Ticker

6/recent/ticker-posts

Ad Code

সপ্তম শ্রেণির বাংলা ১ম পত্র পড়াশোনা pora-sonabd

সপ্তম শ্রেণির বাংলা ১ম পত্র পড়াশোনা


সপ্তম শ্রেণির বাংলা ১ম পত্র পড়াশোনা


তোতা কাহিনী উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

এনায়েতুর রহমানের দুটি বিদেশি কুকুর আছে। কুকুরগুলো দেখাশোনা করার দায়িত্ব দারোয়ান সুলতানের। এদের প্রতিদিন মাংস, পাউরুটি, বিস্কুট ও দুটি করে ডিম খাওয়াতে হয়। এ জন্য তিনি দারোয়ানকে বেতনের অতিরিক্ত দুই হাজার টাকা দেন। কিন্তু সুলতান ভাবে, কুকুরের জন্য এত খরচের দরকার কী। এটো, কাঁটা-হাড়খেয়েই তো কুকুরের জীবন কাটে । তাই সে নিম্নমানের বিস্কুট, বাসি পাউরুটি ও মরা মুরগি এনে কুকুর দুটিকে খেতে দেয়। ক্ষুধার্ত কুকুর দুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে।

-

ক) ‘তনখা’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘তনখা’ শব্দের অর্থ মুদ্রা।

 

খ) পাখিকে শিক্ষা দেওয়ার সব আয়োজন ব্যর্থ হয় কেন?

উত্তরঃ পাখিটি মরে যাওয়ায় তাকে শিক্ষা দেওয়ার সব আয়োজন ব্যর্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তোতাকাহিনী গল্পের রাজার তোতা পাখিটি প্রকৃতির স্বাভাবিক নিয়মে গান গেয়ে, বনের ফল খেয়ে মনের আনন্দে উড়ে বেড়াত। কিছু স্বার্থসচেতন মানুষের পরামর্শে রাজা পাখিটির শিক্ষাদানের ব্যবস্থা করেন। কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটায় সব আয়োজন ব্যর্থ হয়। পাখিটি পুঁথির ভার বহন মতে না পেরে মরে যায়।

 

গ) উদ্দীপকের দারোয়ান সুলতানের সঙ্গে ‘তোতাকাহিনী' গল্পের কার মিল রয়েছে ব্যাখ্যা করো।

উত্তরঃ উদ্দীপকের দারোয়ান সুলতানের সঙ্গে ‘তোতাকাহিনী' গল্পের রাজার ভাগিনালের মিল রয়েছে। ‘তোতাকাহিনী' গল্পের ভগিনার সম্পর্কে রাজার কাছের আত্মীয় । তাদের ওপর পাখিটাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব পড়েছিল। রাজ পণ্ডিত্রে বিচারে পাখিকে বিশ্বন গ্রার জন্য প্রথম স্যাক্স দিয়ে সোনার খাঁচা বানানো হলো। তারপর পুঁথি লেখকের দিয়ে পুঁথি লেখানো হলো। স্যাকরা দামি খাঁচাটার তদারকি, মেরামত, ঝাড়ামোছা, পলিশ ইত্যাদি কাজের কথা বলে রাজার কাছ থেকে সুবিধা আসায় করে নিত। নিন্দুক প্রকৃত সত্য প্রকাশ করতে চাইলে ভাগিনারা রাজাকে উল্টাপাল্টা বুঝিয়ে শান্ত করত । এমনকি পুথির ভার বহন করতে না পেরে পাখিটি যখন মরে যায়, তখনো তারা পখিটার শিক্ষা পুরো হয়েছে বলে নির্বোধ রাজাকে বোঝাতে প্রয়াস পেয়েছে। অন্যদিকে উদ্দীপকের দারোয়ান সুলতান রাজার ভাগিনাদের মতোই কূটবুদ্ধিসম্পন্ন ছিল। সে বাড়তি দুই হাজার টাকা অতিরিক্ত কাজের জন্য বেতনের সঙ্গে পেলেও কুকুর দুটিকে যে উন্নত মানের খাবার দেওয়ার কথা ছিল, তা দিত না। তার স্বভাবের এই দিকটি ‘তোতাকাহিনী’ গল্পের রাজার অগিনাদের কূট কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত।

-

ঘ) উদ্দীপকে ‘তোতাকাহিনী' গল্পের একটি দিক প্রকাশিত হয়েছেমাত্র’- মন্তব্যটির যথার্থতা যাচাই করো।

উত্তরঃ উদ্দীপকে তোতাকাহিনী গল্পের একটি দিক, যা ভাগিনাদের কূটকৌশলের সঙ্গে সম্পর্কিত- শুধু সেই দিকটি আলোচিত হয়েছে। তোতাকাহিনী গল্পে এ ছাড়া নিন্দুকের কথা, রাজার নির্বুদ্ধিতা ও পাখির স্বভাব ইত্যাদি দিক উঠে আসেনি। সোনার খাঁচা বানিয়ে পাখিটার শিক্ষা দেওয়ার নামে যার যা পাওনা, সব বুঝে নিয়ে চলে যায়। অথচ যে পাখিটার জন্য এত আয়োজন, সেই পাখিটার কোনো খোঁজই কেউ করে না। নিন্দুকেরা এই দিকটি লক্ষ্য করে খাঁচার উন্নতি আর পাখিটার অবহেলার প্রসঙ্গ তুললে রাজা ভাগিনাদের ডেকে নিন্দুকের কথার সত্যতা যাচাই করতে চান। তখন ভাগিনারা রাজাকে উল্টাপাল্টা বোঝায় যে পাখিটার শিক্ষা পুরো হয়েছে। একদিন রাজার ভুল ভাঙে, কিন্তু তত দিনে পাখিটা মরে গেছে। পাখির স্বভাব হলো প্রকৃতির নিয়মে গান গেয়ে, বনের ফল খেয়ে মনের আনন্দে ঘুরে বেড়াবে। কিন্তু নির্বোধ রাজার হঠকারিতা ও রাজপন্ডিতের মানুষের মতো বিদ্যা শেখানোর কলাকৌশল পাখিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। উদ্দীপকে তোতাকাহিনী গল্পের উপযুক্ত দিকগুলো উঠে আসেনি বলে উদ্দীপকটি গল্পের আংশিক ভাব ধারণ করেছে- এ কথা নিঃসন্দেহে বলা যায় ।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


 

শুদ্ধাচারঃ

ক্লাসে অনুপিস্থিত থাকলে ছুটির আবেদনপত্র জমা দাও।

সবচেয়ে ভালো হয় আবেদন পত্র অগ্রিম জমা দেওয়া।


লুঙ্কা বেগম

সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, ঢাকা  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