Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি

 

২য় অধ্যায়: বাংলাদেশের মুক্তিযুদ্ধ


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি



১। কাদের কে সাক্ষাৎ যমদূত বলা হয়?

ক) রাজাকার। খ) আল শামস গ) আলবদর ঘ) শান্তি কমিটি

-

২। মুক্তিযুদ্ধের সময় কোন সংগঠনগুলো মুক্তি বাহিনীর বিপরীত কার্যক্রম অংশ নিয়েছিল?

i.শান্তি কমিটি ii. রাজাকার iii. আলবদর

কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii


৩। এশিয়ার কোন দেশে বসবাসরত প্রবাসী বাঙালিরা একাত্তরের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে সভা সমাবেশ করে?

ক) মালোয়েশিয়া খ) থাইল্যান্ড গ) সিঙ্গাপুর ঘ) জাপান


৪। ফ্রান্স, ব্রিটেন প্রভৃতি দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করে। তারা কোন দেশটিকে কেন্দ্র করে আন্দোলন পরিচালনা করেন?

ক) ফ্রান্স খ) যুক্তরাজ্য গ) জার্মানি ঘ) বেলজিয়াম


৫। জীবন ও চাকরির মায়া ত্যাগ করে বাঙালি কর্মকর্তারা যে সকল দূতাবাসে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখে সেসব দূতাবাস হন্দ্রে।

i.লিবিয়া দূতাবাস ii.সুইডেন দূতাবাস iii.যুক্তরাষ্ট্র দূতাবাস

কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii


৬। কোন রাষ্ট্রটি পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়?

ক) ভারত খ) মার্কিন যুক্তরাষ্ট্র গ) সোভিয়েত ইউনিয়ন ঘ) ভুটান


৭। চরমপত্র পাঠ করে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত করে তুলতেন কে?

ক) আব্দুল গাফফার চৌধুরী খ) মাহবুবুল আলম চৌধুরী 

গ) এম আর আখতার মুকুল ঘ) আসাদুজ্জামান নূর


৮। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বাংলাদেশ কনসার্টের সম্পর্ক কী?

ক) ডুকুমেন্টারি প্রকাশ খ) মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শন 

গ) মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গান ঘ) প্রাপ্ত অর্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয়


৯। কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাবেক প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি সম্মাননা জানানো হয়। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্যে ছিল এ সম্মাননা তিনি-

i. মুক্তিযুদ্ধে সক্রিয় সহযোগিতা করেছেন

ii. বিশ্বজনমত গঠনে বিদেশে প্রচারণা চালিয়েছেন

iii. বাংলাদেশের অস্থায়ী সরকার পরিচালনা করেছেন

কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii

-


১০। মিত্র বাহিনী কাদের কে বলা হতো?

ক) রাশিয়ানদের খ) ভারতীয় সৈন্যদের

গ) প্রবাসী বাঙালিদের ঘ) কাদেরিয়া বাহিনীকে


১১। বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত কোন জেলা?

ক) রাজশাহী খ) সিলেট গ) ঢাকা ঘ) যশোর


১২। আব্দুল মালেক সাহেবের জন্ম হয়েছিল ঠিক সেই দিনে যে দিন বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছিল। তার জন্ম তারিখ কবে?

ক) ১৪ ডিসেম্বর, ১৯৭১ খ) ৬ ডিসেম্বর, ১৯৭১ 

গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ) ১৭ ডিসেম্বর, ১৯৭১

 

উত্তরঃ

০১.গ ০২.ঘ ০৩.ঘ ০৪.খ ০৫.গ ০৬.খ ০৭.গ ০৮.ঘ ০৯.গ ১০.খ ১১.ঘ ১২.গ



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022



আতাউর রহমান

প্রভাষক (সমাজ বিজ্ঞান)

উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ।

Post a Comment

0 Comments