Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণির বিজ্ঞান পড়াশোনা

৫ম অধ্যায় - সমম্বয় ও নিঃসরণ


অষ্টম শ্রেণির বিজ্ঞান পড়াশোনা


জ্ঞানমূলক প্রশ্নঃ

১। হরমোন কী?

উত্তরঃ যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয়ে উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে তাকে হরমোন বলে।


২। ফাইটোহরমোন কী?

উত্তরঃ উদ্ভিদদেহে উৎপন্ন যেসব জৈব রাসায়নিক পদার্থ অতি অল্প ঘনত্বে বিদ্যমান থেকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে তাদের ফাইটোহরমোন বলে।

 

৩। ইথিলিন কী?

উত্তরঃ এটি একটি গ্যাসীয় হরমোন। এটি ফল পাকাতে সাহায্য করে। এর প্রভাবে চারাগাছে বিকৃত বৃদ্ধি লক্ষ করা যায়

 

৪। বৃদ্ধি সহায়ক হরমোন কোনগুলো?

উত্তরঃ অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি।

 

৫। অক্সিন কী?

উত্তরঃ অক্সিন হচ্ছে একটি উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। এর প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে।

 

৬। মূত্রের উপাদান কী?

উত্তরঃ ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ইউরোক্রোম রঞ্জক পদার্থ ও পানি ।

 

৭। অ্যাবসিসিক এসিড কী?

উত্তরঃ অ্যাবসিসিক এসিড উদ্ভিদের এক প্রকার বৃদ্ধি রোধক রাসায়নিক পদার্থ।

 

৮। কোন কোন হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে?

উত্তরঃ অ্যাসাইটিক এসিড ও ইথিলিন হরমোন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

 

৯। ফ্লোরিজেন কী?

উত্তরঃ ফ্লোরিজেন এক ধরনের হরমোন, যা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে। এ হরমোন পত্রে উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে।

 

১০। মানুষ সৃষ্টির সেরা জীব কেন?

উত্তরঃ উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীব।

 

১১। নিউরন কী?

উত্তরঃ দেহের গঠন ও কার্যকরী এককের নাম নিউন।


১২। নিউরন কয়টি প্রধান অংশ নিয়ে গঠিত?

উত্তরঃ নিউরন দুটি প্রধান অংশ নিয়ে গঠিত। যথাঃ কোষদেহ ও প্রলম্বিত অংশ।

 

১৩। প্রলম্বিত অংশ কী?

উত্তরঃ নিউরনের কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে।

 

১৪। মানবদেহে অ্যামাইনো এসিড কিসে পরিণত হয়?

উত্তরঃ মানবদেহে যকৃত কর্তৃক অ্যামাইনো ভেঙে ইউরিয়া, ইউরিক এসিড ও অ্যামোনিয়ায় পরিণত হয়।

 

১৫। মূত্র কী?

উত্তরঃ নেফ্রনের রেনাল টিউবুলের বিভিন্ন অংশ পুনঃশোষণের পর সামান্য হলুদ রঙের, বিশেষ ঝাঁজালো গন্ধযুক্ত, সামান্য অমধর্মী পানিসহ যে প্রয়োজনীয় নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মূত্রনালি পথে দেহমুক্ত হয়, তাকে মূত্র বলে ।

 

১৬। মূত্রপথ কী?

উত্তরঃ মলদ্বারের মতো মূত্রথলির দ্বারে যে সংকোচন ও প্রসারণ পেশি থাকে তাকে মূত্রপথ বলে ।

 

১৭। মেনিনজেস কী?

উত্তরঃ মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দাকে মেনিনজেস বলে।



অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা ১ম পত্র প্রস্তুতি 2022


অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রস্তুতি 2022


এইচএসসি পরীক্ষায় ইংরেজি ২য় পত্র প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় বাংলা ২য় পত্র প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির পরীক্ষায় বাংলা প্রস্তুতি 2022


৯ম ও ১০ম শ্রেণির পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


এসএসসি ২০২২ পদার্থবিজ্ঞান প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রস্তুতি 2022


অষ্টম শ্রেণির বাংলা প্রস্তুতি 2022


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