Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা - porasona

অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা

 

পড়ে পাওয়া বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়


অষ্টম শ্রেণির বাংলা পড়াশোনা


১। পড়ে পাওয়া-গল্পেউলে-খিতসময়টা ছিল?

উত্তরঃ কালবৈশাখীর।


২। কে কে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছে?

উত্তরঃ বিধূ, সিধু, নিধু, তিনু ও বাদল।


৩। কে লেখকের দলের মধ্যে বয়সে বড়?

উত্তরঃ বিধূ।


৪। কোন দিকের আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ?

উত্তরঃ দূর পশ্চিম আকাশে।


৫। কোন মাসে পশ্চিম দিকে মেঘের আওয়াজ হয়?

উত্তরঃ বৈশাখ মাসে।


৬। বিধুরা জলে নামল না কেন?

উত্তরঃ কালবৈশাখী ঝড় হবে বলে ।


৭। কার বাগানের আম বিধুদের অঞ্চলে বিখ্যাত?

উত্তরঃ বাড়য্যেদের বাগানের ।


৮। বাড়য্যেদের বাগানের আম কী নামে পরিচিত?

উত্তরঃ চাঁপাতলীর আম।


৯। কে লেখকের সকল সংশয় দূর করে ছিল?

উত্তরঃ বিধূ।


১০। কে সবচেয়ে বিজ্ঞ?

উত্তরঃ বিধূ।


১১। আম ঝরাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

উত্তরঃ শিলাবৃষ্টির সঙ্গে।


১২। কারা সন্ধ্যের অন্ধকারে নদীর ধারে পথ দিয়ে বাড়ী ফিরছিল?

উত্তরঃ লেখক ও বাদল।


১৩। কোন গাছের ডালে পথ চলায় বাধা সৃষ্টি করছিল?

উত্তরঃ কাঁটাওয়ালা সাইবাবলার ডালে ।


১৪। কে পথ চলতে গিয়ে হোঁচট খেল?

উত্তরঃ বাদল।


১৫। টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে কী বলে?

উত্তরঃ ডবল টিনের ক্যাশ বাক্স।


১৬। ডবল টিনের ক্যাশ বাক্সে গ্রামাঞ্চলে কী রাখা হয়?

উত্তরঃ টাকা কড়ি রাখা হয়।


১৭। টিনের ক্যাশ বাক্সের সাথে লেখক ও বাদল কোথায় বসে?

উত্তরঃ তেতুলতলায়।


১৮। আমগুলো একপাশে কী অবস্থায় পড়ে রইল?

উত্তরঃ অনাদৃত।


১৯। কোথায় ভূত আছে?

উত্তরঃ তেঁতুলতলায়।


২০। বাক্সটি কার হতে পারে?- উত্তরকী এসেছিল?

উত্তরঃ কোনো গরিব লোকের।


২১। কে কে হঠাত ধার্মিক হয়ে উঠলো?

উত্তরঃ বাদল ও লেখক।


২২। কোথায় গোপন মিটিং বসলো?

উত্তরঃ বাদলের ডাঙা নাটমন্দিরের কোণে।


২৩। পোস্টার লাগাতে কোন মাপের কাগজ কাটা হল?

উত্তরঃ ঘুড়ির মাপের।


২৪। কার হাতের লেখা সুন্দর?

উত্তরঃ বাদলের।


২৫। কয়টা কাগজে লিখে নদীর ধারে গাছে মেরে দেওয়া হল?

উত্তরঃ তিনখানা।


২৬। কিসের আঠা দিয়ে পোস্টার মেরে দেওয়া হলো?

উত্তরঃ বেলের আঠা দিয়ে।


২৭। তিনদিন পড় কে আসলো?

উত্তরঃ কালামতো লোক আসলো।


২৮। লেখকদের নদীতে কী এলো-

উত্তরঃ ভীষণ বন্যা।


২৯। বড় বড় গাছ কোথায় ভেসে গেল?

উত্তরঃ নদীর স্রোতে।


৩০। বন্যায় কয়টা গরু ভেসে যেতে দেখা গেল?

উত্তরঃ দু একটা গরু ।


৩১। বন্যায় কারা সর্বস্বান্ত হয়ে গিয়েছে?

উত্তরঃ অম্বরপুর চরের কাপালিরা।


৩২। কোন মাসে কাপালি নির্বিষ খোলার হাট থেকে আসছিল?

উত্তরঃ জষ্টি মাসে।


৩৩। কাপালির ডবল টিনের বাক্সে কী ছিল?

উত্তরঃ প্রায় আড়াই শো টাকার গয়না ও নগদ।


 

রোমানা আফরোজ

সিনিয়র শিক্ষিকা (বাংলা)

স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ, ঢাকা ।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments