Ticker

6/recent/ticker-posts

Ad Code

Pundro University Job Circular-পুন্ড্র ইউনিভার্সিটিতে নিয়োগ

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি


Pundro University Job Circular-পুন্ড্র ইউনিভার্সিটিতে নিয়োগ

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন বিষয়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে-

 

 

পদের নাম সহ বিস্তারিত:

 

পদের নাম

:

সহকারী অধ্যাপক (গণিত)

পদের সংখ্যা

:

০১ টি

শিক্ষাগত যোগ্যতা

:

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে। তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/ শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে।

অভিজ্ঞতা

:

এ ক্ষেত্রে শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।

 

 

পদের নাম

:

সহকারী অধ্যাপক (ব্যবসায় প্রশাসন- এইচআরএম)

পদের সংখ্যা

:

০২ টি

শিক্ষাগত যোগ্যতা

:

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে। তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/ শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে।

অভিজ্ঞতা

:

এ ক্ষেত্রে শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।

 

 

পদের নাম

:

সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ)

পদের সংখ্যা

:

০১ টি

শিক্ষাগত যোগ্যতা

:

সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে। তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/ শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে।

অভিজ্ঞতা

:

এ ক্ষেত্রে শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে।

 

বিঃদ্রঃ

১। এ গ্রেড = ১ম বিভাগ এসএসসি ও এইচএসসি-র ক্ষেত্রে জিপিএ- ৫.০০ এর মধ্যে ৪.০০; অনার্স ও মাষ্টার্স এর ক্ষেত্রে সিজিপিএ- ৪.০০ এর মধ্যে ৩.৫০ বোঝাবে।

২। শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণী/ সি-গ্রেড এবং পাশকোর্স গ্রহণযোগ্য হবে না।

৩। এম.ফিল/পিএইচডি ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।

 

নির্দেশনা:

আগ্রহী প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অনুকূলে ডাচ-বাংলা ব্যাংক লিঃ, বগুড়া শাখা বরাবর ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্টস এর সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, জন্ম সনদ/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিকত্ব সনদ সংযুক্ত করে আগামী ১৭/০৩/২০২১ তারিখের মধ্যে ডাক যোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 

রেজিস্ট্রার,

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রংপুর রোড, গোকুল, বগুড়া।

 

 

Post a Comment

0 Comments