Ticker

6/recent/ticker-posts

Ad Code

এসএসসি প্রস্তুতি ২০২২ - বাংলা ১ম পত্র

এসএসসি প্রস্তুতি ২০২২ - বাংলা ১ম পত্র


এসএসসি প্রস্তুতি ২০২২ - বাংলা ১ম পত্র

মডেল টেস্ট


ক বিভাগ-গদ্যাংশ

১। দুই পা আছে কিন্তু উঠে দাঁড়াবার শক্তি নেই। তাতে কী? আত্মবিশ্বাস তো আছে। তাই তো জীবনযুদ্ধে দমে যাননি আলমগীর হোসেন ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। তারপর থেকে হাটাচলা ও কাজকর্ম করার কথা কখনো চিন্তা করতে পারেননি আলমগীর। কিন্তু শারীরিক ভাবে প্রতিবন্ধী হলেও জীবিকার তাগিদে রিকশাকে বেছে নিয়েছেন হাতিয়ার হিসেবে।

ক) সুভা জলকুমারী হলে কী করত?

খ) “তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত”- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

গ) উদ্দীপকের আলমগীর হোসেনের সাথে 'সুভা' গল্পের সুভার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপকের “আলমগীর হোসেনের পরিস্থিতি ও পরিণতি সুভার পরিণতি থেকে ভিন্ন।”-মতামত দাও।


২। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোতাকাহিনী' গল্পে রাজা শখ করে একটি তোতা পাখি কিনে সেটির শিক্ষার ব্যবস্থা করলেন। শিক্ষার জন্য বিখ্যাত সব পন্ডিত নিয়োগ দেওয়া হলো। মহাসমারোহে তোতার শিক্ষাদান চলতে থাকল। পন্ডিতেরা পাখিটিকে জোর করে পুস্তুকের পাতা মুখের মধ্যে পুরে দিতে থাকল। অবশেষে একদিন সেই পাখিটি মারা গেল।

ক) প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?

খ) লেখক লাইব্রেরিকে হাসপাতালের ওপরে স্থান দিয়েছেন কেন?

গ) উদ্দীপকে 'বই পড়া' প্রবন্ধের যে বিশেষ দিকটির প্রতিফলন ঘটেছে, তা। ব্যাখ্যা করো।

ঘ) উদ্দীপকে প্রতিফলিত দিকটি মানুষের স্বশিক্ষিত হওয়ার পথ রূদ্ধ করে দেয় ‘বই পড়া' প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো।



৩। মকবুল, আবুল, সুরত সবাই বেশ পরিশ্রমী । নিজেদের জমি না থাকায় অন্যের জমি বর্গাচাষ করে, লাকড়ি কাটে, মাঝিগিরি করে, কখনো কখনো অন্যের বাড়িতে কামলা খেটে জীবিকা নির্বাহ করে। তাদের স্ত্রীরাও বসে নেই । ভাগ্যের উন্নতির জন্য পাতা দিয়ে পাটি বোনে, বাড়ির আঙিনায় মরিচ, লাউ, কুমড়া ফলায়, বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করে। কোনো রকমে জীবন চলে যাচ্ছে তাদের।

ক) দুর্গার বয়স কত?

খ) বামুন হিসেবে বাস করার প্রস্তাবে হরিহর রাজি হলো না কেন?

গ) উদ্দীপকে 'আম-আঁটিরভেঁপু' গল্পের ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো।

ঘ) উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূল ভাবকে কতটুকু ধারণ করে? যুক্তিসহ বুঝিয়ে লেখো।



৪। হযরত নূহু (আ.) ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এতে মাত্র চলি-শজন মানুষ সাড়া দেন। বাকিরা সবাই তাঁর বিরোধিতা শুরু করে নানা অত্যাচারে অতিষ্ঠ করে তোলে। এ অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি এক পর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল-হিরকাছে ফরিয়াদ জানান। আল-হিহুকুমে তখন এমন বন্যা হয় যে, ওই চলি-শজন বাদে সকল অত্যাচারী ধ্বংস হয়ে যায়।

ক) হযরত মুহম্মদ (স.) কেনি বংশে জন্মগ্রহণ করেন?

খ) সুমহান প্রতিশোধ বলতে কী বোঝায়?

গ) হযরত হু (আ.) যে দিক দিয়ে হযরত মুহম্মদ (স.) থেকে ভিন্ন তা ব্যাখ্যা করো।

ঘ) হযরত নূহু (আ.)-এরচরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে তাঁর মাঝেও হযরত মুহম্মদ (স.)-এর একটি বিশেষ গুণ ফুটে উঠত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।



৫। রহিমদের বাড়িতে দীর্ঘ চলিশ বছর যাবৎ কাজ করছেন আকলিমা খাতুন। এক কথায় তাদের সংসারটা শুধু বাচিয়ে রেখেছেন তা নয় বরং তাদের সমৃদ্ধির মূলে তার অবদান সীমাহীন। বয়সের ভারে আজ সে অক্ষম হয়ে বিদায় নিতে চায় । কেননা তার পক্ষে এখন আর গতর খাটানো অসম্ভব। তার এ প্রস্তাবে রহিম বলে, আপনাকে কোথাও যেতে হবে না। জীবনের বাকি সময়টুকু আমাদের পরিবারের সদস্য হয়ে কাটাবেন।'

ক) চর্মরোগের অব্যর্থ মহৌষধ কোনটি?

খ) নিমগাছটি না কাটলেও কেউ তার যত্ন করে না কেন?

