Ticker

6/recent/ticker-posts

Ad Code

বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

 বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

 

বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ- BA and BSS Admission Notice

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সামাজিক বিজ্ঞান, মানবিক ভাষা স্কুল পরিচালিত বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২১ ব্যাচে শিক্ষার্থী ভর্তির জন্য Online- আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে

 

# ভর্তির ন্যূনতম যোগ্যতা: এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভর্তি ফরম বিতরণ, সগ্রহ, জমাদান ভর্তির তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২০ থেকে ২৭ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত। Online- আবেদন সম্পন্ন করার সপ্তাহ অথবা ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে Online- আবেদনের কপিসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ নম্বরপত্র, চারিত্রিক সনদ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপিসহ সংশ্লিষ্ট আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

 

# Online - ভর্তির সময় যা প্রয়োজন:

() শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি (৩০০x৩০০ পিক্সেল) স্বাক্ষরের স্ক্যান করা কপি (৩০০x১০০ পিক্সেল)

() প্রদত্ত হিসাবানুসারে সর্বমোট ৩৮৯০/- (তিন হাজার আটশত নব্বই) টাকা বিকাশ (০১৭৫৬০৪৫১৬৬) / শিউরক্যাশ (০১৭৮৬৫২৪৯১৭৫)/ ডিবিবিএল এর মাধ্যমে সংশ্লিষ্ট চার্জসহ জমা দিতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ- DGME Job Circular-2021

# ভর্তি সম্পন্ন করতে যা প্রয়োজন: বাউবির আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য সনদসমূহ যাচাই-বাছাইপূর্বক সত্যায়িত করে ভর্তির জন্য মনোনীত প্রার্থীকে Online- Active করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

# ফি বিবরণ: ভর্তি ফরম ফি ১০০ টাকা; ডিজিটাল/প্লাস্টিক ID Card ফি ২০০ টাকা; রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা; প্রতি কোর্স ফি ৭৫ টাকা হারে ০৪টি কোর্সের জন্য ২৯৪০ টাকা; একাডেমিক ক্যালেন্ডার ৫০ টাকা; পরীক্ষার ফি ৩০০ টাকা এবং সিমেস্টার নম্বরপত্র ফি ১০০ টাকাসহ সর্বমোট ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা

 

# টিউটোরিয়াল ক্লাস শুরু এপ্রিল, ২০২১।

 

Online ভর্তি প্রক্রিয়া:

# Online (https://osaps.bou.edu.bd)- প্রদত্ত তথ্য পূরণ করা শেষে SMS এর মাধ্যমে temporary user ID password পাওয়া যাবে। এরপর Payment Option- ৩৮৯০ (তিন হাজার আটশত নব্বই) টাকা প্রযোজ্য চার্জ কমিশনসহ বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ যেকোনটির মাধ্যমে প্রদান করা যাবে।

 

# ট্রানজেকশন আইডি মোবাইল নম্বর নির্দিষ্ট স্থানে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS e-mail "payment successful Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে।

 

# Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে, ০৩ (তিন) কার্য দিবসের মধ্যে OSAPS (Online service & payment system)-এর Helpline নম্বরে অথবা help.osaps@bou.edu.bd -মেইলে অবহিত করতে হবে। প্রয়োজনে পরিচালক, কম্পিউটার বিভাগ, বাউবি, গাজীপুর-১৭০৫ বরাবর আবেদন করতে হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-2021


# Online- ভর্তির আবেদন করার শেষ তারিখের ০৩ (তিন) কর্ম দিবসের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। Temporary User ID Password ব্যবহার করে download PDF বাটনে ক্লিক করলে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতাসহ অন্য সকল সনদের সত্যায়িত কপি ৩০/১২/২০২০ থেকে ২৭/০৩/২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রউিপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। Online- ভর্তি প্রক্রিয় সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য (https://osaps.bou.edu.bd)-এর Helpline- উল্লিখিত ফোন নম্বরসমূহে অথবা বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র/উপ-আঞ্চলিক কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: ০২-৯৬৭৩৬৬৯, ০২-৯২৯১১০৮

 

যোগাযোগের সময়:

সকাল ৯টা থেকে দুপুর ১টা

০১৬৩৫৮৩২৮৪৫,

০১৭০৫৮৯৭৯৮৮,

০১৯০৭৪৫১৬১৪।

যোগাযোগের সময়:

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

০১৬৩৫৮২৮৪৬,

০১৯০৭৪৫১৬১২,

০১৭০৫৮৯৭৯১৭

 

BOU Result

www.bou.edu.bd. routine 2021

llb admission 2021-2022

admission 2021

BA admission 2021

BSS admission 2021

Open University Admission 2021

Bangladesh Open University Administration

Bangladesh Open University Contact Number

Post a Comment

0 Comments