Ticker

6/recent/ticker-posts

Ad Code

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম - Bkash to Nagad Taka Transfer System

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম - Bkash to Nagad Taka Transfer System

 

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম


নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা সম্পর্কে আপনি জানতে চান? এখন অনেকেই গুগল করে Bkash থেকে Nagad এ টাকা ট্রান্সফার করতে চান। আপনিও যদি এমনটা চিন্তা করেন তবে আগে বিষয়টা ভালোভাবে জেনে নিন।

 

এখন নিজেদের বিকাশ নম্বর বা নগদ নম্বরে টাকা ভুল করে চলে আশে। এই বিষয়ে অনেকেই সমস্যায় পড়েন।

এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে নগদ থেকে কি বিকাশে টাকা ট্রান্সফার করা যায়? তাদের জন্য আমার উত্তর হচ্ছে হ্যা, ট্রান্সফার করা যায়।

নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার পদ্ধতি
নগদ ভার্চুয়াল কার্ড কি?
কিভাবে নগদ ভার্চুয়াল কার্ড পাওয়া যায়?
বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফারের উপায়
এখন আপনার কাজ শেষ এবং আপনার প্রশ্ন নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার সম্পন্ন হয়েছে।

 

তবে আপনার শুরুতেই জেনে নিন যে, নগদ থেকে বিকাশে টাকা সরাসরি ট্রান্সফার করা যায় না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি নির্দেশনা দিয়েছে।

এরূপ একটি খবরও নিউজ পেপার গুলিতে দেখা গিয়েছে যে, যে কোন মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং-এ টাকা ট্রান্সফার করা যাবে।

আমাদের জানা মতে বর্তমানে ঠিক এরকম কোন পদ্ধতি চলমান নেই। তবে আপনি চাইলে একটু ভিন্ন ভাবে বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারেন।

বর্তমানে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে আপনাকে যা যা করতে হবেঃ

* একটি সচল বিকাশ একাউন্ট থাকতে হবে।

* একটি সচল নগদ একাউন্ট ও নগদ একাউন্ট ভার্চুয়াল কার্ড থাকতে হবে।

 

এখন আপনি হয়ত চিন্তা করছেন নগদ ভার্চুয়াল কার্ড আবার কি? চিন্তার কিছু নাই, আপনারা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

সম্প্রতি নগদ ভার্চুয়াল কার্ডের একটি নতুন ফিচার চালু করেছে।

এখন নগদ তাদের গ্রাহককে একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দিবে, যে কার্ড ব্যবহার করে নগদ গ্রাহক যে কোনো জায়গায় প্রেমেন্ট করতে পারবেন। অবশ্য এই নগদ ভার্চুয়াল কার্ড শুধুমাত্র বাংলাদেশেই চলবে।

ধরুন, আপনি ইভ্যালিতে বা অনলাইন যে কোন শপিং-এ শপিং করতে চাচ্ছেন, এখন আপনি চাইলেই নগদ ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার কেনাকাটার বিল প্রেমেন্ট করতে পারবেন।

বর্তমানে নগদ পার্সোনাল একাউন্ট ব্যবহারকারী প্রতিটা গ্রাহকের একাউন্টেই স্বক্রিয়ভাবে নগদ ভার্চুয়াল কার্ড চালু থাকে। নগদ পার্সোনাল একাউন্ট খোলার সময়, গ্রাহককে এই ভার্চুয়াল কার্ডের নাম্বার দেয়া হয়।

ভার্চুয়াল কার্ড সম্পর্কে জানেন না? নাকি আপনি আপনার নগদ ভার্চুয়াল কার্ডের নাম্বার ভুলে গিয়েছেন?

তাহলে কোনো সমস্যা নেই, কিছু স্টেপ অনুসরণ করে আপনি ভার্চুয়াল কার্ডের নাম্বার সংগ্রহ করতে পারবেন।

নগদ ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার জানার পদ্ধতি জেনে নিন:

* প্রথমে নগদ অ্যাপ ডাউনলোড করুন।

* তারপর আপনার নগদ একাউন্টে লগইন করুন।

* তারপর নগদ অ্যাপ থেকে -আমার নগদ- অপশনে ক্লিক করুন।

* এরপর নাম পরিবর্তনের মেনুতে গেলেই আপনি আপনার ১৬ ডিজিটের ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার দেখতে পারবেন।

* এখন আপনি আপনার নগদ ভার্চুয়াল ক্রেডিট কার্ড নাম্বার পেয়ে গেছেন।

* পরবর্তীতে ব্যাবহারের জন্য সঠিক ভাবে নগদ ভার্চুয়াল কার্ড নম্বরটি লিখে রাখুন।

 

নগদ ভার্চুয়াল কার্ডের সমস্যা:

অনেক নগদ গ্রাহক তাদের ভার্চুয়াল কার্ড নম্বর দেখতে পান না। কারণ তাদের ফোনের ফন্ট সাইজ অনেক বড় থাকে।

ভার্চুয়াল কার্ডের সমস্যার সমাধানঃ  

আপনার ফোনের ফন্টের সাইজ ছোট করুন পেয়ে যাবেন।

যেহেতু আপনি আপনার কার্ড নাম্বার পেয়ে গেছেন সেহেতু এখন আপনি এই স্টেপগুলো ফলো করে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন।

* প্রথমে আপনি বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।

* তারপর বিকাশ অ্যাপে আপনার বিকাশ একাউন্ট দিয়ে লগিন করুন।

* এখন সেন্ড এড মানি অপশনে ক্লিক করুন।

* এরপর আপনার সামনে দুইটা অপশন আসবে। একটা হল  ব্যাংক টু বিকাশ, আরেকটা হল কার্ড টু বিকাশ।

* আপনি কার্ড থেকে বিকাশ অপশন নির্বাচন করুন।

* আপনাকে নাম্বার সিলেক্ট করুন। এখানে আপনি যার নাম্বারে টাকা অ্যাড করবেন তার নাম্বার দিন।

* নাম্বার অ্যাড করার পর আপনাকে টাকার পরিমাণ দিতে হবে। এখানে আপনি কত টাকা অ্যাড করবেন তা নিশ্চিত করুন।

* টাকার পরিমাণ দিয়ে কার্ড নাম্বার দেওয়ার অপশন আসবে। এই ধাপে আপনি নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার অ্যাড করুন।

* এরপর আপনার নগদ একাউন্টে একটি (OTP) আসবে। এখন ওটিপি দিয়ে কনফার্ম করুন।

 

Post a Comment

0 Comments