Ticker

6/recent/ticker-posts

Ad Code

কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয়?

কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয়?

 

কোন ভুলগুলো জীবনকে ধ্বংস করে দেয়

গোপন পাপ মানুষের ইহকাল এবং পরকাল উভয়ই ধ্বংস করে দেয়।

গোপন গুনাহ হলো, যে ব্যক্তি প্রকাশ্যে নেক আমল করে, সৎ কাজ করে এবং আল্লাহর সব বিধিবিধান মেনে চলে, কিন্তু গোপনে মানুষের আড়ালে গুনাহে লিপ্ত থাকে।

এমন ধরনের গুনাহ খুবই ভয়াবহ। গোপনে গুনাহগার ব্যক্তি মূলত জেনে-বুঝেই গুনাহে লিপ্ত হয়। আর কেউ যখন জেনে-বুঝে গুনাহে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে তাকওয়া তথা আল্লাহর ভয় বিদায় নেয়। ফলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। মোনাজাতে চোখের পানি আসে না। একপর্যায়ে কোনো আমলেই আর মন বসে না। ইবাদত করতে ভালো লাগে না। কোরআন তেলাওয়াত মধুর লাগে না। এভাবে ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগুতে থাকে। সে বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না। তারপরে ঘটে একটা মানবজীবনের নিদারুণ অপচয়

 

মহান আল্লাহ ইরশাদ করেন, বলে দাও, নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা আর পাপ এবং অসংগত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহর শরিক করা- যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি। আর আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা তোমরা জানো না। (সুরা : আরাফ, আয়াত : ৩৩)

 

> পর্নোগ্রাফিতে আসক্তি, তারপর হস্তমৈথুন, যদি আপনি এইগুলো থেকে বের হয়ে না আসতে পারেন, এর ভয়ানক পরিনতি আপনাকে ভোগ করতে হবে।

> সিগারেট ১ টান দিলে কিছু হয় না, বন্ধুর এই বানী টা শোনার পর ১ টান দেওয়া। যেটি বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক লেভেলের আসক্তিতে রূপ নেয়।

> আপনি যেটা করবেন, সেটা আপনার জন্য ভাল হোক আর খারাপ হোক, বারবার করলে, আপনার ব্রেন, আপনি যা করবেন সেইটার প্রতি আপনাকে addicted করে ফেলবে।

> নিজের সাথে অন্যের তুলনা করা। যেটি চরম ভাবে নিজের আত্মসম্মান কমিয়ে দেয়৷

> নিজেকে ভাল না বেসে, অন্যের জন্য মন উজাড় করে দেওয়া।

> যে সময় নিজের ক্যারিয়ারের প্রতি মনোযোগ দেওয়া উচিত, সেই সময় অন্যকিছুতে আকৃষ্ট হওয়া।

> সময়ের কাজ, সময়ে না করে, পরে আফসোস করা। যেমনঃ পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর, আর একটা দিন সময় পেলে নিশ্চিত A+ পাইতাম এটা বলা।


লাইফে আমরা অনেক Academic পরীক্ষা দিয়ে থাকি। বেশিরভাগ পরীক্ষা গুলো ৩ ঘন্টার হয়ে থাকে। সময় শেষ হলে, স্যার আমাদের খাতা নিয়ে যান। তখন, যদি আমি, আপনি বলি, স্যার একটা ভুল উত্তর লিখে ফেলেছি, ২ মিনিট অতিরিক্ত সময় দেন। নিশ্চয়ই পাব না আমরা।


সৃষ্টিকর্তা আমাদের ভুল গুলো শোধরানোর জন্য, অনেক সময় দিয়েছেন, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। কিন্তু কেউ যদি এই সময়ের ভিতর, তার ভুল গুলো থেকে বের না হয়ে আসে, পরে যখন তাহার সম্মুখীন হবেন। নিশ্চয়ই বলতে পারবেন না। আর একটু সময় দিন!!


আপনার সারা জীবনের কাজ অনুযায়ী রেজাল্ট শিট আগেই তৈরি হয়ে যাবে, তখন আর সংশোধনের সুযোগ থাকবে না।


সৃষ্টিকর্তা অনেক দয়ালু, অসীম ক্ষমতার অধিকারী। তিনি চাইলে অনেক কিছু ক্ষমা করে দিতে পারেন।কিন্তু ভাই/বোন সব কিছুর একটা Limit আছে তো, ওটা Cross করলে ধ্বংস অনিবার্য।


এই ভুল গুলো আমাদের জীবনকে শেষ করে দেয়। দয়া করে এই ভুল গুলো থেকে দূরে থাকুন।

Post a Comment

0 Comments