Ticker

6/recent/ticker-posts

Ad Code

নবম শ্রেণি - অর্ধ-বার্ষিক পরীক্ষার কৃষি শিক্ষা প্রশ্ন

অর্ধ-বার্ষিক পরীক্ষা
নবম শ্রেণি
বিষয়ঃ কৃষি শিক্ষা (সৃজনশীল)
যে কোন ৫টি প্রশ্নের উত্তর দাওঃ

১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রনি পাল মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে নিজ পুকুরে মাছ চাষ শুরু করলেন। তিনি সম্পূরক খাদ্য প্রস্তুত করে পুকুরে যথাযথভাবে প্রয়োগ করেন এবং মাছের উৎপাদন বাড়াতে সফল হন। তার সফলতা দেখে এলাকার অন্য চাষিরা নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগের কার্যক্রম গ্রহণ করলেন।
(ক)    সম্পূরক খাদ্য কাকে বলে?
(খ)    মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন? ব্যাখ্যা কর।
(গ)    রনি পালের সফলতার কারণ ব্যাখ্যা কর।
(ঘ)    এলাকার অন্য মাছ চাষিদের গৃহীত কার্যক্রম মূল্যায়ন কর।

২।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
গত রবি মৌসুমের কৃষক সামাদ আলী তার ২ বিঘা জমিতে মাসকলাই চাষ করেন। এর মধ্যে এক বিঘা জমির মাসকলাই সবুজ অবস্থায় সংরক্ষণ করার পরিকল্পনা করেন, যাতে প্রতিক‚ল ও বিরূপ পরিবেশে তার গবাদি পশুর খাদ্য চাহিদা পূরণ করা যায়।
(ক)    দানাদার খাদ্য কাকে বলা হয়?
(খ)    পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা কর।
(গ)    সামাদ আলীর পরিকল্পনাটি বাস্তবায়নের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
(ঘ)    সামাদ আলীর পরিকল্পনাটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৩।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রফিক তার দাদার বাড়িতে বেড়াতে গেছে। গ্রামের মেঠো পথ ধরে চাচাতো ভাইয়ের সাথে হাটার সময় প্রচÐ বাতাস শুরু হলো। বাতাসের সাথে রাস্তার ধুলোবালি ওড়াওড়ি শুরু হলে রকিব চরম অস্বস্তি বোধ করতে লাগল। রকি তার চাচাত ভাইকে বলল এ ঘটনা বিভিন্নভাবে পরিবেশকে ক্ষতি করছে।
(ক)    বীজ সংরক্ষণ কী?
(খ)    গম চাষ উপযোগী মাটির ২টি বৈশিষ্ট্য লিখ।
(গ)    রফিক তার চাচাত ভাইয়ের নিকট কোন ধরনের ক্ষতিগুলোর প্রতি আলোকপাত করেছে? ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপকে আলোচিত ভূমিক্ষয়ের ধরণ নির্ধারণ করো এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

৪।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
কামাল একজন অভিজ্ঞ চাষী। প্রতিবছর সে জমিতে ধান চাষ করে। সর্বদা ভালো ফলন পায়। সে আরও ভালো ফলন পাওয়া প্রত্যাশায় কৃষি কর্মকর্তার পরামর্শ নেয়। কৃষি কর্মকর্তা তাকে উদ্ভিদ তাত্তি¡ক ও কৃষি তাত্তি¡ক বীজের সম্পর্কে ধারণা দেন এবং মাটির গুণাগুন বিবেচনায় টমেটো চাষের পরামর্শ দেন। বাড়তি লাভের জন্য ফসল সংরক্ষণের পরামর্শ দেন।
(ক)    ধান কোন মাটিতে ভালো জন্মে?
(খ)    উদ্ভিদ তাত্তি¡ক ও কৃষি তাত্তি¡ক বীজের পার্থক্য লেখ।
(গ)    কৃষি কর্মকর্তা কেন কামালকে ফসল সংরক্ষণের পরামর্শ দেন?
(ঘ)    কৃষি কর্মকর্তা টমেটো চাষের পরামর্শ মূল্যায়ন কর।

