Ticker

6/recent/ticker-posts

Ad Code

নবম শ্রেণি - অর্ধ-বার্ষিক পরীক্ষার পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন পত্র

অর্ধ-বার্ষিক পরীক্ষা
নবম শ্রেণি
বিষয়ঃ পৌরনীতি ও নাগরিকতা (সৃজনশীল)
 যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাওঃ

১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক ও খ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি ‘ক’ রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র ‘গ’ কে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। ‘খ’ রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়।
(ক)    দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবর্তক ছিলেন?
(খ)    রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি? ব্যাখ্যা কর।
(গ)    ‘ক’ রাষ্ট্র কর্তৃক ‘গ’ রাষ্ট্রকে দখল করে নেয়া রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে সমর্থন করে তার ব্যাখ্যা দাও।
(ঘ)    ‘খ’ রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটিই অধিক গ্রহণযোগ্য মতবাদ-বিশ্লেষণ কর।

২।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
শিমুল ও বকুল দুই বন্ধু। তারা বিয়ে করে স্ত্রী নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। শিমুলের বড় ভাই জমশেদের দুজন স্ত্রী। একজন চাকরী করেন আরেকজন গৃহিণী। শিমুল ও শিহাবের আর্থিক দৈন্যতা না থাকলেও বকুলের আর্থিক দৈন্যতা রয়েছে।
(ক)    কাঠামোর ভিত্তিতে পরিবার কত প্রকার?
(খ)    পরিবারকে শ্বাশত বিদ্যালয় বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ)    শিমুল ও বকুলের পরিবারের সাথে মিলে পাঠ্যপুস্তকের এমন পরিবারের ব্যাখ্যা দাও।
(ঘ)    শিহাবের মতো পরিবার দিন দিন কমে আসছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩।    নিচের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক)    পৃথিবীতে মোট কতটি রাষ্ট্র আছে?
(খ)    মানুষের জীবনে সমাজের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
(গ)    উক্ত সংগঠনের জন্য সবকটি উপাদানই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কর।
(ঘ)    সার্বভৌমত্ব রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চর করে-ছকটির আলোকে উক্তিটির যৌক্তিকতা বিশ্লেষণ কর

৪।    নিচের ছকটি দেখে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও :

(ক)    কেমন নাগরিক রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ?
(খ)    আইন মান্য করা নাগরিকের কর্তব্য কেন?
(গ)    সুনাগরিকতা অর্জনের পথে বিদ্যমান অন্তরায়গুলো ব্যাখ্যা কর।
(ঘ)    আধুনিক রাষ্ট্রে সুনাগরিকের গুণাবরিগুলো বিশ্লেষণ কর।

৫।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
শ্যামল দুই বছর আগে যুক্তরাষ্ট্রে যায়। তারপর সে সরকারের কাছে তার নাগরিকতার জন্য আবেদন করে এবং কিছু শর্তসাপেক্ষে সে নাগরিকতাও পেয়ে যায়। এর কিছুদিন পর সে সেখানে বিয়ে করে এবং সেখানে তাদের একটি সন্তান হয়। তার সন্তানটি ও দেশের নাগরিকত্ব লাভ করে।
(ক)    প্রাচীন গ্রিসের ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হত? 
(খ)    দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝায়?
(গ)    শ্যামল ও তার সন্তানের নাগরিকতা লাভের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা কর।
(ঘ)    শ্যামলের সন্তান ও স্ত্রী বাংলাদেশের নাগরিকত্ব পাবে কী না মতামত দাও।

৬।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আমির ও আনিস দুই বন্ধু। আমির রাষ্ট্রের প্রতি খুবই অনুগত। সে ভোটদান করে। আইন মান্য করে চলে এবং রাষ্ট্রের প্রতি করণীয় সবকিছুই করে। অন্যদিকে তার বন্ধু নির্বাচনে ভোট দেয় না।
(ক)    কখন তথ্য অধিকার আইন পাস করা হয়?
(খ)    নৈতিক অধিকার বলতে কি বুঝ?
(গ)    অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে উদ্দীপকের আনিসের অবস্থান ব্যাখ্যা কর।
(ঘ)    তামির একজন সুনাগরিক তুমি কি একমনত? বিশ্লেষণ কর।

৭।    নিচের ছকচিত্রটি লক্ষ এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
   
(ক)    বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয় কত তারিখে?
(খ)    বাংলাদেশের প্রকৃত শাসক কে এবং কেন? ব্যাখ্যা কর।
(গ)    ছকের দেশটিতে কোন বিষয় চিত্রিত করা হয়েছে? এর যে কোনো একটির স্বরূপ তুলে ধর।
(ঘ)    ছকের দেশটিতে রাষ্ট্রপতি নামে মাত্র রাষ্ট্রপ্রধান। উক্তিটির যৌক্তিক বিশ্লেষণ কর।

৮।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনাব একরামুল সাহেস একটি রাষ্ট্রের নির্বাহী প্রধান। তিনি  সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার রাষ্ট্রের প্রধান নামেমাত্র শাসক। রাষ্ট্রপ্রধান তার পরামর্শেই সকল কার্যক্রম পরিচালনা করেন।
(ক)    বাংলাদেশের কোন পদ্ধতির সরকার প্রচলিত?
(খ)    বাংলাদেশের আইন সভার গঠন বর্ণনা কর।
(গ)    নির্বাহী প্রধান হিসেবে একরামুল সাহেবের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
(ঘ)    একরামুল সাহেবের রাষ্ট্রের রাষ্ট্র প্রধানের ক্ষমতা তুমি কীভাবে মূল্যায়ন করবে?

৯।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বাংলাদেশর একজন রাষ্ট্রপতি অসুস্থ হয়ে বেশ কয়েক মাস দেশের বাহিরে চিকিৎসা নেন। বাহিরে অসুস্থ কালীন সময়ে জাতীয় সংসদের স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতিদেশে আসার পর পরই স্পীকার তাঁর দায়িত্ব রাষ্ট্রপতির নিকট অর্পণ করেন।
(ক)    জাতীয় সংসদের সভাপতি কে?
(খ)    বাংলাদেশর রাষ্ট্রপতি নামমাত্র প্রধান কেন?
(গ)    উদ্দীপকে স্পীকার কোন ক্ষমতা বলে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপকে উল্লেখিত স্পীকারের কার্যাবলী বর্ণনা কর।

১০।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

(ক)    জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
(খ)    নির্বাচন বলিতে কী বুঝ?
(গ)    ১নং বক্সের নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপকে কোনটি গ্রামীণ পর্যায়ের নির্বাচন এ প্রতিষ্ঠানের কার্যাবলি ব্যাখ্যা কর।

১১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আকলিমার বয়স ১৯ বছর। সে বাংলাদেশের নাগরিক। এ বছর সে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে। বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি অনুসারে সে ভোট দেবে।
(ক)    ভোটদান পদ্ধতি কত প্রকার? 
(খ)    পরোক্ষ নির্বাচন বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
(গ)    উদ্দীপকের আকলিমা কোন পদ্ধতিতে ভোট দিতে পারে-ব্যাখ্যা কর।
(ঘ)    পৃথিবীর বিভিন্ন দেশের ভোটদান পদ্ধতির সাথে উদ্দীপকের ভোটদান পদ্ধতির তুলনামূলক আলোচনা কর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