Ticker

6/recent/ticker-posts

Ad Code

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পরীক্ষার উত্তর সহ প্রশ্নপত্র

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র

 

সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ পরীক্ষার উত্তর সহ প্রশ্নপত্র

১. একাত্তরের দিনগুলি নামের বই এর লেখক-

(ক) মেজর রফিকুল ইসলাম (খ) জাহানারা ইমাম (গ) হুমায়ূন আহমেদ (ঘ) হাসান ইমাম

উত্তর: (খ) জাহানারা ইমাম

২. ভাষার মূল উপাদান কি?

(ক) শব্দ (খ) পদ (গ) অক্ষর (ঘ) ধ্বনি

উত্তর: (ঘ) ধ্বনি

৩. পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটির রচয়িতা কে?

(ক) মামুনুর রশিদ (খ) সৈয়দ শামসুল হক (গ) মমতাজউদ্দীন আহমদ (ঘ) আব্দুল্লাহ আল মামুন

উত্তর: (খ) সৈয়দ শামসুল হক

৪. বীরবল' কোন লেখক এর ছদ্মনাম?

(ক) দীনেশচন্দ্র সেন (খ) প্রমথ চৌধুরী (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) বিষ্ণু দে

উত্তর: (খ) প্রমথ চৌধুরী

৫. যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে?

(ক) অদৃশ্য (খ) বর্ণচোরা (গ) ভূতপূর্ব (ঘ) ফুলেল

উত্তর: (খ) বর্ণচোরা

৬. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

(ক) ১৯১৪ (খ) ১৯১৫ (গ) ১৯১৩ (ঘ) ১৯১৬

উত্তর: (গ) ১৯১৩

৭. ‘বরফ গলা নদী’ উপন্যাসটি কার লেখা?

(ক) সৈয়দ শামসুল হক (খ) আবুল ফজল (গ) শওকত আলী (ঘ) জহির রায়হান

উত্তর: (ঘ) জহির রায়হান

৮. মুনীর চৌধুরী অনূদিত নাটক কোনটি?

(ক) কবর (খ) চিঠি (গ) রক্তাক্ত প্রান্তর (ঘ) মুখরা রমণী বশীকরণ

উত্তর: (ঘ) মুখরা রমণী বশীকরণ

৯. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?

(ক) চোখের বালি (খ) আনোয়ারা (গ) আগুনের পরশমণি (ঘ) পথের পাঁচালী

উত্তর: (গ) আগুনের পরশমণি

১০. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

(ক) মিথিলা (খ) কৃষ্ণনগর (গ) রোসাঙ্গ (ঘ) ত্রিপুরা

উত্তর: (গ) রোসাঙ্গ

১১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

(ক) রামায়ণ (খ) মহাভারত (গ) শ্রীকৃষ্ণকীর্তন (ঘ) চর্যাপদ

উত্তর: (ঘ) চর্যাপদ

১২. শুদ্ধ বানান কোনটি?

(ক) গড্ডলিকা (খ) গড্ডালিকা (গ) গড্ডালীকা (ঘ) গড্ডলীকা

উত্তর: (ক) গড্ডলিকা

১৩. 'Comparative' বাংলা পরিভাষা হলো-

(ক) সাম্যবাদ (খ) খেসারত (গ) তুলনামূলক (ঘ) প্রতিযোগিতা

১৪. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?

(ক) চাবি (খ) কুপন (গ) তুরুপ (ঘ) ডিপো

উত্তর: (ক) চাবি

১৫. চণ্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরাম এর উপাধি ছিল-

(ক) কবি রাজ (খ) কবিগুরু (গ) কবিকঙ্কন (ঘ) কবি কণ্ঠ

উত্তর: (গ) কবিকঙ্কন

১৬. দোলনা' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

(ক) দুল্ + না (খ) দোল্ + না (গ) দোল + আনা (ঘ) দোল না + আ

উত্তর: (ক) দুল + না

১৭. ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন-

(ক) আশুতোষ ভট্টাচার্য (খ) দীনেশচন্দ্র সেন (গ) চন্দ্রকুমার দে (ঘ) দক্ষিণারঞ্জন মিত্র

উত্তর: (গ) চন্দ্রকুমার দে

১৮. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়?

(ক) সাম্যবাদী (খ) বিষের বাঁশি (গ) কঙ্কাবতী (ঘ) চক্রবাক

উত্তর: (গ) কঙ্কাবতী

১৯. মনমাঝি কোন সমাসের উদাহরণ?

