অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২২ইং
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলা প্রথম পত্র (সৃজনশীল)
গদ্য অংশ
১। মিজান একটি সরকারি অফিসে অফিস সহকারী হিসাবে কাজ করে। বেতন অল্প। এ অল্প বেতনেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে কোনো মতে সংসার চালিয়ে নেয়। অফিসে অবৈধ্যভাবে উপার্জনের অনেক পথ থাকলেও সেদিকে নজর দেয় না। সহজভাবে জীবন যাপন করে আর্তমানবতার সেবায় নিয়োজিত হতে চায় সে।
(ক) স্বর্গীয় দূত অন্ধের কাছে গিয়ে কী সাহায্য চাইলেন?
(খ) ফেরেশতাদের পরিচয় ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে ‘সততার পুরস্কার’ গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) মিজানের মতো লোকেরাই সমাজ এবং আল্লাহর কাছে প্রিয়-উক্তিটি বিশ্লেষণ কর।
২। অধরা বাগ প্রতিবন্ধী। প্রকৃতি পরম যত্নে তাকে বরণ করে নেয়। নদীর ধারে নির্জনে বসে সে নিজেকে খুঁজে পায়। তার জীবনে অভাব যেন প্রকৃতিই পূরণ করে দেয়। প্রকৃতি যেন অধরার হয়ে কথা বলে। আর অধরাও প্রকৃতির এই নিস্তব্ধ গভীরতাকে নিজের মধ্যে ধারণ করে তৈরি করে নিয়েছে এক জগৎ।
(ক) বনফুলের প্রকৃত নাম কী?
(খ) মিনুর সব কথা শোনার প্রয়োজন হয় না কেন?
(গ) উদ্দীপকের অধরার সাথে ‘মিনু’ গল্পের মিনুর সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটি ‘মিনু’ গল্পের খন্ডাংশমাত্র- উক্তিটির যৌক্তিকতা তুলে ধর।
৩। ফ্রান্সকে বলা হয় ছবি ও কবিতার দেশ। এদেশের নগরীর সৌন্দর্য অতুলনীয়। এর মোহে বহুলোক ভিড় করে সেখানে। পারীকে অর্ধেক নগরী ও অর্ধেক কল্পনার শহর বলা হয়। শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক এক অন্যতম পদপীঠ এই পারী নগরী। এখানে রেস্তোরাগুলোতে স্বল্পমূল্যে ঘণ্টার পর ঘন্টা আড্ডা দেওয়া যায়। সুগন্ধি শিল্পের জন্য পারীর সুনাম জগৎ জোড়া।
(ক) পিরামিডের দেশ বলা হয় কোন দেশকে?
(খ) ফারাওদের লাশ মমি করা হতো কেন?
(খ) উদ্দীপকের ফ্রান্সের পারী ও নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশরের কায়রোর কোন দিক থেকে মিল রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) সাদৃশ্য থাকলেও উদ্দীপকটি ‘নীলনদ আর পিরামিডের দেশ’ রচনার সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি- মন্তব্যটি বিচার কর।
৪। গ্রামের দূরন্ত ছেলে রায়হান। মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশের মানুষের উপর পাকিস্তানি হানাদারদের নিষ্ঠুর নিমর্মমতা দেখে ক্ষুদ্ব হয় সে। শহরত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভারাক্রান্ত হয়। এজন্য পাকিস্তানিদের প্রতি তার মনে চরম ঘৃণা জন্ম নেয় এবং প্রতিশোধের জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে।
(ক) সাবুর মায়ের নাম কি?
(খ) সাবু হস্তদন্ত হয়ে বাড়ি ছুটে আসে কেন?
(গ) উদ্দীপকের রায়হানের সাথে তোলপাড় গল্পের সাবুর সাদৃশ্য নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকে ‘তোলপাড়’ গল্পের সম্পূর্ণ বিষয় উপস্থাপন করা হয়েছে কি না, তা বিশ্লেষণ কর।
পদ্য অংশ
৫। ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে আমার জন্মভ‚মি।
(ক) কবির অঙ্গ জুড়ায় কীসে?
(খ) কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে ‘জন্মভ‚মি’ কবিতার কোন দিকটির মিল লক্ষ করা যায় ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপক ও কবিতার জন্মভ‚মিকে ‘রানি’ সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
৬। এম.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হয়ে অনিমা হতাশ হয়ে পড়ে। অনিমার বান্ধবী শারমিন বলল, “সোহেলি অন্যের বাড়িতে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালভাবে বি,এ পাশ করেছে। সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই। অনিমা তুমি হাল ছেড়ে দিও না আমার বিশ^াস, চেষ্টা করলে তুমি ভাল ফল করতে পারবে।”
(ক) সংসারকে কবি কি বলেছেন?
(খ) তার মতো সুখ কোথাও কি আছে? কবি এ চরণে কোন সুখের কথা বুঝিয়েছেন?
