Ticker

6/recent/ticker-posts

Ad Code

অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি

অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি

শ্রেণিঃ সপ্তম 
[বিশেষ দ্রষ্টব্যঃ ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমাণ জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড় এবং প্রতিটি বিভাগ হইতে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দাও।]

পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি


ক-বিভাগ

১। রহিম এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহিদ দিবস উদযাপন করতে পারবে না। অথচ প্রতিবছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করত বক্তৃতা, আবৃত্তি, আলোচনা শুনত। সে কথা মনে করে তার চোখ জলে ভরে আসে। মনে মনে কিছু করার জন্য ইচ্ছা পোষণ করে। অত:পর রহিম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এর ইতিহাস সহপাঠিদের কাছে তুলে ধরার পরিকল্পনা করে।   
(ক) লখা রাতে কোথায় ঘুমায়?
(খ) জিতে গেছি আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? 
(গ) লখা ও রহিম দুজনের কাছে শহিদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে। ব্যাখ্যা কর। 
(ঘ) রহিমের শহিদ দিবস উদযাপনের আকাঙ্খা লখার শহিদ দিবস উদযাপনের আকাঙ্খারই প্রতিফলন বিশ্লেষণ কর। 

২। হযরত মুহাম্মদ (সা) সর্বকালের সর্বশেষ্ঠ মানুষ। কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট ছোট শিশুদের তিনি খুব বেশি  স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। 
(ক) হযরত মুহাম্মদ (সা) কোন ধর্মের প্রবর্তক ছিলেন ?
(খ) শহিদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা কর। 
(গ) উদ্দীপকে হযরত মুহাম্মদ (সা) এর যে গুণটি ফুটে উঠেছে তা ‘মরু ভাস্কর’ প্রবন্ধের আলোকে বর্ণনা কর। 
(ঘ) ‘উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ (সা) এর গুণাবলির আংশিক প্রতিফলন ঘটেছে।’ বক্তব্যটির যৌক্তিকতা ‘মরু ভাস্কর’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর। 

৩। খাদিজা চমৎকার কবিতা লেখেন। জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। খাদিজার ভাইপো নিরব তাকে খুব পছন্দ করে। কারণ তিনি ভাইপো নিরবকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নিরব ফুফুকে পেলেই ছড়া শোনার। নিরব ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নিরব তাঁকে বলে ‘ফুফু তুমি এতো সুন্দর কবিতা কিভাবে লেখ?” খাদিজা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। 
(ক) কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন? 
(খ) কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ- বুঝিয়ে লেখ। 
(গ) কবিতার বিষয়ে নিরবের প্রশ্নের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ। 
(ঘ) খাদিজার উত্তর ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের মূলভাবকে ধারণ করে কি? যুক্তিসহ বিচার কর। 

৪। ছোট পাখি দোয়েল। দেশের সব জায়গায় দেখা যায় এদের। ঝোপে ঝাড়ে, গাছের কোটরে, দালানের ফাঁকে ফোকরে থাকে। দোয়েলের মতো মিষ্টি গান গাইতে পারে খুব কম পাখি। নরম সুরে শিস দেয়। সাদা কালোয় সাজানো তার পালকের পোশাক। ডানার উপরে চওড়া দাগ টানা। এর লেজ বেশ লম্বা। দোয়েল আমাদের জাতীয় পাখি। 
(ক) কিসের জল সাদা চকচক করছে? 
(খ) ঝুড়ি নিয়ে লাটু লেবু গাছের ওখানে গিয়েছিল কেন? বুঝিয়ে লেখ। 
(গ) উদ্দীপকটি ‘পাখি’ গল্পের কোন বিষয়টিকে প্রতীফলিত করে? 
(ঘ) উদ্দীপকে প্রতিফলিত দিকটিই ‘পাখি’ গল্পের একমাত্র বিষয় নয়- তোমার মতামত দাও। 

খ-বিভাগ

৫। চেয়ারম্যান আজমল সাহেবের এলাকায় একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে। কিন্তু তাঁর ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক, আশ পাশের খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে। তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছ- সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি। 
(ক) ‘কুলি মজুর’ কবিতায় রেলপথে কোনটি চলে? 
(খ) “শুধিতে হইবে ঋণ” কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) চেয়ারমান সাহেবের ছেলের আচরণে ‘কুলি মজুর’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে-ব্যাখ্যা কর। 
(ঘ) চেয়ারম্যান সাহেবের মনোভাব ‘কুলি- মজুর’ কবিতার মূলভাবেরই প্রতি ফলন- বিশ্লেষণ কর।  

৬। তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতারয় পাতায় উদাসী বনের বায়,
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর দেহখানি রহিয়াছে ভরি
মায়ের বুকেতে, বোনের আদরে, ভায়ের হের ছায়।
(ক) ‘আমার বাড়ি’ কবিতায় কাজলা দিঘির কাজল জলে কী হাসে?
(খ) ‘আমার বাড়ি’ কবিতায় কবি বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন কেন? 
(গ) উদ্দীপকের প্রথম চরনের সাথে ‘আমার বাড়ি’ কবিতায় কোন অংশের মিল আছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপক ও ‘আমার বাড়ি’ কবিতার ভাবার্থ কি এক? বিশ্লেষণ কর। 

