিক একটি আসন নিয়মিত অভ্যাস করার সময় কোমর থেকে শরীরের ওপরের অংশকে ওপরে তুললে সাপের মতো দেখায়।
(ক)    খাওয়ার পরে করা একমাত্র আসনটির নাম কী?
(খ)    মৌমিতা নিয়মিত যোগাসন চর্চা করেন কেন?
(গ)    মৌমিতা যে আসনটি চর্চা করে পাঠ্যপুস্তকের আলোকে সেটি অনুশীলনেরপদ্ধতি বর্ণনা কর।
(ঘ)    মৌমিতার শিক্ষক কেন বললেন, ‘শরীরমাদ্যং খলু ধর্মসাধনম্’? ব্যাখ্যা কর।

৫।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সকালে ঘুম থেকে উঠার পর এবং রাত্রিতে শোয়ার আগ পর্যন্ত জাগতিক ও পারমার্থিক মঙ্গল লাভের জন্য কতগুলো কর্ম করি। এই কর্মগুলো দ্বারা পূজা-আর্চনা গুরুজনের ভক্তি যোগ ব্যায়াম চর্চা করা হয়। এইগুলো অনুশীলনের মাধ্যমে আমাদের জীবন সুন্দর হয়। এবং ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়।
(ক)    নমস্কার কিসের প্রতীক?
(খ)    ভুজঙ্গাসন বলতে কি বোঝায়?
(গ)    একজন ছাত্র হিসেবে সকাল সন্ধ্যা যোগ ব্যায়াম চর্চার গুরুত্ব ব্যাখ্যা কর।
(ঘ)    নিত্য কর্ম পালনে জাগতিক ও পারমার্থিক জ্ঞান লাভ হয়-উক্তিটির তাৎপর্য মূল্যায়ন কর।

৬।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সুমনা সবসময় সংসারের কাজকর্ম করে কিন্তু সব সময়ই কৃষ্ণ নাম মুখে লেগেই থাকে একদিকে কাজ করে অন্যদিকে নাম করতে কিন্তু তার মা সারাদিন হরিনাম নিয়ে ব্যস্ত থাকেন। হরিনাম করতে করতে মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলেন।  
(ক)    হরিচাঁদ ঠাকুরের পিতার নাম কি?
(খ)    ‘দল নাই যার বল নাই তার’- ব্যাখ্যা কর।
(গ)    সুমনা হরিচাঁদ ঠাকুরের কোন নির্দেশটি পালন করবে? ব্যাখ্যা কর।
(ঘ)    সুমনা মাকে একজন মাতুয়া বলা যায় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৭।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নিলয় বাবু প্রতিবছর বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে তিনি এলাকার সকল ধর্ম, বর্ণের লোকজনকে নিমন্ত্রণ করে খাওয়ান। অন্যদিকে তার বন্ধু জয়দেব বাবু চিন্তা করেন প্রতিটি মানুষের ধর্ম পালন করা উচিত। তবে, তার আগে পরিবারের স্বচ্ছলতা থাকাটা খুবই জরুরি।
(ক)    স্বামী বিবেকানন্দের মায়ের নাম কী?
(খ)    নরেন্দ্রনাথ কীভাবে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন?
(গ)    নিলয় বাবুর মধ্যে স্বামী বিবেকানন্দের কোন জ্ঞানটি লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
(ঘ)    ‘আগে অন্ন, তারপর ধর্ম’ স্বামী বিবেকানন্দের উক্তিটির আলোকে জয়দেব বাবুর কাজটি যৌক্তিক-বিশ্লেষণ কর।

৮।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মিথিলা দেবী নিয়মিত ধর্মচর্চা করেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলের জরাজীণ মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে জাগিয়ে তোলেন। মানুষকে ধর্মের পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই ধর্মীয় কাজকর্ম করতে শুরু করেছেন।
(ক)    মা আনন্দময়ী কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(খ)    নির্মলা কিভাবে আনন্দময়ী হলেন? ব্যাখ্যা কর।
(গ)    মিথিলা দেবীর মধ্যে মা আনন্দময়ীর কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ)    বর্তমান সমাজ ব্যবস্থায় মা আনন্দময়ী মতো মহিয়সী নারী খুবই প্রয়োজন উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।

৯।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
দেশের মানুষকে অন্ন, বস্ত্র, শিক্ষার অভাবে কুসংস্কাকে ডুবে থাকতে দেখে এক মহাপুরুষের মন ব্যথিত হয়ে উঠে। তার মনে পড়ে তাঁর গুরুর বাণী, যত্র জীব তত্রশিব- তাই তিনি স্থির করলেন যে, দেশের মানুষের সেবা করে বাকি জীবন কাটাবেন।  
(ক)    শ্রীকৃষ্ণ কোথাকার রাজা ছিলেন?
(খ)    পাÐবদের বনবাসে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
(গ)    উদ্দীপকে ইঙ্গিত করা মহাপুরুষের মতো তুমি কিভাবে দেশের মানুষের সেবা করবে? ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপকের মহাপুরুষের নৈতিক শিক্ষা তোমার জীবনে কিভাবে প্রয়োগ করবে? বিশ্লেষণ কর।

১০।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বিপিন একদিন লক্ষ্য করল তার সহপাঠী একদিন ও দুপুরের খাবার নিয়ে আসে না। সে তার খাবার ঐ সহপাঠীর সাথে ভাগাভাগি করে খায়। এছাড়া দরিদ্র কেউ তার কাছে সাহায্য চাইলে সে তাকে যথাসাধ্য সাহায্য করে। অন্যদিকে তার মা একজন ডাক্তার। তিনি মানুষের চিকিৎসা করেন আবার ধর্মকর্ম করার উপদেশ দেন। তিনি বলেন, শারীরিক চিকিৎসার সাথে মনের চিকিৎসাও দরকার।   
(ক)    ঠাকুর অনুক‚ল চন্দ্র কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
(খ)    মহাত্মা গান্ধী ঠাকুরের অনুক‚লচন্দ্রকে প্রশংসা করেছিলেন কেন?
(গ)    বিপিন ঠাকুর অনুক‚লচন্দ্রের যে গুণের দ্বারা প্রভাবিত হয়েছিল তা ব্যাখ্যা কর।
(ঘ)    বিপিনের মায়ের উক্তিটি ঠাকুর অনুক‚লচন্দ্রের চিকিৎসা পদ্ধতির আলোকে বিশ্লেষণ কর।

১১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
হরিপুর গ্রামের শিক্ষিত যুবকেরা একটি সংগঠন চালু করে। সংগঠনের উদ্যোক্তা মৃণাল ধনী গরিব সবাইকে একই পতাকা তলে নিয়ে আসে। সবাইকে নিয়ে ধর্মকর্ম কাজের পাশাপাশি অন্যান্য কাজও করে। সে সকল ধর্মের মানুষকে ভাই ভাই মনে করে।  
(ক)    নরেন্দ্রনাথ কার নিকট ত্যাগের দীক্ষা নেন।
(খ)    খালি পেটে ধর্ম হয় না- বুঝিয়ে লেখ।
(গ)    মৃণালের মধ্যে স্বামী বিবেকানন্দের কোন গুণটি ফুটে উঠেছে?
(ঘ)    মৃণালের কাজটি স্বামী বিবেকানন্দের জীব সেবার মহান বাণীর আলোকে বিশ্লেষণ কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