Ticker

6/recent/ticker-posts

Ad Code

এমবিবিএস কোর্সে ভর্তি - MBBS Admission Circular-2021

 

এমবিবিএস কোর্সে ভর্তি শুরু

১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা (২০২০-২০২১ শিক্ষাবর্ষ)

সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ এর জন্য প্রযোজ্য।

 

এমবিবিএস কোর্সে ভর্তি - MBBS Admission Circular-2021

আবেদন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে নির্ধারিত ছকে এবং নিম্নলিখিত শর্তাধীনে আহ্বান করা হচ্ছে।

 

১। আবেদনকারী বাংলাদেশের নাগরিক হবেন।

 

২। যারা ২০১৭ খ্রি: ২০১৮ খ্রি: এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ খ্রি: বা ২০২০ খ্রি: এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন জীববিজ্ঞানসহ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা আবেদনের  যোগ্য। ২০১৭ খ্রি: পূর্বে এসএসসি বা সমন পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

 

৩। সকল দেশি বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি/সমমান এইচএসসি/সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে .০০ হতে হবে। সকল উপজাতীয় পার্বত্য জেলার -উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি/সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় ফেট জিপিএ কমপক্ষে .০০ হতে হবে; তবে এককভাবে কোন পরীক্ষায় জিপিএ .৫০ এর কম হলে আবেদনের যোগ্য হবেন না।সকলের জন্যে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপি .৫০ থাকতে হবে। বিষয়টি মেডিলে কলেজে ভর্তিচ্ছু বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

 

৪। অনলাইনে আবেদন পত্র জমা দেওয়ার পূর্বে নির্দেশাবলি ভাল ভাবে পড়ে, বুঝে নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে ফরম পূরণ করতে হবে।


MBBS ভর্তি পরীক্ষার Online ফরম পূরণের নিয়মাবলি:

# Website: http://dghs.teletalk.com.bd

 

# website প্রবেশের আগে নিম্নে বর্ণিত তথ্য অন্যান্য উপকরণ সমূহ সাথে রাখতে হবে। এগুলি না থাকলে ফরম পূরণ শেষ না করেই website থেকে বের হয়ে আসতে হবে। অনলাইনে আবেদন ফরম পুরণ করার পর, টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ১০০০ (এক হাজার) টাকা ফিস অবশ্যই জমা দিতে হবে। ফিস জমা দেয়ার পর আবেদন পত্র চুড়ান্তভাবে গৃহীত হবে।

 

# () 300 x 300 pixel, মাপের নিজের একটি রঙ্গীন ছবি jpg ফাইলের সাইজ 100 KB এর বেশী হবে না। (স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা)

(২) 300 x 80 pixel মাপের স্ক্যান করা নিজের একটি স্বাক্ষর (jpg); (কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপর স্ক্যান কতে হবে) ফাইলের সাইজ 60 kB এর বেশী হবে না। ছবি স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরি করা মিলিয়ে দেখার জন্য Forme Page একটি Link দেওয়া আছে।

 

# বর্ণিত ছবি স্বাক্ষর কম্পিউটারে (যে কম্পিউটার থেকে Website ঢুকবেন) অথবা Pen drive পূর্ব থেকে খেতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টার থাকা প্রয়োজন।

 

# ইংরেজিতে নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা (জেলা, থানা/উপজেলা, পোস্ট কোড ইত্যাদি) লিখিত ভাবে নিজের কাছে রাখতে হবে।

 

# ভর্তিচ্ছু মেডিকেল কলেজগুলির নাম নিজের পছন্দের ক্রমানুসারে সাজিয়ে লিখে রাখা প্রয়োজন। এটা করার আগে অভিভাবক/স্বজনদের সাহায্য নেওয়া যেতে পারে। কারণ পছন্দক্রম একবার দেওয়ার পর আর বদলানো যাবে না। কলেজ কোডগুলো 11 থেকে 47 (সারণি- দ্রষ্টব্য) জানা থাকতে হবে।

 

# ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচনে (সারণি-) প্রয়োজন হবে

 

# উপরোক্ত তথ্যগুলি এবং সাথে এই নিয়মাবলির একটি কপি প্রস্তুত থাকলে-

http://dghs.teletalk.com.bd ক্লিক করতে হবে। প্রথমে ভর্তির নিয়মাবলির একটি সংযোগ দেখা যাবে। সেটা ক্লিক করে ভালভাবে পড়ে নিতে হবে। পড়া শেষ হলে আগের পৃষ্ঠায় ফেরৎ আসতে হবে।

 

# এখানে দুটি অপশন আছে। একটি যারা’SSC / HSC / Alim ইত্যাদি পাশ করেছে তাদের জন্য; আরেকটি যারা O level বা বিদেশ থেকে পাশ করেছে। দ্বিতীয় ধরনের প্রার্থীদের Director, Medical Education এর কাছ থেকে ফরম পূরণের পূর্বেই Equivalent Certificate ID সংগ্রহ করতে হবে। ID ছাড়া ফরম পূরণ করা যাবে না।