৫।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মেঘনার তীরের বাসিন্দা কৃষক তোরাব তার দুই একর জমিতে পাট চাষ করলেন। কিছুদিন পর তার পাটের জমিতে শুঁয়োযুক্ত এক ধরনের পোকার ব্যাপক আক্রমণ হলো। তোরাব বিচলিত না হয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পোকা দমন করলেন। ফলে তার জমিতে পাটের আশাতীত উৎপাদন হওয়ায় পরবর্তী বছর এলাকার অন্যান্য কৃষকরা তাদের জমিতেও পাট চাষের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
(ক)    পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কী?
(খ)    স্বাভাবিক মাত্রার চেয়েও পাটের বীজ বেশি বোনার কারণ ব্যাখ্যা কর।
(গ)    কৃষক তোরাব আলীর জমিতে পোকা দমন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
(ঘ)    কৃষকদের সিদ্ধান্ত ঐ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কতটুকু সুফল বয়ে আনবে তা মূল্যায়ন কর।

৬।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মমতাজ মিয়া তার জমিতে এবারই প্রথম মিষ্টি কুমড়ার চাষ করেছে। জমি তৈরি, সার প্রয়োগ, বীজ বপণসহ চাষের কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করার ফলে গাছগুলো ভালোভাবেই বড় হয় এবং ফুল ধরা শুরু করে। কিন্তু কোন ফল ধরে না, বিষয়টি মমতাজ মিঞাকে চিন্তিত করে তোলে।
(ক)    শিমের বীজ বপণের উপযুক্ত সময় কখন?
(খ)    শিম চাষের নির্দিষ্ট কোনো স্থান নেই ব্যাখ্যা কর।
(গ)    মমতাজ মিঞার মিষ্টি কুমড়া গাছে ফল না ধরার কারণ ব্যাখ্যা কর।
(ঘ)    যেকোনো ফসর চাষে পূর্ণাঙ্গ ধারণা থাকা জরুরি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

৭।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
তাজুল তার পুকুরে নানা রকম কার্পজাতীয় মাছ চাষ করে ভালভাবে পরিচর্যা করে ফলন পেলেও এতে খরচ বেশি হয়। একদিন তার এক আত্মীয় বাড়িতে গিয়ে দেখে পুকুরের পানিতে ঘর তৈরি করে সেখানে হাঁসের বাচ্চা এবং নিচের মাছের চাষ  করে একজন লোক অনেক বেশি লাভ করেছে। এটি দেখে এ পদ্ধতিতে তাজুল হাঁস চাষের সিদ্ধান্ত নেন।
(ক)     রাক্ষুসে মাছ কী?
(খ)    হাঁস ও মাছের সম্বনিত চাষে মাছের পৃথক সরবরাহের প্রয়োজন হয় কেন?
(গ)    তাজুল কীভাবে তার পুকুরে হাঁসের জন্য ঘর তৈরি করবে কীভাবে ব্যাখ্যা কর।
(ঘ)    উক্ত দুটি পদ্ধতির মধ্যে একজন চাষি কোনটি বেছে নিবে এবং কেন? যুক্তি দাও।

৮।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নিজাম ছোট পরিসরে পারিবারিক দুগ্ধ খামার করার উদ্দেশ্যে বাজার থেকে তিনটি গাভী কিনে আনেন। খামারটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করে ভবিষ্যতে বড় পরিসরে খামার করার ইচ্ছে নিজামের।
(ক)    গোশালা কী?
(খ)    গর্ভকালীন সময়ে গাভীর বিশেষ যতœ নেওয়া উচিত কেন?
(গ)    নিজাম কীভাবে গাভীগুলোর জন্য বাসস্থান তৈরি করবে-ব্যাখ্যা কর।
(ঘ)    নিজামের ইচ্ছে বাস্তবায়নে খামার পরিচালনার পরিকল্পনা কীরূপ হওয়া উচিত-বিশ্লেষণ কর।

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)