অর্ধ-বার্ষিক পরীক্ষা
অষ্টম শ্রেণি
বিষয়ঃ বাংলা প্রথম পত্র (সৃজনশীল)
ক-বিভাগ
১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃরনির প্রিয় পোষা বিড়াল মিনি। সকালে উঠেই সে মিনির খোঁজ করে, স্কুল থেকে ফিরে মিনিকে খাওয়ায়। বিকালে মিনিকে নিয়ে খেলা করে বাগানে। দিন শেষে রনি যখন পড়তে বসে, মিনি তখন তার পায়ের কাছে বসে থাকে।
(ক) বামুন ঠাকুরকে ডেকে লেখক কি বলেছেন?
(খ) বকশিশ্ পেল সবাই, পেলনা কেবল অতিথি কেন?
(গ) রনির মধ্যে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকে বর্ণিত রনির অনুভূতি ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের সমধর্মী হলেও পুরোপুরি এক নয়- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
২। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অসাধ্য সাধন করেছেন মহাত্মা গান্ধী। তিনি মানুষকে ভালো বেসেছেন বলেই তার কথায় সবাই কাজ করেছিল। তার কথার সাথে কাজের মিল আছে বলেই মানুষ তাকে এত শ্রদ্ধা করত।
(ক) বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে?
(খ) সোনার কাঠ বলতে কি বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকের মহাত্মা গান্ধীর মধ্যে ভাব ও কাজ প্রবন্ধের কোন দিকটি বিদ্যমান? ব্যাখ্যা কর।
(ঘ) তার কথার ও কাজের মধ্যে মিল আছে বলেই তাকে এত শ্রদ্ধা করত- মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ কর।
৩। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অনিক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ পড়ে আছে সিটের ওপর। ব্যাগে অনেকগুলো ডলার। কিন্তু ব্যাগে কেনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরূপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়।
(ক) ‘পড়ে পাওয়া’ কী ধরনের রচনা?
(খ) ‘ওর মতো কত লোক আসবে’বিধুর কথাটির অর্থ বুঝিয়ে লেখ?
(গ) উদ্দীপকের অনিককে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়? বুঝিয়ে লেখ।
(ঘ) কলেবরে ক্ষুদ্র হলেও অনিক চরিত্রটি ‘পড়ে পাওয়া’ গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। মূল্যাায়ন কর।
৪। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
পিয়ারী কিছুতেই শ্রীকান্তকে শ্মশানে যেতে দেবে না। তার দৃঢ় বিশ্বাস শ্বাশানে ভূত- প্রেতের বাস। শনিবারের অমাবস্যায় শ্মশানে গেলে প্রাণ নিয়ে আর ফিরে আসা যাবে না। কিন্তু শ্রীকান্তের ভীষণ জেদ। শত অনুনয় উপেক্ষা করে বন্দুক সে ভূতের সন্ধান শ্মাশানের দিকে রওনা হয়।
(ক) মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
(খ) নগেন তার মামার প্রতি মিথ্যা ভক্তি দেখাতো কেন?
(গ) উদ্দীপকের পিয়ারী চরিত্রটি কোন দিক থেকে ‘ তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের শ্রীকান্ত এবং পঠিত গল্পের পরাশর ডাক্তার একই চেতনার মানুষ- মন্তব্যটি বিশ্লেষণ কর।
খ-বিভাগ
৫। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।
নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি।
(ক) লালন শাহের জন্ম কত সালে?
(খ) ‘মানবধর্ম’ কবিতায় ‘জেতের ফাতা’ বলতে কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা আলোচনা কর।
(ঘ) “উদ্দীপকের শিক্ষাই ‘মানবধর্ম’ কবিতার মূল প্রতিপাদ্য বিষয়।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সম্প্রতি প্রলয়কারি বন্যায় সুনামগঞ্জের আশ্রয় অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সকলেই ঘরবাড়ি, ফসল, মাছ,হাঁস মুরগি গরু-ছাগল, হারিয়ে নিঃস্বপ্রায়। এমনই একজন হলেন গ্রামের মজনু মিয়া। মজনু মিয়ার দুঃসময়ে তার প্রতিবেশী আকতার হোসেন মজনুর মিয়ার পরিবারকে আশ্রয় দিলেন। আরও নানাভাবে সাহায্য করল তাকে।
(ক) দুই বিঘা জমি কোন ধরনের কবিতা?
(খ) স্নেহের যে দানে বহু সম্মানে কারো টেকানু মাথা ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের আকতার হোসেন ও দুই বিঘা জমি কবিতার বাবু চরিত্রের পার্থক্য বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকের মজনু মিয়া দুই বিঘা জমির উপেনের সার্থক প্রতিনিধি কি না? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অনন্ত অসীম প্রেমময় তুমি
বিচার দিনের স্বামী
যত গুণগান হে চিরমহান
তোমরই অন্তর্যামী।
(ক) কবি প্রভুকে হৃদয়ে কী দিতে বলেছেন?
