Ticker

6/recent/ticker-posts

Ad Code

ষষ্ঠ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক প্রস্তুতি

বহুনির্বাচনী প্রশ্ন-২০

 বহুনির্বাচনী সকল প্রশ্নের উত্তর দাও :

ষষ্ঠ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক প্রস্তুতি


১। প্রাণীজগতের একমাত্র কাদের ভাষা আছে?

(ক) মানুষের  (খ) পাখির (গ) পশুর (ঘ) সবার


২। ভাষাকে দেশগঠনের কী হিসেবে গ্রহণ করা হয়? 

(ক) হাতিয়ার  (খ) অঙ্গ (গ) মাধ্যম (গ) বাহক


৩। যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো-

i. ইংরেজী ii. বাংলা  iii. তামিল

নিচের কোনটি সঠিক? 

(ক) i (খ) ii  (গ) i ও ii (ঘ) i, ii ও iii


৪। উচ্চারনের একক কী? 

(ক) অক্ষর (খ) বর্ণ (গ) ধ্বনি (ঘ) শব্দ


৫। পশু পাখির ডাককে কী বলে? 

(ক) আওয়াজ (খ) ধ্বনি (গ) ভাষা (ঘ) সংকেত 


৬। সংকেত ভাষার অপর নাম কী? 

(ক) চোখের ভাষা (খ) ভাব বিনিময়ের ভাষা (গ) ইশারা ভাষা (ঘ) বর্ণনার ভাষা


৭। ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?

(ক) বাগর্থ (খ) বাক্য  (ঘ) শব্দ (ঘ) ধ্বনি 


৮। সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যেকে কী ভাষা বলে? 

(ক) উপভাষা (খ) সামাজিক ভাষা (গ) পেশাগত ভাষা (ঘ) প্রমিত ভাষা


৯। বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবিত বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছেন তাকে কী বলে? 

(ক) সাধু ভাষা (খ) চলিত ভাষা (গ) লেখার ভাষা (ঘ) প্রমিত ভাষা


১০। সামাজিক ভাষা কত প্রকার? 

(ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার


১১। ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কী বলে?

(ক) স্বরযন্ত্র (খ) বাগযন্ত্র (গ)  শ্বাসনালি  (ঘ) গলনালি


১২। বাগযন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি? 

(ক) বর্ণ (খ) ধ্বনি (গ) শব্দ (ঘ) বাক্য 


১৩। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীন ভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়?

(ক) অ (খ) আ (গ) ই (ঘ) উ


১৪। জিভের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কী বলে?

(ক) সম্মুখ স্বরধ্বনি (খ) পশ্চাৎ স্বরধ্বনি (গ) মধ্য স্বরধ্বনি (ঘ) নিম্ন  মধ্য স্বরধ্বনি 


১৫। আগোলাকৃত স্বরধ্বনি কোনটি? 

(ক) আ (খ) এ (গ) অ (ঘ) ও


১৬। প্রত্যয় শব্দের কোথায় বসে?

(ক) পূর্বে  (খ) পরে (গ) মাঝে (ঘ) সঙ্গে 


১৭। শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কী বলে?

(ক) নাম বিভক্তি (খ) শব্দ বিভক্তি (গ) পদ বিভক্তি (ঘ) ক্রিয়া বিভক্তি 


১৮। বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কী বলে?

(ক) বিশেষণ (খ) সর্বনাম (গ) ক্রিয়া (ঘ) অব্যয়


১৯। দুই বা তার চেয়ে বেশী শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কী বলে?

(ক) বিভক্তি (খ) সমাস (গ) উপসর্গ (ঘ) সন্ধি


২০। যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কী বলে?

(ক) বিশেষ্য (খ) সমাপিকা ক্রিয়া (গ) অসমাপিকা ক্রিয়া (ঘ) ক্রিয়া 




অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022

Post a Comment

0 Comments