গ) উদ্দীপকের আকলিমার সাথে 'নিমগাছ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরা।

ঘ) উদ্দীপকটি 'নিমগাছ' গল্পের সমগ্র ভাবকে নয় বরং বিশেষ একটা দিককে তুলে ধরে- যুক্তিসহ প্রমাণ করো ।


খ বিভাগ: পদ্যাংশ

৬। ক) সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে।

সাতটা পেয়ালা আজও খালি নেই,

একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই।


খ) ঋতু বৈচিত্রের সুন্দর জন্মভূমি আমার ।

বিচিত্র রূপ তার শস্য শ্যামল ক্ষেত খামার

প্রিয় জন্মভূমি মা তোমায় ভালোবাসি বেশুমার।

ক) মধুসূদনের অমর কীর্তি কোনটি?

খ) দুগ্ধস্রোতেরূপী তুমি জন্মভূমি-স্তনে’কথাটি বুঝিয়ে লেখ।

গ) উদ্দীপক ক অংশে 'কপোতাক্ষ নদ' কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপক খ অংশের আড়ালে কবির মূল চেতনারই বহিঃপ্রকাশ ঘটেছে' মন্তব্যটি ব্যাখ্যা কর।



৭। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত? প্রভাতফেরী, প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে।

ক) কবি আবদুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন?

খ) কবি আবদুল হাকিমের বাংলা ভাষায় সাহিত্য রচনা করার কারণ কী বুঝিয়ে লেখ।

গ) উদ্দীপকের সঙ্গে 'বঙ্গবাণী' কবিতার মিল কোথায়? ব্যাখ্যা কর।

ঘ) প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও ‘বঙ্গবাণী' কবিতার কবি উভয়ের চেতনা একই মন্তব্যটি বিশ্লেষণ কর।



৮। আজম সাহেব কুসুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এলাকার ব্যাপক ক্ষতি হলে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য নানাবিধ ত্রাণসামগ্রী আসে। ত্রাণ সাহায্য নিতে আসা প্রত্যেককে আজম সাহেব নিজ হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। সবাই তাঁর প্রশংসা করতে করতে খুশি মনে বাড়ি ফেরেন।

ক) মুসাফির কতদিন ভুখা ছিল?

খ) 'মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান' – কেন?

গ) আজম সাহেব 'মানুষ' কবিতায় বর্ণিত যে চরিত্রের বিপরীত সত্তা তা ব্যাখ্যা করো

ঘ) 'মানুষ' কবিতায় বর্ণিত ভক্তদের মানসিকতা পরিবর্তনে আজম সাহেবের মতো ব্যক্তিদের প্রয়োজনীয়তা অপরিসীম- মতামতটি বিশ্লেষণ করো ।


৯। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর কথাসাহিত্যে যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করছেনে। বিশেষ করে ‘পথের পাঁচালী' ও 'আরণ্যক' উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীনরূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরকালের প্রকৃতির সন্তান। এরা যায় আসে-থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে-রসে-গন্ধে-বণে-বিরাজকে।

ক) কী ছাই হয়ে গেছে?

খ) পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল' বলতে কবি কী বুঝিয়েছেন?

গ) উদ্দীপকরে প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো

ঘ) কবিতায় উলি-খিতসভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।



খ বিভাগ: সহপাঠ


১০। এক দারুণ সাহসী ছিল ১৯৭১। সাহসে ও সংগ্রামে, লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্প আর বিশাল আত্মত্যাগে পুরো বাঙালি জাতিই ছিল বিশ্বব্যাপী সংবাদ শিরোনাম। এ পথ পেরিয়েই আমাদের আজকের গৌরবদীপ্ত বাংলাদেশ। এ আমাদের বড় অহংকার।

ক) বুধা পাকিস্তানি বাহিনীর জন্য কী নিয়ে গিয়েছিল?

খ) এই দিন যাপনে কোন কষ্ট নেই'- কেন?

গ) উদ্দীপকের আলোকে ‘কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটির ব্যাখ্যা কর।

ঘ) এ পথ পেরিয়েই আমাদের আজকের গৌরবদীপ্ত বাংলাদেশ’কাকতাড়ুয়া উপন্যাসের আলোকে ঐ পথের স্বরূপ বিশ্লেষণ কর।



১১। নদীর এ কূল ভাঙে ও কূল গড়ে, এইতো ভবের খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যা বেলা।

ক) সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?

খ) হকিকুল-হপুলিশ ডাকতে গিয়ে ও ফিরে এসেছিল কেন?

গ) উদ্দীপকের বক্তব্যের প্রতিফলন ‘বহিপীর নাটকের কোন চরিত্রে দেখা যায়? বিশ্লেষণ কর।

ঘ) উদ্দীপকটি ‘বহিপীর নাটকের যথার্থ প্রতিচ্ছবি নয়- মন্তব্যটি ব্যাখ্যা কর।



শুদ্ধাচারঃ

ক্লাশ চলাকালে শিক্ষকের লেকচারের কোন পয়েন্ট মিস হলে ক্ষণাৎ পাশেরজনকে জিজ্ঞেস করবেন না বা তার খাতা টেনে নিবেন না। প্রয়োজনে ক্লাশের পরে তার সাহায্য নিন।

 


আরিফ আনজুম

সহকারী শিক্ষক

আমতলী মডেল স্কুল, শিবগঞ্জ, বগুড়া।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


Post a Comment

0 Comments