Ticker

6/recent/ticker-posts

Ad Code

৯ম ও ১০ম শ্রেণির বাংলা ২য় পত্র প্রস্তুতি-2022

৯ম ও ১০ম শ্রেণির বাংলা ২য় পত্র প্রস্তুতি

 

৯ম ও ১০ম শ্রেণির বাংলা ২য় পত্র প্রস্তুতি-2022



১। ক্রিয়াপদকে বিশেষণকরলে কয়টি অংশ পাওয়া যায়?

ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি


২। ধাতু কত প্রকার?

ক. তিন প্রকার খ. চার প্রকার গ. দুই প্রকারঘ. পাঁচ প্রকার

 

৩। বাংলা ধাতু কোনটি?

ক. কৃ খ. গম্ গ. গঠ ঘ. কাট  

 

৪। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) আ’ প্রত্যয় যোগ করে কোন ধাতু গঠিত হয়?

ক. মৌলিক ধাতু খ, প্রযোজক ধাতু গ. কর্মবাচ্যের ধাতু ঘ. সংযোগমূলক ধাতু

 

৫। বিগড় ধাতুর অর্থ-

ক. পুনরাগমন খ. প্রার্থনা করা গ. সিক্ত হওয়া ঘ. নষ্ট হওয়া

 

৬। কোনটি অজ্ঞাতমূল ধাতু?

ক. হের খ. কাদ গ. বাঁধ ঘ. স্থান

 

৭। গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় শ্রেণিতে বিভক্ত?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

 

৮। বিশেষ্য, বিশেষণ বা ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে ক, দে, পা, খ, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে কী বলে?

ক. কর্মবাচ্যের ধাতু খ. প্রযোজক ধাতু গ. সংযোগমূলক ধাতু ঘ. নাম ধাতু

 

৯। সংযোগমূলক ধাতুর উদাহরণ কোনটি?

ক. সে ঘুমাচ্ছে খ. ভালো কর 

গ. তিনি ছেলেকে পড়াচ্ছেন ঘ. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর

 

১০। কোনটি সংস্কৃত ধাতু?

ক. কথ খ. আঁক গ. কাট ঘ. কহ


১১। যেসব ধাতুকে বিশেষণকরা সম্ভব নয়, সেগুলোকে বলে-

ক. স্বয়ংসিদ্ধ ধাতু খ. সাধিত ধাতু গ. যৌগিক ধাতু ঘ. সংয়োগমূলক ধাতু

 

১২। কৃ, গম, ধূ, গঠ, স্থা ইত্যাদি কোন ধাতুর উদাহরণ?

ক. বাংলা ধাতু খ. হিন্দি ধাতু গ. অজ্ঞাতমূল ধাতু ঘ. সংস্কৃত ধাতু

 

১৩। কোনটি কর্মবাচ্যের ধাতুর উদাহরণ?

ক. যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর খ. তিনি ছেলেকে পড়াচ্ছেন

গ. মা শিশুকে চাঁদ দেখায় ঘ. ভয় কর

 

১৪। নিচের কোনটি বিদেশাগত ধাতু?

ক. কদি খ. আঁট গ. খাদ ঘ. শুন


১৫। বিদেশাগত ধাতুগুলো বাংলা ভাষায় গৃহীত হয়েছে প্রধানত-

ক. হিন্দি ভাষা থেকে খ. আরবি ভাষা থেকে 

গ. ফারসি ভাষা থেকে ঘ. সংস্কৃত ভাষা থেকে

 

উত্তরঃ

১. ক ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক

 

ফজলুল হক খান

সিনিয়র শিক্ষক

আইডিয়েল স্কুল এন্ড কলেজ, ঢাকা । 



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