৯ম ও ১০ম শ্রেণির পদার্থবিজ্ঞান পড়াশোনা ও প্রস্তুতি
প্রিয়
শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য পদার্থ বিজ্ঞানের ৩য় অধ্যায় (বল) থেকে
জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে এগুলো নিয়মিত সংগ্রহ করে চর্চা
করবে আশা করি উপকৃত হবে ।
৩য় অধ্যায়: বল
১। সাম্য বল কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে সাম্য বল বলে অথবা যে বলের লদ্ধিবল শূন্য তাকে সাম্যবল বলে ।
২। আমাদের ওজন
কোন বলের ফল?
উত্তরঃ মহাকর্ষ বল।
৩। মেঝের উপর
দিয়ে একটি বাক্সকে টেনে নেওয়ার সময় আমরা কোন বল প্রয়োগ করি?
উত্তরঃ টান বল।
৪। সবল নিউক্লিয়
বলের পাল-কত?
উত্তরঃ 10-15ml
৫। বেশি
শক্তিশালী বলের নাম কী?
উত্তরঃ সবল নিউক্লিয় বল।
৬। দুর্বল
নিউক্লিয় বলের পাল-কত?
উত্তরঃ 10-15m এর কম
৭। সবলতার
বিচারে মাঝারি ধরনের বলের নাম কী?
উত্তরঃ তড়িৎ বল।
৮। অস্পর্শ বল
কাকে বলে?
উত্তরঃ দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে তাকে অর্শ বল বলে।
৯। স্পর্শ বল
কাকে বলে?
উত্তরঃ যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংষ্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
১০। চারটি
মৌলিক বলের মধ্যে কোন বলের তীব্রতা বেশি?
উত্তরঃ সবল নিউকিয় বলের।
১১।
তাড়িতচৌম্বক বল কাকে বলে?
উত্তরঃ দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তাড়িতচৌম্বক বল বলে।
১২।
নিউকিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী?
উত্তরঃ সবল নিউকিয় বল।
১৩। দুটি আহিত
কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
উত্তরঃ চৌম্বক বল।
১৪। দুর্বল
নিউকিয় বল কাকে বলে?
উত্তরঃ যে স্বল্প পাল-রবল নিউকিয়াসের অভ্যন্ত রভু মৌলিক কণাগুলোর মধ্যে কাজ করে তাকে দুর্বল নিউকিয় বল বলে।
১৫। সাম্য
বলগুলোর লব্ধির মান কত?
উত্তরঃ শূন্য।
১৬। কোন বলের
কারণে নিউকিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয়?
উত্তরঃ দুর্বল নিউকিয় বলের কারণে।
১৭। কোন বলের
প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে?
উত্তরঃ মহাকর্ষ বলের কারণে।
১৮। অসাম্য বল
যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কীসের পরিবর্তন ঘটে?
উত্তরঃ বেগ এবং দিকের।
১৯। কোনো
বস্তুর উপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?
উত্তরঃ স্থির থাকবে।
২০। ঘর্ষণ বল
কাকে বলে?
উত্তরঃ একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শ তলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে ।
২১। কোন বলের
লব্ধি শূন্য হয়?
উত্তরঃ সাম্য বলের।
২২। দুটি
চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে কী বলে?
উত্তরঃ তাড়িতচৌম্বক বল।
২৩। অসাম্য বল
কাকে বলে?
উত্তরঃ যদি কোনো বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে ।
কে এম রিপন
পরিচালক ও
শিক্ষক
রূপান্তর
এডুকেয়ার জয়পুরপাড়া, বগুড়া।
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022
এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022
0 Comments