Ticker

6/recent/ticker-posts

Ad Code

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের উপবৃত্তি - bogura polytechnic institute Scholarship

Bogura Polytechnic Institute Scholarship

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অধ্যক্ষের কার্যালয় বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, বগুড়া

web: www.bogurapoly.gov.bd

স্মারক নং : ৫৭.০৩.১০২০.৩০১.১৯.০৪৯,০৫০.২১-৪৩।

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের উপবৃত্তি
 


বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের উপবৃত্তি সংক্রান্ত নোটিশ

 

এ ইন্সটিটিউটে অধ্যয়নরত ১ম, ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি প্রদানের নিমিত্ত MIS সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের প্রাথমিক তালিকা প্রস্তুতের লক্ষ্যে একটি অনলাইন গুগল ফর্ম ও স্ব স্ব বিভাগে হার্ডকপি জমাদানের জন্য নির্ধারিত হার্ড কপির অনুরুপ কপি প্রস্তুত করা হয়েছে।

 

এমতাবস্থায় সকল শিক্ষার্থীকে উল্লিখিত দুটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব স্ব টেকনোলজি/বিভাগে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

 

(উল্লেখ্য, উভয় ফর্মে একই তথ্য থাকতে হবে। হার্ড কপি জমাদানের জন্য নির্ধারিত লিংক থেকে আবেদন পত্রের সফটকপি ডাউনলোড করে কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করতে হবে। এরপর প্রিন্ট আউট কপিতে নিজ হাতে ডিপ্লোমা/এসএসসির রেজিষ্ট্রেশন কার্ডের স্বাক্ষর অনুযায়ী। স্বাক্ষর করে নির্ধারিত সময়ের মধ্যে স্ব স্ব টেকনোলজিতে জমা দিতে হবে। আবেদন ফর্মে কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদানের কারনে উপবৃত্তির তালিকা থেকে নাম বাদ পড়লে শিক্ষার্থী ব্যক্তিগতভাবে দায়ী থাকবে । উভয় ফর্ম জমাদানের সর্বশেষ সময় ১২ এপ্রিল ২০২১খ্রিঃ (হার্ড কপি অফিস চলাকালীন সময় এবং গুগল ফর্ম রাত ১১:৫৯ পর্যন্ত)।

 

আবেদন পত্রের সফটকপি ডাউনলোডের লিংক:

https://drive.google.com/drive/folders/1FE07vGRaVYdjcVqHkpZvvlbjih-E07K

 

অনলাইনে গুগল ফর্মপূরণের লিংক : https://forms.gle/gHKdme22BaXp5myRA

 

 

যে সকল কাগজপত্র হার্ড কপির সাথে জমা দিতে হবে:

১) পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি (সকলের জন্য)-১ কপি

২) শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি (সকলের জন্য)-১ কপি

৩) পূর্ববর্তী পর্বের ফলাফলের ফটোকপি (৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের জন্য। ফলাফলের কপিতে নিজ রোল হাইলাইট করে দিতে হবে)-১ কপি

৪) পূর্ববর্তী পর্বের নম্বরপত্রের ফটোকপি (২য় ও ৪র্থ পর্বের শিক্ষার্থীদের জন্য)-১ কপি।

৫) এস.এস.সি'র নম্বরপত্রের ফটোকপি (১ম পর্বের শিক্ষার্থীদের জন্য)-১ কপি।

৬) পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-১ কপি।

৭) মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-১ কপি।

৮) অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সকলের জন্য)-১ কপি।

৯) একাউন্টধারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (সকলের জন্য)-১ কপি।

১০) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অন্তর্ভুক্ত হলে তার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-১ কপি।

১১) মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান (মুক্তিযোদ্ধার প্রজন্ম) হলে তার সনদপত্রের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)-১ কপি।

১২) শিক্ষার্থী শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)-১ কপি

 

 

বি. দ্র: উপবৃত্তি সংক্রান্ত যে কোন কারিগরি সমস্যায় এ প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স টেকনোলজির জুনিয়র ইন্সট্রাক্টর জনাব এস, এম, তাহমিদ সাদিক এর সাথে যোগাযোগ করতে হবে।

 

(প্রকৌ. মোঃ জয়নাল আবেদীন)

অধ্যক্ষ বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