(ক) দ্বিগু (খ) বহুব্রীহি (গ) রূপক কর্মধারয় (ঘ) নিত্য সমাস

উত্তর: (গ) রূপক কর্মধারয়

২০. বর্তমানে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে -

(ক) ভার্চুয়াল রিয়েলিটি (খ) ইনফরমেট্রিক্স (গ) ক্রায়োসার্জারি (ঘ) নরমাল সার্জারি

উত্তর: (গ) ক্রায়োসার্জারি

২১. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়-

(ক) শক্ত (খ) নরম (গ) বাসস্থান (ঘ) তরল

উত্তর: (ঘ) তরল

২২. ক্রায়োসার্জারীতে অসুস্থ টিসুকে ধ্বংস করা হয়-

(ক) অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ (খ) অতিমাত্রায়া গরম প্রয়োগ 

(গ) ঠান্ডা গরম দুটো প্রয়োম (ঘ) সাধারন তাপমাত্রায়

উত্তর: (ক) অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ

২৩. ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন?

(ক) শিক্ষা (খ) চিকিৎসা (গ) বাসস্থান (ঘ) সংস্কতি

উত্তর: (খ) চিকিৎসা

২৪. ক্রায়োসার্জারিতে নিচের কোন পদার্থটি ব্যবহার করা হয়?

(ক) তরল (খ) জৈব (গ) গ্যাস (ঘ) অজৈব

উত্তর: (ক) তরল

২৫. আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষনার জন্য কী পাঠাচ্ছে?

(ক) মানুষ (খ) রোবট (গ) পাখি (ঘ) কুকুর

উত্তর: (খ) রোবট

২৬. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?

(ক) বায়োমেট্রিক্স (খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানো সার্জারি

উত্তর: (খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২৭. পলিথিন ফাইবার প্রভূতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?

(ক) বায়োমেট্রিক্স (খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং (গ) ক্রায়োসার্জারি (ঘ) ন্যানো টেকনোলজি

উত্তর: (ঘ) ন্যানো টেকনোলজি

২৮. কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া?

(ক) অক্কা পাওয়া (খ) কেউকেটা (গ) কান পাতলা (ঘ) কেতাদুরস্ত

উত্তর: (ক) অক্কা পাওয়া

২৯. নিচের কোনটি আগুন' শব্দের সমার্থক শব্দ নয়?

(ক) অনিল (খ) পাবক (গ) হুতাশন (ঘ) কৃশানু

উত্তর: (ক) অনিল

৩০. বিশ্ব গ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?

(ক) ছোট গ্রাম (খ) বড় গ্রাম (গ) তথ্য প্রযুক্তি (ঘ) মাইক্রোসফট ওয়ার্ড

উত্তর: (গ) তথ্য প্রযুক্তি

৩১. সর্ব প্রথম বিশ্ব গ্রাম ধারনার অবতারনা করেন কে?

(ক) মার্শাল ম্যাকুলহান (খ) দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি (গ) ইনটারর পল (ঘ) ড. ইউনুস

উত্তর: (ক) মার্শাল ম্যাকুলহান

৩২. কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের উপস্থিত আবশ্যক?

(ক) খেলা-ধুলা (খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (গ) ব্যবসায় -বানিজ্য (ঘ) ব্যাংক ব্যাবস্থা

উত্তর: (খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

৩৩. যোগাযোগ ব্যবস্থার অবর্ননীয় পরিবর্তনের একটি মাইল ফলক হচ্ছে-

(ক) বাস (খ) ট্রেন (গ) বিশ্বগ্রাম (ঘ) ফোন

উত্তর: (গ) বিশ্বগ্রাম

৩৪. বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক?

(ক) ইন্টারনেট (খ) কম্পিউটার (গ) মডেম (ঘ) হাব

উত্তর: (ক) ইন্টারনেট

৩৫. বিশ্বগ্রামের ধারনা কত সালে রূপ নেয় ?

(ক) ১৯৬৯ সালে (খ) ১৯৭০ সালে (গ) ১৮৭১ সালে (ঘ) ১৯৭২ সালে

উত্তর: (খ) ১৯৭০ সালে

৩৬. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে?