৭। চির কবিতার দেশ, ভেবেছিলি অস্ত্রে মাত হবে
কিন্তু কি ঘটল শেষে? কে দেখাল মহা প্রতিরোধ
গ্রেনেড উঠেছে হাতে ................. কবিতার হাতে রাইফেল। 
(ক) সোনার বাংলা করে? 
(খ) জীবনানন্দের রূপসী বাংলা বলতে কি বুঝানো হয়েছে? বুঝিয়ে দাও। 
(গ) উদ্দীপকে শোন একটি মুজিবরের থেকে কবিতার কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে। 
(ঘ) উদ্দীপকটি শোন একটি মুজিবরের থেকে কবিতার সমগ্রভাব ধারণ করেনা। বিচার কর। 

৮। লাইব্রেরি বলতে বিভিন্ন ধরনের বইয়ের সংগ্রহ শালা বোঝায়, এখানে প্রকৃতি, বিজ্ঞান, সাহিত্য, দর্শন সকল বিষয়ের বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। এসব বই পড়েমানুষ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে, অজানাকে জানতে পারে, নিজের জীবন গড়ে তুলতে পারে। 
(ক) ‘পাষাণ’ শব্দটির অর্থ কি? 
(খ) ‘পাঠ্য যে সব পাতায় পাতায়’ চরণটিতে কবি কি বুঝিয়েছেন? 
(গ) উদ্দীপকের লাইব্রেরি সবার আমি ছাত্র কবিতার কোন দিকটিকে ইঙ্গিত করে? আলোচনা কর। 
(ঘ) লাইব্রেরি সবার আমি ছাত্র কবিতায় কবির বিশ^ জোড়া পাঠশালা- মন্তব্যটি সত্যতা যাচাই কর। 

গ-বিভাগ

৯। মনির সাহেবের একমাত্র সন্তান আমিত। সে প্র প্রচন্ড অলস, অকমণ্য। পড়া শোনায় মনোযোগ নেই। কিন্তু বাবার ইচ্ছা ছেলেকে উচ্চ শিক্ষিত ও প্রতিষ্ঠিত করা। ছেলেকে বিদ্যা শেখানোর জন্য অনেক শিক্ষক নিয়োগ দেওয়া হলো, অসংখ্য বই পত্র দিস্তা দিস্তা কাগজ কলম এনে জড়ো করা হলো। নামকরা বিদ্যালয়ে ভর্তি করানো হলো। বিদ্যালয়ে যাতায়াতের জন্য গাড়ি কেনা হলো। সবাই মনির সাহেবের প্রশংসা করতে লাগল। 
(ক) রাজা নিন্দুককে কি দিতে বলে দিলেন? 
(খ) ‘পাখিটার শিক্ষা পুরা হইয়াছে’ একথা কেন বলা হয়েছে? 
(গ) ‘তোতা কাহিনী’ গল্পের কোন দিকটি মণির সাহেবের চরিত্রে প্রতিফলিত হয়েছে- ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকে বর্ণিত শিক্ষা নিয়ে বাড়াবাড়ির দিকটি তোতা কাহিনী গল্পের আলোকে মূল্যায়ন কর। 

১০। রূপন্তি সপ্তম শ্রেণির একজন ছাত্রী। এই শ্রেণিতেই প্রতিটি বিষয়ে জন্য দুজন করে শিক্ষক। সে খেলাধুলা করার ও কোনো সময় পায় না। তার মনে হয় সে যেন খাচায় পোষা পাখির মতো বদ্ধ জীবন কাটাচ্ছে। সে এখান থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু মা বাবার ইচ্ছা পূরণ বা প্রতিযোগিতায় টিকতে তো এর বিকল্প কিছু নেই। 
(ক) নিন্দুক কোথায় গা ঢাকা দিয়েছিল? 
(খ) রাজার মতে পাখিটা মূর্খ কেন?
(গ) উদ্দীপকটি ‘তোতা কাহিনী’ গল্পের সাথে কিভাবে সম্পর্কিত তা আলোচনা কর। 
(ঘ) উদ্দীপকটির মূলভাব ‘তোতা কাহিনী’ গল্পের মূলভাবের সম্পূর্ণ বিপরীত। বিশ্লেষণ কর।

১১। এক সময় এদেশে পিতল, কাঁসা ইত্যাদিতে নির্মিত তৈজসপত্রের প্রচলন ছিল। বর্তমানে ধাতব তৈজসপত্রের জায়গা করে নিয়েছে প্লাস্টিকের তৈরি পণ্য সামগ্রী। ঐতিহ্যবাহী সেই সব সামগ্রীর নির্মাতারা তাই এখন বেশ কষ্টে দিন কাটাচ্ছে। 
(ক) তাঁতি কোথা থেকে বেশি দামে মোটা সুতার কাপড় কেনে? 
(খ) তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন?
(গ) উদ্দীপকে ‘জিদ’ গল্পের কোন দিকটি ফুটে উটেছে? ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকে ফুটে ওঠা দিকটি গল্পের একমাত্র দিক নয়- মন্তব্যটি বিশ্লেষণ কর। 


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments