অর্ধ-বার্ষিক পরীক্ষা
অষ্টম শ্রেণি
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
যে কোন ৭টি প্রশ্নের উত্তর দাওঃ১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রাজিন ও মিন্টু দুই বন্ধু। রাজিন একটি প্রাইভেট ক্লিনিকের ওষুধপত্র সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। সে মানুষের সাথে কথা রাখে না এবং গোপনে ওষুধ বিক্রি করে। অপরদিকে মিন্টু মুখে ও অন্তরে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করে। ইসলামের যাবতীয় বিধিবিধান যথাযথভাবে পালন করে।
(ক) আখিরাতের প্রথম পর্যাকে কী বলে?
(খ) নিফাক বলতে কী বোঝ?
(গ) রাজিনের কর্মকাÐের কুফর ও পরিণতি ব্যাখ্যা কর।
(ঘ) মিন্টু ইমানের কোন কোন মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
২। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনাব রফিক গরীবদের দান করেন, অপরাধীদের ক্ষমা করেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। মসজিদের ইমাম সাহেব একদিন খুতবার আলোচনায় বললেন, আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে সেগুলোর অনুকরণে আমাদের চলতে হবে। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, “ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও।”
(ক) আল-আসমাউল হুসনা শব্দের অর্থ কি?
(খ) আল্লাহ সামাদুন বলতে কি বুঝ ব্যাখ্যা কর।
(গ) রফিক সাহেবের ক্ষমা করা আল্লাহর কোন গুণবাচক নামের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
৩। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রসুলপুর গ্রামের অধিকাংশ লোক ইসলামের বিধিবিধান না মেনে নানা অসামাজিক কর্মকাÐে লিপ্ত ছিল। কিন্তু বর্তমানে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। কারণ তাদের মসজিদের বর্তমান ইমাম সাহেব তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে, দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে ইমান ও সৎকাজের কোনো বিকল্প নেই।
(ক) আখিরাতের প্রথম পর্যায়কে কী বলে?
(খ) আখিরাতের জীবনকে কেন অনন্ত বলা হয়েছে?
(গ) রসুলপুর ধর্মীয় ও নৈতিক পরিবর্তনে ইমানের কোন বিশ্বাসটি (বিষয়টি) ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর ।
(ঘ) আখিরাতে মুক্তি ও জান্নাত লাভ প্রসঙ্গে ইমাম সাহেবের মতামতের যথার্থতা নিরূপণ কর।
৪। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নিসাব পরিমাণ সম্পদের মালিক আরিফ সাহেব সময়মতো যাকাত দিতে ও নির্ধারিত অংশ হিসাব করে থাকাত দিতে গড়িমসি করে। প্রসঙ্গক্রমে তার বাবা পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, তাদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার আছে।
(ক) যাকাত শব্দের অর্থ কী?
(খ) নিসাব বলতে কী বোঝ? বুঝিয়ে লেখ।
(গ) শরিয়তের বর্ণনা অনুসারে কারা যাকাত পাবার অধিকার রাখে বুঝিয়ে লেখ।
(ঘ) ধনীদের সম্পর্কে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছেÑবিশ্লেষণ কর।
৫। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আমিন সাহেব একজন ধনী ব্যক্তি। তিনি প্রতি বছর হজব্রত পালন করেন, কিন্তু তিনি তার গরিব আত্মীয়-স্বজন ও সমাজের দরিদ্র অসহায় লোকদের খোঁজ খবর রাখেন না। তার বন্ধু মুমিন সাহেব তাকে বলেন, ‘সমাজে ধনী গরিবের বৈষম্য ভুলে গিয়ে সবার প্রতি সদয় হও।
(ক) ‘ইহরাম’ শব্দের অর্থ কী?
(খ) ‘নিসাব’ বলতে কি বুঝানো হয়েছে?
(গ) আমিন সাহেবের চিন্তাধারা কিসের পরিপন্থি? ব্যাখ্যা কর।
(ঘ) মুমিন সাহেবের পরামর্শের যৌক্তিকতা বিচার কর।
৬। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মনির পিতা-মাতার ছোট ছেলে। জন্মের পর তার পিতা অনুষ্ঠান করে নাম রাখেন মাহবুবুর রহমান মনির। অনুষ্ঠানে একটি গরু যবেহ করা হয়। এলাকায় সে মনির হিসাবেই পরিচিত। আর অন্যদের কাছে মাহবুব নামেই পরিচিত।
(ক) আকিকা শব্দের অর্থ কী?
(খ) সন্তান জন্মের ৭ম দিনে কী কী কাজ করা উত্তম?
