Ticker

6/recent/ticker-posts

Ad Code

ষষ্ঠ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি-২০২২ইং

half-yearly-exam-bangla-2nd-paper-preparation

ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলা দ্বিতীয় পত্র 

[বিশেষ দ্রষ্টব্যঃ দক্ষিণ পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমাণ জ্ঞাপক। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়]

half-yearly-exam-bangla-2nd-paper-preparation


১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখ :

(ক) ফেরিওয়ালা;

(খ) শীতের পিঠা।


২। সারমর্ম লিখ : যেকোনো ১টি 

(ক) সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

সার্থক জন্ম মাগো, তোমার ভালোবেসে

জানিনে মা তোর ধনরতন

আছে কিনা রানির মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’

কোন বনেতে জানিনে ফুল

গন্ধে এমন করে আকুল,

কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে”

আঁখি মেলে তোমার আলো

প্রথম আমার চোখ জুড়ালো

ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।”      


অথবা,

(খ) পরের কারণে স্বার্থ দিয়া বলি

এ জীবন মন সকলি দাও,

তার মতো সুখ কোথাও কি আছে?

আপনার কথা ভ‚লিয়া যাও।

পরের কারণে মরনেও সুখ;

‘সুখ’ ‘সুখ’ করি কেঁদ না আর,

যতই কাঁদিবে, যতই ভাবিবে

ততই বাড়িবে হৃদয় ভার।

আপনারে লয়ে বিব্রত রহিতে

আসে নাই কেহ অবনী পরে,

সকলের তরে সকলে আমরা,

প্রত্যেকে মোরা পরের তরে।

half-yearly-exam-bangla-2nd-paper-preparation

৩। ভাব-সম্প্রসারণ লিখ যে কোন ১টি

(ক) চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। 

(খ) পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।


৪। পত্র লিখ  যে কোন ১টি  

(ক) তোমার পরীক্ষার ফলাফলের সংবাদ জানিয়ে পিতার নিকট পত্র লিখ। 

(খ) বিদ্যালয়ে ৫ দিন অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটির আবেদন পত্র লিখ। 


৫। রচনা লিখ : যে কোন ১টি

(ক) আমাদের বিদ্যালয়;

(খ) সত্যবাদিতা;

(গ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 




অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022

Post a Comment

0 Comments