Ticker

6/recent/ticker-posts

Ad Code

সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


সড়ক ও জনপথ অধিদপ্তরে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরে ৫ টি পদে সর্বমোট ৪০৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেওয়া হল-

সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 

পদের নাম সহ বিস্তারিত:

 

পদের নাম

:

সার্ভেয়ার

পদের সংখ্যা

:

২৭টি

বেতন স্কেল

:

১০২০০ - ২৪৬৮০/-

শিক্ষাগত যোগ্যতা

:

ক) স্বীকৃত বোর্ড হতে নুন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

খ) স্বীকৃত ইনষ্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাশ।

অভিজ্ঞতা

:

প্রযোজ্য নয়

 

পদের নাম

:

কার্যসহকারী

পদের সংখ্যা

:

১৭৪টি

বেতন স্কেল

:

৯৩০০ - ২২৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা

:

ক) স্বীকৃত বোর্ড হতে নুন্যতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অভিজ্ঞতা

:

সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে



পদের নাম

:

ইলেকট্রিশিয়ান

পদের সংখ্যা

:

৩২টি

বেতন স্কেল

:

৯৩০০ - ২২৪৯০/-

শিক্ষাগত যোগ্যতা

:

স্বীকৃত ইনষ্টিটিউট হতে পেশাগত ট্রেড কোর্স সার্টিফিকেটসহ কোন স্বীকৃত বোর্ড হতে নুন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অভিজ্ঞতা

:

প্রযোজ্য নয়

 

পদের নাম

:

অফিস সহায়ক (এমএলএসএস)

পদের সংখ্যা

:

৬৬টি

বেতন স্কেল

:

৮২৫০ - ২০০১০/-

শিক্ষাগত যোগ্যতা

:

স্বীকৃত বোর্ড হতে নুন্যতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অভিজ্ঞতা

:

প্রযোজ্য নয়

ঢাকা বিআরটি নিয়োগ বিজ্ঞপ্তি-2021


পদের নাম

:

সড়ক শ্রমিক

পদের সংখ্যা

:

১০৬টি

বেতন স্কেল

:

৮২৫০ - ২০০১০/-

শিক্ষাগত যোগ্যতা

:

স্বীকৃত বোর্ড হতে নুন্যতম প্রাইমারী স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অভিজ্ঞতা

:

প্রযোজ্য নয়

 

Application Start Date:

01 March 2021

Application End Date:

31 March 2021

Job Details:

rhd.teletalk.com.bd

 

বিজ্ঞপ্তিতে দেখুন:

 

সড়ক ও জনপথ অধিদপ্তরে ৪০৫ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Post a Comment

0 Comments