Ticker

6/recent/ticker-posts

Ad Code

সরকারি চাকরীর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন - govt. job important question

সরকারি চাকরীর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

সরকারি চাকরীর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন

০১। বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি?
উত্তরঃ ২৭টি।

-

০২। মোট উৎপাদনরত এমন গ্যাসক্ষেত্র কতটি?
উত্তরঃ ১৯টি।

০৩। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কী?
উত্তরঃ ৩০৫৩ দিন।

০৪। উৎপাদনরত মোট কূপের সংখ্যা কতটি?
উত্তরঃ ১১০টি।

০৫। ঐতিহাসিক রোজ গার্ডেন কোথায় অবস্থিত?
উত্তরঃ টিকাটুলি, ঢাকা।

০৬। পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের আসন সংখ্যা কত?
উত্তরঃ ৩৪২টি (সাধারণ ২৭২টি এবং সংরক্ষিত ৭০টি - নারী ৬০, অমুসলিম - ১০)

-

০৭। ভারতের প্রথম নারী বিচারপতির নাম কী?
উত্তরঃ ফাতিমা বেগম।

০৮। রূপপুর নদীবন্দর ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ১৭ জুলাই, ২০১৮।

০৯। ১৪ আগস্ট ১৮ পর্যন্ত কতটি ভাষায় উইকিপিডিয়া চালু হয়েছে?
উত্তরঃ ৩০২টি (১০টি নিষ্কৃয়)।

১০। বর্তমানে দেশে সরকারি কলেজ কতটি?
উত্তরঃ ৫৯৮টি।

১১। চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ ৩০-৩১ আগস্ট ২০১৮; নেপালের কাঠমুন্ডুতে ।

১২। মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
উত্তরঃ জাপান।

১৩। মোটরগাড়ি আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

১৪। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স আহরণ করে?
উত্তরঃ সৌদি আরব (২৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার)।

১৫। বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা কতটি?
উত্তরঃ ৮টি।

১৬। ২০১৮ সালে বন্দর সুবিধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ
১০০তম।

১৭। BAC (Bangladesh Accreditation Council) কোন মন্ত্রণালয়ের অধিনে?
উত্তরঃ শিক্ষা মন্ত্রণালয়ের।

১৮। দেশে বর্তমানে নদী বন্দর কতটি?
উত্তরঃ ৩২টি (সর্বশেষ রূপপুর নদী বন্দর)।

১৯। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র আরবি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তরঃ মোঃ দিবাজাহ (ফিলিস্তিন)।

২০। দেশের ৩১তম নদী বন্দরেরর নাম কী ছিল?
উত্তরঃ দাউদ কান্দি বাউশিয়া।

২১। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলভুক্ত) ব্যাংক কতটি?
উত্তরঃ ৩টি/৯টি। (পরীক্ষায় অপশন দেখে বুঝে নিবেন)।

২২। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত (তফসিলবহির্ভূত) ব্যাংক কতটি?
উত্তরঃ ৪টি।

২৩। দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তরঃ ৪২টি (সর্বশেষ শেখ হাসিনা বিশ্বঃ বিঃ)।

২৪। ৩০ জুলাই ২০১৮, কোন ব্যাংকটি ৫৮তম ব্যাংক হিসেবে তফসিলভুক্ত হয়?
উত্তরঃ  প্রবাসী কল্যাণ ব্যাংক।

-

২৫। ৩ আগস্ট ২০১৮ কোন দেশ ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ কলম্বিয়া।

২৬। কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ইভান ডিউকি।

২৭। জাতীসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৯৫টি (সর্বশেষ ফিলিস্তিন)।

২৮। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৭২টি।

২৯। ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের নতুন নামকরণ কী করা হচ্ছে?
উত্তরঃ বাংলা।

৩০। ২০১৯ সালে ১১তম BRICS সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ব্রাজিলে।

৩১। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

৩২। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশের নাম কী?
উত্তরঃ চীন।

৩৩। কৃষিপণ্য রপ্তানাতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র (আমদানিতে চীন)।

৩৪। লোহা ও ইস্পাত রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন ও যুক্তরাষ্ট্র।

৩৫। বস্ত্র রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ ২টির নাম কী?
উত্তরঃ চীন ও যুক্তরাষ্ট্র।

৩৬। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
উত্তরঃ দ্বিতীয়।

৩৭। বাংলাদেশের টেস্ট ভেন্যু কতটি?
উত্তরঃ ৮টি (৮ম সিলেট আন্তঃ স্টেডিয়াম)।

৩৮। বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ চতুর্থ।

৩৯। পোশাক রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশ দুটির নাম কী?
উত্তরঃ চীন ও যুক্তরাষ্ট্র।

৪০। ১৪তম এশিয়াকাপ ক্রিকেট কবে শুরু হবে?
উত্তরঃ ১৫-২৮ সেপ্টেম্বর-২০১৮।

Post a Comment

0 Comments