 

# প্রথম অপশনে ক্লিক করুন। পৃষ্ঠার নিচে Next হাইলাইট হবে এবং সেটা ক্লিক করুন। দ্বিতীয় পৃষ্ঠা আসবে

 

# এখানে SSC, HSC ইত্যাদির Roll Number, Registration Number, Board, Year পূৰ্বণ করতে হবে। প্রার্থীর উপজাতীয় কোটায় সুযোগ থাকলে তাকে Tribal/Hilltracts non tribal Quota (অনুচ্ছেদ ১৩) বাটন ক্লিক করতে হবে। এটা ক্লিক না করলে পরের পৃষ্ঠায় উপজাতীর সংশ্লিষ্ট অপশনের সুযোগ থাকবে না এবং উপজাতীর কোটায় নির্ধারিত GPA .০০ কার্যকরী হবে না। উপজাতী/পার্বত্য জেলার -উপজাতী কোটায় আবেদনকারী প্রার্থীদের উপজাতী/পার্বত্য জেলার -উপজাতীয় সনদের স্মারক নম্বর সনদ নম্বর তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে স্মারক নম্বরসনদের নম্বর তা ছাড়া উপজাতী/পার্বত্য জেলার -উপজাতী কোটায় অনলাইনে এন্ট্রি হবে না। কোটায় ভর্তির সুযোগ পেলে ভক্তি সময় প্রয়োজনীয় কাগজ দেখাতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে। পরে এই অপশন বদল করার কোন সুযোগ নেই।

 

# এখানে কোন কিছু ভুল হলে Reset ক্লিক করে আবার পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ হলে Next ক্লিক করে পরের পৃষ্ঠায় যেতে হবে

 

# এ পৃষ্ঠার উপরের অংশে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ এবং পৃষ্ঠার মাঝামাঝি পরীক্ষায় প্রাপ্ত লেটারগ্রেডসমূহ এবং গ্রেড পয়েন্ট স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। ( level/A level প্রাথীরা তাদের অপশনে গিয়ে নিজেরা পূরণ করবেন)

 

# পরীক্ষার সময় ইংরেজি প্রশ্নের প্রয়োজন হলে এখানে Question Language ইংরেজি অপশন পূরণ করতে হবে।

 

# Home District পূরণ করতে হবে। পূরণকৃত জেলার কোটায় ভর্তির আসন বরাদ্দ পেলে ভর্তির জন্য সময় সে জেলার সার্টিফিকেট দেখাতে না পারলে বরাদ্দকৃত আসন বাতিল হয়ে যাবে। অন্যান্য কোটার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।

 

# পূর্বের পৃষ্ঠায় Tribal Quota ক্লিক করে থাকলে, এখানে Tribal quota লিস্ট (সারণি-) থেকে একটি নির্বাচন করতে হবে।

 

# মুক্তিযোদ্ধা কোটার (সন্তান, সন্তানদের সন্তান) দাবিদার হলে এখানে Eligible for Freedom Fighter Quota বাটনে ক্লিক করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর সনদ নম্বর তারিখ অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে, সনদ/স্মারক নম্বর তারিখ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় অনলাইন এন্ট্রি হবে না। ভুল করে এই অপশন দলে এবং, কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে। (মুক্তিযোদ্ধা কোটার দাবিদার সন্তানদের সন্তান এর ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত বিধি বিধান অনুসরণ করা হবে)

 

# এরপর Present Address Permanent Address পূরণ করতে হবে। তারকা চিহ্নিত অংশ পূরণ করতেই হবে। না করলে পরের পৃষ্ঠায় যাওয়া যাবে না। Present Address Permanent Address এক হলে Permanent Address এর সামনের বাটনে ক্লিক করলেই চলবে।

 

# এগার (১১) ডিজিটের একটি মোবাইল নম্বর বাধ্যতামূলক যা ভর্তি প্রক্রিয়া চলাকালিন সার্বক্ষণিক অবশ্যই চালু রাখতে হবে। টাকা জমা দেওয়ার পর এই মোবাইলে USER ID, PASSWORD পরীক্ষার কেন্দ্রের নাম SMS এর মাধ্যমে অসবে। তীয় ঘরে দ্বিতীয় মোবাইল নম্বর দেওয়া উচিৎ, প্রয়ােজনে যোগাযোগের জন্য।

 

# এরপর Choice Option পূরণ করতে হবে। বাম পাশের কলেজের লিষ্ট থেকে পছন্দের কলেজকে হইলাইট করে Add বাটন ক্লিক করলে সেটা ডানদিকে চলে যাবে। এভাবে এক এক করে নিজের পছন্দের ক্রমানুসারে কলেজগুলোকে ডানদিকে নিতে হবে। ডান পাশের লিস্ট হবে পছন্দক্রম। কলেজ পছন্দের তালিকায় কমসংখ্যক কলেজের নাম থাকলে মেধা তালিকায় থকা সত্বেও অপেক্ষমান তালিকায় নাম চলে যাওয়া এবং আসন না পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে কোনভাবেই ভুল করা যাবে না।