(ক) ইন্টারনেট (খ) তথ্য প্রযুক্তি (গ) বিশ্বগ্রাম  (ঘ) কম্পিউটার

উত্তর: (খ) তথ্য প্রযুক্তি

৩৭. কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী করে দিয়েছে?

(ক) অনলাইন (খ) DNA (গ) মোবাইল (ঘ) ডাক ব্যবস্থা

উত্তর: (গ) মোবাইল

৩৮. ই- কমার্স নিচের কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে?

(ক) বাসস্থান (খ) ব্যবসায় -বানিজ্য (গ) মহাকাশ অভিজান (ঘ) চিকিৎসা

উত্তর: (খ) ব্যবসায়-বানিজ্য

৩৯. ক্রায়োসার্জারী চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্নয় ব্যবহার করা হয়?

(ক) উচ্চ রক্তচাপ (খ) এইডস (গ) চামড়ার ক্যানসার (ঘ) হার্ট-এটাক

উত্তর: (গ) চামড়ার ক্যানসার

৪০. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে?

(ক) জেনেটিক টেকনোলজী (খ) ইনফরমেট্রিক্স (গ) বায়োইনফরমেট্রিক্স (ঘ) বায়োমেট্রিক্স

উত্তর: (ঘ) বায়োমেট্রিক্স

৪১. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংশগ্রহন করতে পারেন?

(ক) ইন্টারনেট (খ) শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধান (গ) যোগাযোগ (ঘ) ই -কমার্স

উত্তর: (ক) ইন্টারনেট

৪২. বাস্তব নয় কিন্তু ব্যবহারকারি নিচের কোনটিকে বাস্তব মনে করেন ?

(ক) ত্রি-মাত্রিক ছবি (খ) ভার্চুয়াল রিয়েলিটি (গ) টিভির ছবি (ঘ) রিয়েলিটি শো

উত্তর: (খ) ভার্চুয়াল রিয়েলিটি

৪৩. ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচের কোন অবস্থার সৃষ্টি করে?

(ক) বাস্তব জগতে থাকা (খ) অবাস্তব জগতে থাকা (গ) অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া (ঘ) প্রভাবিত হওয়া

উত্তর: (গ) অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া

৪৪. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয়?

(ক) কম্পিউটার (খ) বিহেভিয়ার (গ) তথ্য ব্যবস্থা (ঘ) এনভায়ণমেন্ট

উত্তর: (ঘ) এনভায়ণমেন্ট

৪৫. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে-

(ক) নলেজ বেজড সিস্টেম (খ) নলেজ সিস্টেম (গ) কম্পিউটার সিস্টেম (ঘ) ইন্টারনেট সিস্টেম

উত্তর: (ক) নলেজ বেজড সিস্টেম

৪৬. মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা?

(ক) যোগাযোগ (খ) কর্ম (গ) চিকিৎসা (ঘ) বাসস্থান

উত্তর: (গ) চিকিৎসা

৪৭. প্রসেপেটর নিচের কোন কাজে ব্যবহার করা হয়?

(ক) কৃত্রিম বুদ্ধিমত্তা (খ) খনিজ সম্পদ খোজা (গ) সমুদ্র অভিযান (ঘ) মহাকাশযান

উত্তর: (ঘ) মহাকাশযান

৪৮. মানুষের চিন্তা-চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে-

(ক) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (খ) রোবোটিক্স (গ) কৃত্রিম বুদ্ধিমত্তা (ঘ) ইনফরমেটিক্স

উত্তর: (গ) কৃত্রিম বুদ্ধিমত্তা

৪৯. প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে?

(ক) রোবোটিকস (খ) বায়োমেট্রিক্স (গ) ইনফরমেটিক্স (ঘ) বিহেভিয়ার

উত্তর: (ক) রোবোটিকস

৫০. বর্তমানে বোমা নিস্ক্রয়করন, খনিতে, মহাকাশ, পরিবেশ পরিছন্নতায় ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে-

(ক) কুকুর (খ) রোবট (গ) গরু (ঘ) মানুষ

উত্তর: (খ) রোবট

 

 

নিয়মিত পড়াশোনার কোন বিকল্প নেই। এখন পড়া-লেখা অবহেলা করলে এক সময় পড়া-লেখাই আপনাকে অবহেলা করবে। সময়কে মূল্যায়ন করুন, আপনি যথাসময়ে মূল্যায়িত হবেন।

 

Post a Comment

0 Comments