(গ) মনিরের পিতা কেন অনুষ্ঠান করে তার নাম রাখেন? ব্যাখ্যা কর।
(ঘ) মনিরের পিতা যে অনুষ্ঠান পালন করেছেন সে অনুষ্ঠানের বিধি-বিধান আলোচনা কর।
৭। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জামিল ছোটকালে কুরআন পড়া শিখেছিল। স¤প্রতি তাদের পাড়ায় একজন শিক্ষক কুরআন শেখাচ্ছেন। তার পড়া শুনে জামিল বুঝল, এতদিন সে ভুল নিয়মে কুরআন পড়েছে। শিক্ষক তাকে বলেন তাজবীদসহ অর্থ জেনে কুরআন পড়া আবশ্যক। তিনি আরও বলেন, কুরআন তিলাওয়াতকারীর পিতা-মাতাকে সূর্য্যরে আলো অপেক্ষাও উত্তম মুকুট পরানো হবে।
(ক) তাজবিদ অর্থ কী?
(খ) মমাক্কি ও মাদানী সুরার আলোচ্য বিষয় বর্ণনা কর।
(গ) শুদ্ধভাবে কুরআন পড়তে হলে জামিলকে যে বিষয়টি শিখতে হবে তার ব্যাখ্যা কর।
(ঘ) শিক্ষকের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ কর।
৮। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রহিম প্রত্যেক রমজান মাসের বিভিন্ন সালাতে সুরা কাদর পাঠ করে থাকে। সে তার শিক্ষকের নিকট সুরা কাদরের শানে নুযুল ও ফজিলত সম্পর্কে জেনে এটি বেশি বেশি করে তিলাওয়াত করে থাকে। পবিত্র রমজান মাসের একটি রজনীতে লাইলাতুল কাদর রয়েছেত, যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদত করার চেয়ে উত্তম।
(ক) সুরা কাদরে কতটি আয়াত আছে?
(খ) সুরা কাদরের নামকরণ কীভাবে হয়?
(গ) রহিমের কাজটি শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
(ঘ) লাইলাতুল কাদরের তাৎপর্য বিশ্লেষণ কর।
৯। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আবুল খায়ের একজন জ্ঞানী ব্যক্তি। মসজিদে নামাজ পড়ান এবং একটি মাদরাসায় শিক্ষকতা করেন। তিনি প্রতিদিন শিক্ষার্থীদের সুরা হাশরের শেষ তিন আয়াত পড়ান। শিক্ষার্থীরা তা পড়তে খুবই আগ্রহী। সময়ের ব্যবধানে শিক্ষার্থীরা তা মুখস্থ করে ফেলে।
(ক) সুরা হাশর পবিত্র কুরআনের কততম সুরা?
(খ) সুরা বাকারার ২৫৫নং আয়াত মর্যাদাপূর্ণ-বুঝিয়ে লিখ।
(গ) ছাত্ররা সুরা হাশরের শেষ তিনটি আয়াত থেকে শিক্ষার্থীরা কী শিক্ষালাভ করতে পারবে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে পঠিত আয়াতগুলো আল্লাহ তাআলার গুণবাচক নামে পরিপূর্ণ। বিশ্লেষণ কর।
১০। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মহানবি (স), সুলাময়মান (আ), ঈসা (আ) তাঁরা ছিলেন বিশ্ব মানবতার মূর্ত প্রতীক। তাঁরা ছিলেন আল্লাহর প্রিয় নবি। সুলাময়মান (আ) এর অনেক অলৌকিক ক্ষমতা ছিল।
(ক) হযরত সুলাময়মান (আ) এর পিতার নাম কী?
(খ) কীটপতঙ্গ ও পশুপাখি সুলায়মান (আ) এর ভাষা বুঝতে পারত কেন? বুঝিয়ে লেখ।
(গ) সুলায়মান (আ) কীভাবে তাঁর প্রজ্ঞা ও জ্ঞানের পরিচয় দিয়েছিলেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ঘটনাটিসহ বুঝিয়ে লেখ।
(ঘ) হযরত ঈসা (আ) কীভাবে হত্যার ষড়যন্ত্রে পতিত হয়েছিলেন এবং আল্লাহ পাক তাকে কীভাবে রক্ষা করেছিলেন? বুঝিয়ে লেখ।
১১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রহমতপুর গ্রামে সকল ধর্মের লোকের বাস। তাদের মধ্যে সা¤প্রদায়িক স¤প্রীতি বিরাজমান। এর পরেও মাঝে মধ্যে কিছু বিষয়ে দ্বিমত সৃষ্টি হয়। এমতাবস্থায় জনাব আজমল এলাকার লোকদের নিয়ে একটি লিখিত চুক্তি করেন।
(ক) মহানবি (স) কখন ইন্তিকাল করেন?
(খ) হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন?
(গ) জনাব আজমলের কাজটি মহানবি (স) এর কোন লিখিত চুক্তির সহিত সাদৃশ্যপূর্ণব্যাখ্যা কর।
(ঘ) জনাব আজমলের এরূপ কাজের ফলাফল বিশ্লেষণ কর।
0 Comments