(গ) অনিমার হতাশার মধ্যে ‘সুখ’ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও।
(ঘ) “শারমিনের চিন্তা ভাবনা কবির যাও বীরবেশে কর গিয়া রণ- এ চরণের ভাবকেই যেন ধারণ করেছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৭। রহিম, শ্যামল ও রোজারিও তিন বন্ধু। ঈদ, পূজা ও বড়দিনে তারা একে অন্যের বাড়ীতে বেড়াতে যায়। আনন্দে উৎসবে, সুখে-দুঃখে একে অন্যকে সাহায্য সহযোগিতা করে। এরূপ আচরণে তাদের বাবা-মা খুব খুশি। রাহীমের বাবা বলেন, তোমরা অতি অসাধারণ। তোমাদের মতো সবাই বন্ধুসূলভ হলে এ পৃথিবী আরো সুন্দর বাসস্থান হবে।
(ক) ‘মানুষ জাতি’ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(খ) ‘দুনিয়া সবারি জনম বেদি’ এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) রহিম, শ্যামল ও রোজারিও’র বন্ধুত্বে ‘মানুষ জাতি’ কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে-ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের রাহীমের বাবার মন্তব্যই যেন ‘মানুষ জাতি’ কবিতার মূল সুর- উক্তিটি বিশ্লেষণ কর।
৮। আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল। লেখাপড়ায় সে বেশ ভাল। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান। কিন্তু ফয়সাল গ্রামের এ চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না।
(ক) ‘হিয়া’ অর্থ কি?
(খ) ‘চাই না ও অলকায়’- এর দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ) ফয়সালের মামার চাওয়া ‘ঝিঙে ফুল’ কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
(ঘ) ফয়সাল এবং ঝিঙে ফুলের ইচ্ছা যেন একই সুরে গাঁথা- উক্তিটির যথার্থতা নিরুপণ কর।
আনন্দপাঠ অংশ
৯। রফিক বিশ^বিদ্যালয়ের একজন জনপ্রিয় খেলোয়াড়। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। সফিক ও রফিকের দলে খেলে। রফিকের প্রশংসা সফিকের সহ্য হয় না। একদিন সে রফিকের হলের রুমে গিয়ে দেখে রফিক নেই। টেবিলে চশমা পড়ে আছে। সফিক রফিকের চশমা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আসে। চশমা না থাকার কারণে রফিক পরের দিনের ক্রিকেট ম্যাচটি খেলতে ব্যর্থ হয়।
(ক) রাজা ছোট রানির কোমরে কীসের শিকল বাঁধলেন?
(খ) বড়ো রানিদের মনের বাজনা থামে না কেন?
(গ) উদ্দীপকে সফিক চরিত্রের সাথে ‘সাত ভাই চম্পা’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি? ব্যাখ্যা কর।
(ঘ) গল্পে রানিদের ষড়যন্ত্র ধরা পড়লেও উদ্দীপকের সফিকের ষড়যন্ত্র ধরা পড়েনি- এ বিষয়ে যৌক্তিক আলোচনা কর।
১০। সিহাবের মাছ ধরার খুব নেশা। সে দেখল দত্তদের বাড়িতে কেউ নেই। এই সুযোগে সে দত্তদের পুকুরে বড়শি ফেলল। টোপ হিসাবে দিল কেঁচো, মবদার গোরা, আরো কতকি? সকাল থেকে ফাতনার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে সিহাব। মাছের টিকিটি পর্যন্ত দেখা যাচ্ছে না। এমন দিন সিহাবের জীবনে খুব কম গেছে। সে একজন দক্ষ মাছ শিকারী। দিন শেষে কিছু ট্যাংরা মাছ তার বড়শিতে ধরা পড়ল।
(ক) সুবল কাকা তেলাপোকার টোপ দিয়ে কয়টি মাছ ধরেছিল?
(খ) আবুর মনে ভয় তাড়িয়ে বেড়ায় কেন?
(গ) উদ্দীপকে সিহাবের সাথে ‘আষাঢ়ের একরাত’ গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র কে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে সিহাব এবং গল্পের সাজেদ একই মানসিকতার অধিকারী হলেও উভয়ের পরিণতি ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন” বিশ্লেষণ কর।
১১। বেশ বেখেয়ালি আর অমনোযোগী ছেলে সিয়াম। চলছিল বার্ষিক পরীক্ষা। প্রতিদিনই সে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়। সে দিন ছিল গণিত পরীক্ষা। প্রতিদিনের ন্যায় সেদিনও তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গাড়ীতে চড়ে বসে। পরীক্ষা শুরুর ১০ মিনিট পূর্বে কক্ষে পৌঁছায় সে। পরীক্ষক যখন পরীক্ষার হলে ঢোকার প্রবেশ পত্র দেখতে চাইল সে সেটা আর খুঁজে পেল না। প্রবেশ পত্র সে বাড়িতে ফেলে এসেছে। ঐদিন আর তার পরীক্ষা দেওয়া হলো না।
(ক) ‘মামার বিয়ের বরযাত্রী’ গল্পের গল্পকথক কে?
(খ) পদ্মবিলটি কেমন ছিল?
(গ) সিয়ামের পরীক্ষা না দিতে পারার কারণ ‘মামার বিয়ের বরযাত্রী’ গল্পের আলোকে ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটি ‘মামার বিয়ের বরযাত্রী’ গল্পের সমগ্র ভাবকে ধারণ করে কি? তোমার মতামত দাও।
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022
এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022
0 Comments