Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা - porasona

অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা

সুখী মানুষ

 

অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা


১. ‘সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত?

ক. এক খ. দুই গ. তিন ঘ. চার


২. ‘সুখী মানুষ’ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত?

ক. পাঁচ খ. ছয় গ. সাত ঘ. আট


৩. ‘সুখী মানুষ’ গল্পে বর্ণতি অসুখ কার?

ক. মোড়লের খ. হাসুর গ. রহমতের ঘ. কবিরাজের


৪. মোড়লের বিশ্বাসী চাকর কে?

ক. হাসু মিয়া খ. কবিরাজ গ. রহমত আলী ঘ. লোক


৫. ‘মানুষ এবং প্রাণী অমর নয়’- উক্তিটি কার?

ক. কবিরাজের খ. হাসু গ. রহমতের ঘ. লোকের


৬. ‘লোভে পাপ, পাপে মৃত্যু-সংলাপটি কার?

ক. কবিরাজের খ. মোড়লের গ. হাসুর ঘ. লোকের


৭. রহমত প্রথমে লোককে কত টাকা দিয়েছিল?

ক. একশ টাকা খ. পঞ্চাশ টাকা গ. দুইশ টাকা ঘ. তিনশ টাকা


৮. মোড়ল কোন গ্রামের মানুষকে বড় জ্বালিয়েছিল?

ক. সুবর্ণপুরের খ. বকুলপুরের গ. নেয়ামতপুরের ঘ. সুবর্ণচরের


৯. ‘কাঁদ, মন উজাড় করে কাঁদ।'- কাকে উদ্দেশ করে একথা বলা হয়েছে?

ক. কবিরাজকে খ. রহমতকে গ. মোড়লকে ঘ. হাসু মিয়াকে


১০. কয়টি গ্রাম খুঁজেও একটি সুখী মানুষ পাওয়া গেল না?

ক. দুইটি খ. তিনটি গ. পাঁচটি ঘ. ছয়টি


১১. ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের বয়স কত?

ক. চল্লিশ খ. পঞ্চাশ গ. পঁয়তাল্লিশ ঘ. পঞ্চান্ন


১২. বাঘের চোখ আনব- কথাটি কে বলেছে?

ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক


১৩. হাস্য শস্য ভাষ্য কী জাতীয় রচনা?

ক. প্রবন্ধ খ. উপন্যাস গ. নাটক ঘ. কাব্যগ্রন্থ


১৪. ‘সুখী মানুষ নাটিকায় মূখরে মতো কথা বলেছে কে?

ক. রহমত খ. কবিরাজ গ. হাসু ঘ. মোড়ল


১৫. হাসুর মতে, মোড়ল মারা যাবে কেন?

ক. কবিরাজের চিকিৎসা সঠিক না হওয়ায় খ. সুখী মানুষের জামা না পাওয়ায়

গ. মোড়লের অবসা আশংকাজনক হওয়ায় ঘ. কবিরাজ চলে যাওয়ায়


১৬. মোড়লের জীবনে কেন শান্তি ছিল না?

ক. অসুস্থ হওয়ার কারণে খ. অবধৈ সম্পদে ধনী হওয়ার কারণে

গ. সম্পদের পরিমাণ কমে যাওয়ায় ঘ. সঠিক চিকিৎসা না হওয়ায়


১৭. সুখী মানুষ নাটিকার শেষ সংলাপটি কার?

ক. হাসুর খ. রহমতের গ. কবিরাজের ঘ. মোড়লের


১৮. ‘সুখী মানুষ' নাটিকায় মোড়ল চরিত্রকে অঙ্কন করা হয়েছে যেভাবে-

i. শোষক ii. অসৎলোক iii. নীতিবিভূর্জতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii


১৯, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন?

ক. মোড়ল অত্যাচারী বলে খ. মোড়ল হাসুকে ঠকিয়েছিল বলে

গ. মোড়ল ধনী বলে ঘ. মোড়ল কৃপণ বলে


২০. শেষ পর্যন্ত মোড়লের হাড় মড়মড় রোগের পরিণতি কী হয়েছিল?

ক. রোগ উপশম হয়েছিল খ. রোগ আরও বৃদ্ধি পেয়েছিল

গ. রোগ সমস্যার সমাধান হয়নি ঘ. রোগ যন্ত্রণার মোড়ল ভালো হয়


২১. ‘সুখ কোথায় পাব?'-কার উক্তি?

ক. কবিরাজের খ. মোড়লের গ. লেখকের ঘ. হাসু মিয়ার


২২. “সুখী মানুষ’ নাটিকায় মোড়লের আত্মীয় কে?

ক. কবিরাজ খ. হাসু মিয়া গ. রহমত ঘ. সুখী লোকটি


২৩. জামার জন্য মোড়ল কত টাকা বকশিশ দিতে চেয়েছে?

ক. একশ খ. পচিশ গ. হাজার ঘ. ছয়শ


২৪. সুখী মানুষ নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে?

ক. লোক খ. হাসু গ. মোড়ল ঘ. রহমত


২৫. ‘ব্যামো' শব্দটি সুখী মানুষ নাটিকায় কোন অর্থ বহন করে?

ক. বোমা খ. ঝগড়া বাধানো গ. রোগ ঘ. স্থানের নাম



উত্তরঃ

০১. খ, ০২. ক, ০৩, ক, ০৪. গ, ০৫. ক, ০৬. গ, ০৭. ক, ০৮. ক, ০৯. খ, ১০. গ, ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ক, ২০. গ, ২১. গ, ২২. খ, ২৩. গ ২৪. ক ২৫. গ।

 

 

রোমানা আফরোজ

সিনিয়র শিক্ষক,

বাংলা স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ, ঢাকা।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments