Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি

২য় অধ্যায়ঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি
-

১। অস্থায়ী বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রপতিকে ছিলেন?

ক) তাজউদ্দিন আহমেদ খ) আবু সাঈদ চৌধুরি

গ) সৈয়দ নজরুল ইসলাম ঘ) এ এইচ এম কামরুজ্জামান

২। যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়-

ক) গেরিলা হামলার মাধ্যমে খ) সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে

গ) বিমান হামলার মাধ্যমে ঘ) প্রকাশ্য ঘোষণার মাধ্যমে

৩। বাঙালি জাতিকে 'অদম্য' বলা হয় কেন?

ক) এ জাতিকে বেটু দমাতে পারে না বলে খ)অন্যান্য জাতির সাথে মিল আছে বলে

গ) বাঙালি জাতি শক্তিশালী বলে ঘ) এ জাতি ঐক্যবদ্ধ হতে পারে বলে

৪। ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয়-

ক) কমান্ডো বাহিনী খ) গেরিলা বাহিনী গ) মুজিব বাহিনী ঘ) বিশেষ বাহিনী

৫। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে?

ক) যুপ ক্যাপ্টেন এ কে খন্দকার খ) কর্নেল আব্দুর রব

গ) মেজর জিয়াউর রহমান ঘ) কর্নেল এম এ জি ওসমানী

৬। কখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষনা করেন?

ক) ২৫শে মার্চ, ১৯৭১ খ) ২৬ শে মার্চ, ১৯৭১

গ) ৭ই মার্চ, ১৯৭১ ঘ) ১৭ইএপ্রিল, ১৯৭১

৭। ২৬শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনাটি প্রচার করেন আওয়ামী লীগের কোন নেতা?

ক) ভাজউদ্দিন আহমদ খ) আব্দুল হান্নান

গ) এম এ হানি ঘ) ইউসুফ আলী

৮। মুজিবনগর সরকার গঠিত হয়?

ক) ১০ই এপ্রিল, ১৯৭১ খ) ১৭ই এপ্রিল, ১৯৭১

গ) ১৫ই এপ্রিল, ১৯৭১ ঘ) ১৯ই এপ্রিল, ১৯৭১

৯। মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত কয় ভাগে ড্রাগ বা যায়?

ক) দুই ভাগে খ) তিন ভাগে

গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে

১০। 'কে ফোর্স-এর অধিনায়ক কে?

ক) এ কে খন্দকার খ) কে এম শফিউল-হি

গ) খালেদ মোশারফ ঘ) কাজী নুরুজ্জামান

১১। ঢাকায় গেরিলা বাহিনী বোমা বিস্ফোরন ঘটায়-

i.বিমান বন্দরে ii.ব্যাংক ও টেলিভিশনে iii. হোটেল রূপসী বাংলায়

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২। নিচের উদ্দিটি থেকে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাওঃ

২৬ মার্চ একটি ঘোষণার পর থেকে মুক্তিযুদ্ধ একটি বাস্তব রূপ লাভ করে। ঐ ঘোষণার কারণেই বাঙালি জাতি মাত্র নয় মাসে পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশকে স্বাধীন করতে সম হয়েছিল এ ঘোষণার তাৎপর্য হলো-

i. বাঙালিদের অযোগত ii. অসহযোগ আন্দোলন iii. স্বাধীনতা অর্জন

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii

-

উত্তরঃ

০১. গ ০২. খ ০৩. ক ০৪. গ ০৫. ০৬. ধ ০৭. খ ০৮. ক ০৯. ক ১০. গ ১১. গ ১২. গ



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


মোঃ আতাউর রহমান

প্রভাষক (সমাজ বিজ্ঞান)

উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা ।

Post a Comment

0 Comments