(খ) না জানি ভকতি, নাহি জানি স্তুতি- কেন বলা হয়েছে?
(গ) উদ্দীপক ও প্রার্থনা কবিতার সাদৃশ্যসূত্র চিহ্নিত কর।
(ঘ) সৃষ্ঠা অনন্ত অসীম ও প্রেমময়- উদ্দীপক ও প্রার্থনা কবিতার আলোকে তোমার মতামত দাও।
৮। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
দৃষ্টি প্রতিবন্ধি ঋতুর গানের গলা ভালো। সে একটি টিভি চ্যানেলের সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে প্রতিবেশিরা হাসাহাসি করে, ঋতুর মাকে কটাক্ষ করে কথা বলে। এতে ঋতু ভীতু হয় এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে না।
(ক) শুভ্র নিদ্রা কোথায় মিশে যায়?
(খ) আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন?
(গ) উদ্দীপকে ঋতুর মাঝে পাছে লোকে কিছু বলে কবিতায় কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর।
(ঘ) ঋতু কীভাবে ইচ্ছা পূরণ করতে পারে? পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে যৌক্তিক পরামর্শ দাও।
গ-বিভাগ
৯। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রহিম মিয়া শিক্ষকতার পাশাপাশি কাপড়ের ব্যবসা শুরু করে। ব্যবসার পুরো দায়িত্ব তিনি তার কর্মচারীর উপর ন্যস্ত করেন। কিন্তু কর্মচারী তার দোকান থেকে মুল্যবান কিছু কাপড় ও অর্থকড়ি গোপনে সরিয়ে রাখে। পরবর্তীতে রহিম মিয়া বিষয়টি জানতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি এসবের কিছুই জানি না।
(ক) বালকেরা ভাঙা কলসিতে কি দিয়ে পূর্ণ করেছিল?
(খ) আলি কলটিসি জলপাই দিয়ে পূর্ণ করেছিল কেন?
(গ) উদ্দীপকের কর্মচারীর সঙ্গে কিশোর কাজি গল্পের কোন চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকটিতে কিশোর কাজি গল্পের গুরুত্বপূর্ণ দিকটি অনুপত্থিত বিশ্লেষণ কর।
১০। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
হতদরিদ্র পরিবারের সন্তান আলী। সাত ভাই বোন দের মধ্যে সপ্তম সন্তান ছিলেন। তার জন্মে হতাশ হয় তার বাবা-মা। আরও একটি মুখের খাবার কি করে জোটাবে এই চিন্তায় তাদের চোখে ঘুম নেই। অন্যদিকে সিরাজ উদ্দীনের ছোট ও স্বচ্ছল পরিবারে অমির জন্ম। এতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের সীমা থাকে না।
(ক) রাজকুমার ও ভিখারীর ছেলে গল্পের লেখক কে?
(খ) টমের কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে প্রতিফলিত সমস্যা পাঠ্য গল্পের আলোকে তুলে ধর।
(ঘ) রাজকুমার ও ভিটারির ছেলে গল্পের প্রেক্ষিতে উদ্ধৃতির অংশটুকুর যৌক্তিকতা নিরূপণ কর।
১১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
শীতের ছুটিতে রহহমান বন্ধুদের সাথে গ্রামে বেড়াগে গেল। একদিন সবাই মিলে পাশের বনে ঢুকল পাখি দেখার জন্য। শহরের ছেলে রহমান বড় বড় গাছে ঢাকা অন্ধকার বনে পথ হারিয়ে ফেললো। প্রথমে ভয় পেলেও পরে মনে সাহস সঞ্চার কলল এবং কর্কশ শব্দ সহ্য করেও রাতে গাছের ডালে বসে থাকলো। পরের দিন পথ বের করার জন্য চিহ্ন ধরে ধরে এগিয়ে গেল। মনের জোর ও বুদ্ধিবলে দুদিন পর সে ঠিক গ্রামে ফিরে এলো।
(ক) ফ্রাইডে কে?
(খ) অজানা দ্বীপে কিভাবে রবিনসন পোশাক পেল?
(গ) উদ্দীপকটি কোন দিক থেকে রবিনসন ক্রুশো গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা কর।
(ঘ) রহমান যেন রবিনসন ক্রুশোর প্রতিচ্ছবি উক্তিটি বিশ্লেষণ কর।
1 Comments
পথম,দুই টি,অধ্যায়,পশন
ReplyDelete