এসএসসি প্রস্তুতি ২০২২ - পদার্থবিজ্ঞান
অধ্যায় ৪ - কাজ, ক্ষমতা ও শক্তি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
০১। কাজ কাকে বলে?
উত্তরঃ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ হলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে ।
০২। কাজের একক কী?
উত্তরঃ জুল।
০৩। একটি বস্তুকে টান টান করলে এর
মধ্যে কোন শক্তি জমা থাকে?
উত্তরঃ বিভব শক্তি।
০৪। এক জুল = কত ক্যালরি?
উত্তরঃ ৫,২৪ ক্যালরি
০৫। কাজ কী রাশি?
উত্তরঃ স্কেলার রাশি
০৬। একটি বস্তুকে সুতায় বেধে
উল-ম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত?
উত্তরঃ শূন্য।
০৭। কাজের সমীকরণ লিখ।
উত্তরঃ কাজ = বল x সরণ।
০৮। কাজের মাত্রা সমীকরণ লিখ ।
উত্তরঃ [ML2T2]।
০৯। একটি বস্তুকে টান টান করলে এর
মধ্যে কোন শক্তি জমা থাকে?
উত্তরঃ বিভব শক্তি।
১০। ঢিল ছুঁড়ে আম পাড়া যায় কোন
শক্তির কারণে?
উত্তরঃ গতিশক্তি।
১১। বিভব শক্তির একক কী?
উত্তরঃ জল।
১২। তীর ছোড়ার পূর্ব মুহূর্তে তীর
ধনুকে কোন শক্তি সঞ্চিত থাকে?
উত্তরঃ বিভব শক্তি।
১৩। শক্তি কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর কাজ করার
সামর্থ্যকে শক্তি বলে।
১৪। ঢিল ছুড়ে আম পাড়ার সময় ঢিলের
কোন শক্তি আমকে বৃস্তচ্যুত করে?
উত্তরঃ গতি শক্তি।
১৫। শক্তির সবচেয়ে সাধারণ রূপ কী?
উত্তরঃ আলোক শক্তি।
১৬। বিভব শক্তি কীসের উপর নির্ভর করে?
উত্তরঃ বস্তুর ভর ও উচ্চতার উপর
১৭। কোনো গাড়ির বেগ তিনগুণ করা হলে
প্রাপ্ত গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ?
উত্তরঃ নয় গুণ।
১৮। গতিশক্তির একক কী?
উত্তরঃ জুল।
১৯। ১ জুল কাকে বলে?
উত্তরঃ কোনো বস্তুর উপর IN বল প্রয়োগ
করলে যদি বস্তুর সরণ 1m হয় তবে যে পরিমাণ কৃতকাজ হয় তাকে ১ জুল বলে।
২০। শক্তির মাত্রা লিখ ।
উত্তরঃ [ML2T-2]
২১। কাজ কোন ধরনের রাশি?
উত্তরঃ স্কেলার রাশি।
২২। গতিশক্তি নয় গুণ হলে বস্তুর বেগ
কত হবে?
উত্তরঃ তিন গুণ।
২৩। অভিকর্ষ বিভবশক্তির মাত্রা লিখ।
উত্তরঃ ML2T2
২৪। বস্তু যত নিচে পড়তে থাকে তার
বিভবশক্তি কিরূপ হয়?
উত্তরঃ কমতে থাকে।
২৫। বিভবশক্তি বৃদ্ধি করতে হলে কিরাপ
কাজ করতে হয়?
উত্তরঃ বলের বিপরীতে।
২৬। গতিশক্তি কাকে বলে?
উত্তরঃ কোনো গতিশীল বস্তু তার গতির
জন্য কাজ করার যে। সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
২৭। নিউকিয় বিক্রিয়ায় পদার্থ কিসে
রূপান্তরিত হয় ?
উত্তরঃ শক্তিতে।
২৮। ৫ ক্যালরি = কত জুল?
উত্তরঃ ২১ জুল।
২৯। বিভবশক্তি নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তরঃ বিভব শক্তি = বস্তুর ভর x
অভিকর্ষজ ত্বরণ x উচ্চতা বা, বস্তুর ওজন x উচ্চতা।
৩০। পেট্রোলিয়াম শব্দের অর্থ কী?
উত্তরঃ পাথরে সঞ্চিত তেল।
৩১। ধাতব প্রতিফলকের সাহায্যে
সূর্যরশ্মিকে ব্যবহার করে কী তৈরি করা হয়?
উত্তরঃ সৌরচুলি।
৩২। এক কিলোওয়াট ঘণ্টা = কত জুল?
উত্তরঃ 3.6 x 10°) ।
৩৩। পারমাণবিক শক্তির ধ্বংসনীলা কোন
শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়?
উত্তরঃ রাসায়নিক শক্তি।
৩৪। হট স্পট কাকে বলে?
উত্তরঃ যে জায়গায় ম্যাগমা জমা থাকে
তাকে হট স্পট বলে।
৩৫। জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে
নিউকিয় বোমার বিস্ফোরণ ঘটে কত সালে?
উত্তরঃ ১৯৪৫ সালে।
৩৬। টেরিলিন পাওয়া যায় কী থেকে?
উত্তরঃ পেট্রোলিয়াম।
৩৭। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি
মানুষ কোন শক্তি থেকে পায়?
উত্তরঃ রাসায়নিক শক্তি।
৩৮। পেট্রোলিয়াম কোন শব্দ?
উত্তরঃ ল্যাটিন শব্দ।
৩৯। কয়লা ও খনিজ তেল কোন ধরনের
জ্বালানি?
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি।
৪০। জলবিদ্যুৎ উৎপাদনে টার্বাইনটি
কিসের সাথে সরাসরি যুক্ত?
উত্তরঃ তড়িং জেনারেটরের সাথে।
৪১। বায়োমাসে প্রধানত কোন কোন গ্যাস
থাকে?
উত্তরঃ কার্বন ও হাইড্রোজেন।
৪২। কোন দেশ প্রথম নিউকিয় তড়িৎ
কেন্দ্র হতে তড়িৎ উৎপাদন শুরু করে?
উত্তরঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন।
কে এম রিপন
পরিচালক ও শিক্ষক
রূপান্তর এডুকেয়ার জয়পুরপাড়া, বগুড়া।
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022
এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022
0 Comments