এসএসসি বাংলা
১ম পত্র প্রস্তুতি
নাটক: বহিপীর
১। বজরার
পাটাতনে বসে কে মসলা পেষে?
ক) মাঝি খ)
একটি চাকর গ) হাশেম ঘ) তাহেরা
-
২। “যে মেয়ে
ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না'- কথাটি কে বলেছিল?
ক) তাহেরা খ)
হাশেম গ) খোদেজা ঘ) হাতেম
৩। তাহেরা কোন
ঘাট থেকে বজরায় উঠেছিল?
ক) মেঘনা ঘাট
খ) ডেমরা ঘাট গ) রূপসা ঘাট ঘ) সদরঘাট
৪। কে বলেছিল
একটি মেয়ে বিপদে পড়েছে?
ক) মাঝি খ) হকিকুল্লাহ গ) চাকর ঘ) হাশেম
৫। আপনার তো বুড়োর
কাছে বিয়ে হয়নি’ কথাটি কে বলেছিল?
ক) হকিকুল-হি
খ) তাহেরা গ) একজন মাঝি ঘ) চাকরটি
৬। নদীতে কী
ভাসতে দেখা গেল?
ক) একটি লাশ খ) বেগুনি রঙের শাপলা গ) কচুরিপানা ঘ) পানি রাখার পাত্র
৭। বহিপীরের
বাড়ি কোথায়?
ক) চাঁদপুর খ) সুনামগঞ্জে গ) মৌলভীবাজার ঘ) দেওয়ানগঞ্জ
৮। ঝড়ের সময়
বজরাটি কোথায় অবস্থান নিয়েছিল?
ক) খালের ভেতরে খ) ডেমরা ঘাটে গ) একটি গাছের নিচে ঘ) বড় লঞ্চের নিকটে
৯। এই বহিপীর
সাহেব আপনার পীর সাহেব নন তো— কথাটি কে কাকে বলেছিল?
ক) হাশেম
হকিকুল-হকে খ) হাশেম তাহরাকে গ) হাতেম তাহেরাকে ঘ) খোদেজা তাহেরাকে
-
১০। হাশেম কোন
ব্যবসা করবে বলে মনস্থির করেছে?
ক) মাছের ব্যবসা খ) ছাপাখানার ব্যবসা গ) পোশাকের ব্যবসা ঘ) ধানের ব্যবসা
১১। বহিপীরের
প্রথম স্ত্রী কত বছর আগে মারা গেছেন?
ক) পনেরো খ) আঠারো গ) এগারো ঘ) চৌদ্দ
১২। আমার
মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে’- কথাটি কে বলেছিল?
ক) তাহেরা। খ)
বহিপীর গ) হাতেম ঘ) খোদেজা
১৩। তাহেরাকে
আত্মহত্যার হাত থেকে কে বাঁচিয়েছিল?
ক) খোদেজা খ)
হাতেম গ) হকিকুল্লহি ঘ) হাশেম
১৪। কালই
নিলামে কী উঠবে?
ক) জমিদারি খ) বজরা গ) ছাপাখানা। ঘ) নৌকাটি
১৫। হাতেম
আলীর বাল্যবন্ধুর নাম কী?
ক) আফিল উদ্দিন খ) আনোয়ার উদ্দিন গ) জহির উদ্দিন ঘ) আনোয়ার সাহেব
১৬। “আমি
সাঁতার জানি না, পানিতে ডুবে মরব'- উক্তিটি কার?
ক) চাকরের খ)
মাঝির গ) তাহেরার ঘ) খোদেজার
১৭। বহিপীরের
দেখাশোনার ভার কার কাঁধে ছিল?
ক) তাহেরা বিবির খ) মুরিদদের গ) হকিকুল্লাহর ঘ) চাকরদের
১৮। বাইরে
আবছায়ার মধ্যে হকিকুল-হিকী করে?
ক) গান গায় খ) জাল বোনে গ) হুকা খায় ঘ) মোনাজাত করে
১৯। খোদেজা
কার মাথার চুল বেঁধে দিল?
ক) মাঝির কন্যার খ) চাকরের কন্যার গ) তাহেরার ঘ) জায়েদার
২০। সৈয়দ
ওয়ালীউল-হ কোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন?
ক) ঢাকা কলেজ
খ) পাঞ্জাব কলেজ গ) জগন্নাথ কলেজ ঘ) বি এম কলেজ
২১। নাটকের
সংলাপ হলো-
ক) ভাব খ) ভাষা গ) সংলাপ ঘ) চরিত্র
২২। বহিপীর
নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো-
ক) তাহেরা
খ) বহিপীর গ) হাশেম আলী ঘ) হকিবুল্লহি
২৩। হাতেম
আলীর কোথায় জমিদারি ছিল?
ক) সুনামগঞ্জে খ) ভাটি এলাকায় গ) ডেমরা অঞ্চলে ঘ) রেশমপুরে
২৪। নাটক
কয়টি পর্বে বিভক্ত থাকে?
ক) পাঁচটি
খ) চারটি গ) তিনটি ঘ) দুটি
২৫। বহিপীর
নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক) ১৯৫০
খ) ১৯৬০ গ) ১৯৬৫ ঘ) ১৯৭০
-
উত্তরঃ
০১. খ ০২. গ ০৩.
খ ০৪. গ ০৫. খ ০৬. গ ০৭. খ ০৮. ক ০৯. খ ১০. খ ১১. ঘ ১২. গ
১৩. ঘ ১৪. ক
১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০.ক ২১.গ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.খ
লুৎফা বেগম
সিনিয়র
শিক্ষক (বাংলা)
বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা।
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022
অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022
এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022
৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022
অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022
0 Comments