৫টি লাভজনক ব্যবসার আইডিয়া
আমরা সবাই লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজে থাকি। কম পুঁজির ভালোমানের ব্যবসা এবং লাভের পরিমাণ যেমন বেশি তেমনি মূলধনের পরিমাণে বেশি হতে হয়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গুলো সাধারণত স্থায়ীভাবে অনেক বছর করা যায়।
-
আপনি যদি সঠিকভাবে ব্যবসা শুরু করতে পারেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা করে অনেক লাভবান হতে পারেন। আজকের এই লেখায় আমরা এরকম লাভজনক ৫টি ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করব। যেগুলো আপনি স্বল্প মূলধন দিয়ে শুরু করে অধিক লাভবান হতে পারবেন।
কয়েকটিলাভজনক কৃষি ব্যবসার আইডিয়া
মাঝারি লাভজনক ব্যবসা শুরু করার পূর্বে যা করতে হয়ঃ
> যেহেতু এটা মাঝারি ধরণের ব্যবসা তাই, মোটামুটি ভালো মূলধন নিয়ে শুরু করতে হবে।
> খুব আগ্রহ থাকতে হবে।
> যে বিষয় বা পণ্য নিয়ে ব্যবসা শুরু করবেন, সে বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞ হবে হবে।
> লাইসেন্স এবং সরকারী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র করে নিতে হবে।
এবার জেনে নেয়া যাক ৫টি ব্যবসার আইডিয়া
১। ক্যাটারিং ব্যবসার আইডিয়াঃ
ক্যাটারিং ব্যবসা অনেক পুরাতন একটি ব্যবসার আইডিয়া। কিন্তু, আপনি চাইলে এই ব্যবসাটিকে এখানকার সময় অনুযায়ী করতে পারেন। খাবারের চাহিদা আমাদের প্রতিদিনই থাকে। আর ক্যাটারিং ভিত্তিক খাবারের চাহিদা সব সময়ই থাকে। ক্যাটারিং ভিত্তিক ব্যবসা করে অনেক বেশি লাভবান হতে হলে, আপনাকে তিনটি পদ্ধতি অনুসরণ করতে হবে।
যথাঃ
> কমিউনিটি সেন্টারগুলোর সাথে চুক্তি করে নেয়া। যাতে বিয়ে কিংবা অন্যান্য অনুষ্ঠানে খাবারের দায়িত্বটা আপনি পালন করতে পারেন।
> বিভিন্ন অফিসে প্রতিদিনের খাবার সরবারহ করতে পারেন।
> অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারেন।
এতে করে আপনি গতানুগতিক ক্যাটারিং সার্ভিস থেকেও অনেক বেশি লাভ করতে পারবেন।
২। হাসপাতালে পণ্য সরবারহ ব্যবসাঃ
হাসপাতালগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রাংশ প্রয়োজন হয়। এর মধ্যে অনেক যন্ত্রাংশ আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। আপনি চাইলে হাসপাতালগুলোতে যন্ত্রপাতি সরবরাহের অনেক লাভজনক ব্যবসাটি করতে পারেন।
আই সি ইউ স্থাপনের বিভিন্ন যন্ত্রাংশ, যেমন- সার্জিকাল মাস্ক, গ্লোবস তথা হাসপাতালে যেসব পণ্য বা যন্ত্রের প্রয়োজন তা সরবারহ করতে পারেন।
-
৩। প্রাচীন শিল্পকর্ম ও পুরাতন জিনিসের ব্যবসাঃ
বর্তমান শহরে জীবনে শিল্পকর্ম এবং পুরাতন জিনিসের চাহিদা ব্যাপক পরিমাণ। আপনি চাইলে প্রাচীন শিল্পকর্ম এবং পুরাতন জিনিসপত্র নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে শুধু পণ্য সোর্সিং সম্পর্কে জানতে হবে। অর্থাৎ, আপনি কোন জায়গা থেকে পুরাতন বা প্রাচীন শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন। এই ব্যবসাটি আপনি অনলাইন এবং শোরুম খুলে শুরু করতে পারেন।
৪। সোলার প্যানেল সার্ভিস ব্যবসাঃ
সোলার প্যানেল ব্যবসার আইডিয়া মাঝারি আকারের ব্যবসা হলেও এর থেকে লাভের পরিমাণ অনেক বেশি হয়। সোলার প্যানেলের চাহিদা শুধুমাত্র গ্রামে কিংবা যেখানে বিদ্যুৎ নেই সেসব অঞ্চলে নয়। আপনি যদি সঠিকভাবে গবেষণা করতে পারেন তাহলে বুঝবেন এর চাহিদা গ্রাম, শহর, এমনকি শিল্পকারখানাতেও আছে।
সোলার প্যানেল ব্যবসা শুরু করে আপনি তিনটি উপায়ে লাভবান হতে পারবেন।
যথাঃ
> সোলার প্যানেল ইন্সটল করা।
> সোলার প্যানেলের বিভিন্ন পণ্য বিক্রি করা।
> সোলার প্যানেল মেইনন্টেন ও পরামর্শ প্রদান করা।
৫। গিফট আইটেমের ব্যবসার আইডিয়াঃ
অনলাইনের এই যুগে গিফ্ট আইটেমের চাহিদা একটুও কমেনি বরং উপহার (গিফট) আইটেমের চাহিদা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি যদি একটু আলাদা পদ্ধতিতে ব্যবসা শুরু করতে পারেন তাহলে এই ব্যবসা থেকেও আপনি ভালো লাভবান হতে পারেন।
এই ব্যবসা করে লাভবান হওয়ার জন্য যেসব কৌশল অবলম্বন করতে হবেঃ
> গিফট আইটেমের বিভিন্ন প্যাকেজ তৈরি। যেমন, ছেলেদের জন্য এক ধরনের গিফট প্যাকেজ, মেয়েদের জন্য আলাদা এক ধরনের গিফট প্যাকেজ, আবার বর-কনের জন্য আলাদা এক ধরনের গিফট প্যাকেজ, ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে গিফট প্যাকেজ, বাচ্চাদের কেন্দ্র করে গিফট প্যাকেজ ইত্যাদি।
> অনলাইনে উপহার (গিফট) প্যাকেট ডেলিভারি করার সুযোগ রাখা।
> সাধারণত বিভিন্ন দিবস কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কর্পোরেট কোম্পানিগুলো তাদের কর্মীদের বিভিন্ন উপহার (গিফট) সরবরাহ করে থাকে। সেক্ষেত্রে আপনি সেসব কর্পোরেট কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ হতে পারেন।
> ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে মার্কেটিং এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দিতে হবে।
0 Comments