 

# এবার পূর্ব থেকে তৈরি করে রাখা ছবি স্বাক্ষর কম্পিউটার থেকে অথবা পেনড্রাইভ থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে।

 

# Validation Code যেভাবে দেওয়া আছে সেভাবে টাইপ করতে হবে।

 

# পৃষ্ঠার শেষে Declaration বাটনে ক্লিক করে Submit ক্লিক করতে হবে।

 

# কিছুক্ষণ সময় নিয়ে ছবি স্বাক্ষর আপলোড হবে এবং পরের পৃষ্ঠা দেখা যাবে। ছবি স্বাক্ষর সাইজ মত না হলে আপলোড হবে না।ছবি স্বাক্ষর সাইজ মত করার অপশন অনলাইনে থাকবে।

 

# এই পৃষ্ঠায় একটি User ID নম্বর দেখা যাবে। এই নম্বর যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ এটা দিয়ে টেলিটক Prepaid মোবাইল থেকে দরখাস্তের ফিস জমা দিতে হবে। আবেদনকারীর ছবি স্বাক্ষরসহ সকল তথ্য দেখা যাবে। এই পৃষ্ঠা অবশ্যই প্রিন্ট করে রাখা উচিৎ। কেননা এই ছবি স্বাক্ষরেই তিনি সর্বত্র পরিচিত হবেন।

 

# পৃষ্ঠায় যদি কোন ভুল তথ্য দেখা যায় অথবা ছবি বা স্বাক্ষর ভুল হয় তবে সঠিক ছবি/স্বাক্ষর বা তথ্য যোগ করে নতুনভাবে ফরম পূরণ করতে হবে। একবার টাকা জমা দিলে এর পর ছবি বা স্বাক্ষর পরিবর্তনের সুযোগ নেই। কারিগরি সহায়তার জন্য যে কোন টেলিটক নম্বর হইতে ১২১ অথবা অন্য যে কোন অপারেটর থেকে ১৫০০১২১১২১ নম্বরে রাত দিন ২৪ ঘন্টা কল করা যাবে।

 

# Prepaid টেলিটকের মাধ্যমে ফিস জমা দিলে User ID Password পাওয়া যাবে। এটা উভয় মোবাইলেই আসবে। ফরম পূরনের সময় লেখা স্টার চিহ্নিত নম্বরটি যে কোন অপারেটরের মোবাইল হলে চলবে। এই User ID Password দিয়ে ২০-০৩-২০২১খ্রিঃ, শনিবার থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

 

# শুধু ফিসের টাকা Prepaid টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনীয় SMS ফরম পূরণের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে দেওয়া হবে।

 

# ফিস জমা দেয়ার পদ্ধতি:

() টেলিটকের Prepaid মোবাইল ফোনের Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে:

উদাহরণ: MBBS<Space>FRLG Type করে Send করুন 16222 নম্বরে। এখানে FRLG হলো ফরম পূরণ করে পাওয়া User ID

ফিরতি SMS- একটি PIN, প্রার্থীর নাম এবং পরীক্ষার ফিস হিসেবে ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দি সম্মতি চাওয়া হবে। সম্মতি দেয়ার জন্য নিন্মোক্তভাবে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

 

 

() Message অপশনে গিয়ে MBBS লিখে, স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বেচ্চ চারটি Centre Code ( নং সারণিতে) কমা (,) দিয়ে (উদাহরণ: নিচে দেওয়া হলো) লিখে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে।

উদাহরণ: MBBS<Space>YES<Space> 456789<Space> 15,6,22,51 Type করে Send করুন 1622 নম্বরে। এখানে 456789 হলো আগের ফিরতি SMS পাওয়া PIN Number এবং 15,16,22,51 নম্বরগুলো হলো পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর। PIN নম্বরটি সঠিক ভাবে লেখা হলে উক্ত টেলিটকের Prepaid মোবাইল থেকে পরীক্ষার ফি বাবদ ১০০০/(একছাজার) টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS- পরীক্ষা কেন্দ্রের নাম জানিয়ে একটি User ID Password দেওয়া হবে।

 

# ২০-০৩-২০২১খ্রিঃ, শনিবার থেকে প্রার্থী উক্ত User ID Password দিয়ে তাহার প্রবেশ পত্র Download করে প্রিন্ট নিবেন।

 

# প্রবেশপত্র ওয়েব সাইটে দেওয়ার বিষয়টি SMS- জানানো হবে। প্রবেশপত্র হারিয়ে গেলেও পুনরায় একই প্রক্রিয়ায় প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। পরীক্ষার ফলাফল প্রার্থীর মোবাইলে SMS এবং DGHS-এর ওয়েবসাইট www.dghs.gov.bd মাধ্যমে জানানো হবে। সারণি- পরীক্ষা কেন্দ্রের নাম কোড দেওয়া হলো


বিস্তারিত নিচের ছবিতে দেখুন:

mbbs admission notice


Post a Comment

2 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)