Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় লেখাপড়া

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় লেখাপড়া

 ২য় অধ্যায়ঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

 

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় লেখাপড়া

১। যৌথবাহিনীর অন্তর্ভুক্ত হলো-
i. বাংলাদেশের মুক্তিবাহিনী ii. সেনা সদস্য iii. ভারতীয় সেনা সদস্য পাকিস্তানি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

---


২। কোনটি ঢাকার রায়ের বাজারে অবস্থিত?
ক) তীর্থ স্থান খ) বধ্যভূমি গ) ক্যান্টনমেন্ট ঘ) স্মৃতিসৌধ
 
৩। ২৫শে মার্চ রাতে পাকবাহিনী হামলা চালায়-
i. ইপিয়ার দপ্তরে ii. আনসার ব্যারাকে iii. যশোর সেনানিবাস
নিচের কোনটি সঠিক?
খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii


৪। কোথায় আত্মসমর্পনের দলির স্বাক্ষরিত হয়?
ক) রমনা উদ্যানে খ) ওসমানী উদ্যান গ) রেসকোর্স ময়দানে ঘ) পল্টন ময়দানে
 
৫। সরাসরি মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি কোনটি?
ক) ভারত ও চীন খ) ভারত ও ভুটান
গ) ভারত ও সোভিয়েত ইউনিয়ন ঘ) সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র
 
৬। পাকিস্তানের অখন্ডতা রক্ষার নামে কারা এদেশে পাকিস্তানি সৈন্যদের সাথে মিলে হত্যা, লুট, অগ্নিকান্ড ও নারী নির্যাতন সহ ত্রাসের রাজত্ব কায়েম করে?
ক) নারীরা খ) মসজিদের ইমামরা গ) স্বাধীনতাবিরোধীরা ঘ) অশিক্ষিতরা
 
৭। বাংলাদেশের স্বাধীনতার জন্য কতজন ভারতীয় অফিসার ও জোয়ান মারা যান?
ক) দুই হাজার খ) তিন হাজার গ) চার হাজার ঘ) পাচ হাজার
 
৮। ১৬ ডিসেম্বরে যে শে-গিনেমুখরিত রাখে ঢাকার অবকাশ—
ক) জয় বঙ্গবন্ধু খ) জয় বাংলা ঘ) জয় ইন্দিরা গ) জয় জিয়া
 
৯। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
ক) ৩ ডিসেম্বর খ) ৬ডিসেম্বর। গ) ৪ ডিসেম্বর ঘ) ১৬ ডিসেম্বর

---


১০। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়-
i. গুরুত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ii.বিশ্ব জনমতের সমর্থনে iii.মিত্রবাহিনীর সক্রিয় সহায়তায়
কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১। বধ্যভূমির ব্যাখ্যা কী?

ক) যে ভূমিতে বধ বা হত্যা করা হয় খ) যে ভূমিতে হজ্জ্ব পালন করা হয়

গ) যে ভূমিতে পাকসেনা অবস্থান নেয় ঘ) যে ভূমিতে পাকিস্তানিদের দখলে ছিল

 
১২। ১৯৭১ সালে সামরিক ও বেসামরিক মিলে মোট কত জন পাকিস্তানিরা আত্মসমর্পণ করেন?
ক) ৮২৫২০ জন খ) ৮৭,৭৬৩ জন গ) ৮৯,৮২৭ জন ঘ) ৯১,৬৩৪ জন

 

১৩। পুরা শক্তির ব্যাখ্যা হলো-
ক) ভোট প্রদান ক্ষমতা খ) অস্ত্র বিক্রির ক্ষমতা গ) যুদ্ধ ঘোষণার ক্ষমতা ঘ) বিদেশ ভ্রমণ ক্ষমতা

 

উত্তরঃ

০১. খ ০২. খ ০৩. খ ০৪. গ ০৫. গ ০৬. গ ০৭. গ ০৮. খ ০৯. খ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক

 
মোঃ আতাউর রহমান
প্রভাষক (সমাজ বিজ্ঞান)
উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments