Ticker

6/recent/ticker-posts

Ad Code

ইসলামী জীবন-যাপনে গুরুত্বপূর্ণ কিছু কথা

ইসলামী জীবন-যাপনে গুরুত্বপূর্ণ কিছু কথা

ইসলামী জীবন-যাপনে গুরুত্বপূর্ণ কিছু কথা

আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ মানব-সত্তায় বহুবিধ চাহিদা জুড়ে দিয়েছেন। আবার, এই আল্লাহই মানুষের চাহিদা পূরণের জন্য যা যা প্রয়োজন সবই সৃষ্টি করেছেন। তদুপরি আল্লাহ মানুষকে তার চাহিদা পূরণে সম্পদ আহরণ, সম্পদ রূপান্তরিতকরণ এবং সম্পদ ভোগ-ব্যবহারের জন্য জ্ঞান-বুদ্ধি ও কর্ম-ক্ষমতা দান করেছেন। এই জ্ঞান-বুদ্ধি ও কর্ম-ক্ষমতা প্রয়োগ করেই মানুষ আল্লাহর অসংখ্য সৃষ্টির ওপর কর্তৃত্ব করে থাকে। মানুষের কোন কোন চাহিদা আপনা-আপনিই পূরণ হয়। কোন কোন চাহিদা মানুষ একক প্রচেষ্টায় পূরণ করতে পারে। কোন কোন চাহিদা পূরণের জন্য মানুষকে অপরাপর মানুষের সহযোগিতা নিতে হয়। প্রকৃতপক্ষে মানুষের নানাবিধ চাহিদা পূরণের জন্যই পরিবার, বিভিন্ন সামাজিক সংস্থা, আর্থিক সংস্থা এবং রাষ্ট্র-সংগঠন গড়ে ওঠে।

-

মানুষের বেঁচে থাকার জন্য চাই বায়ু। পৃথিবীর চারদিকে একটি পুরো বায়ুমণ্ডল জুড়ে দিয়ে আল্লাহ মানুষের এই চাহিদা পূরণ করেছেন।এই চাহিদা আপনা-আপনি পূরণ হয়। শ্বাসযন্ত্রের মাধ্যমে বায়ু অটোমেটিক মানুষের ফুসফুসে যাতায়াত করে। বায়ুর চাহিদা মেটাবার জন্য মানুষকে কষ্ট করতে হয় না। চেষ্টা চালাতে হয় না। শীতের দিনে শীত তাড়াবার জন্য তাপের প্রয়োজন। তাপ লাভের অন্যতম উপায় রোদ পোহানো। কেউ শীত তাড়াতে চাইলে রোদে গিয়ে দাঁড়ালে শীত দূর হয়। এইভাবে তাপ লাভের জন্য তাকে কারো সহযোগিতা নিতে হয় না। অর্থাৎ সে একাই তার এ চাহিদা পূরণ করতে পারে।


এমন সুস্থ আপনি সর্বদা নাও থাকতে পারেন!

এমন ফুরফুরে মেজাজ সব সময় নাও থাকতে পারে।

এমন শারিরিক জোশ সর্বদা আপনার নাও থাকতে পারে।

এমন ক্ষমতা আপনার কাছে সর্বদা নাও থাকতে পারে কিংবা থাকলোই।

এমন স্বচ্ছলতা আপনার নাও থাকতে পারে কিংবা থাকলোই।

কোন একটা সময় আইমিন যে কোন মূহুর্তে আপনাকে থামতে হবে, হবে, হবেই।

কেনোনা আল্লাহ তায়ালার পূর্ব নির্ধারিত ঘোষণা যেটা আপনি মানেন আর না মানেন, মনে রাখেন আর না রাখেন সেটা হলোঃ

- কুল্লু নাফসিন জাইকাতুল মাউত (প্রত্যেক ব্যাক্তিকে মূত্যুর স্বাদ গ্রহন করতে হবে)

- In the Quran, God promises, “Every soul will taste death.

-

তাই আমাদের থামা উচিৎ, চিন্তা করা উচিৎ এবং বিষয়টা নিয়ে আসলেই চিন্তা করা উচিৎ। আপনি আকাশ থেকে পৃথিবীতে বৃষ্টির ফোটার সাথে পড়েননি কিংবা নদীর জলে কচুরীপানার সাথেও ভেসে আসেন নি। এই দুনিয়াতে আপনার আমার আগমণ ঘটেছে আমাদেরই পূর্ব পুরুষদের মাধ্যমে, যাদের পূর্বের আর কেউ নেই সবাই ফিরে গেছে তাদের গন্তব্যে, যে গন্ত্যবে আমাদেরকেও ফিরতে হবে যে কোন মূহুর্তে।

- মানুষ হয়ে মানুষের ক্ষতি করা বন্ধ করি।

- মানুষের নামে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অপবাদ দেয়া বন্ধ করি।

- মানুষ সৃষ্টির সেরা জীব, এই কথাটি মনে-প্রাণে বিশ্বাস ও সেভাবে চলার চেষ্টা করি।


দুনিয়ার মাত্র কয়েকটা দিন দেখতে দেখতে চলে যাবে, হয়তো সাময়িক কষ্ট দিবেন, ভোগাবেন, প্রতিবন্ধকতা তৈরী করবেন, ক্ষমতা দেখাবেন এই তো?? 

আমি তাকদীরে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আল্লাহ তায়ালার তরফ হতে যে ফায়সালা আসে সেটা হাসি মুখে মেনে নিব, আল্লাহ তায়ালা যেনো ধৈর্য্য ধারণ করার তৌফিক দেন। তার দেখানো পথে যেনো পরিচালিত করেন প্রত্যাশা শুধু এতটুকু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