পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বিভিন্ন বিষয়ে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশী
নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে-
পদের নাম সহ বিস্তারিত:
পদের নাম |
: |
সহকারী অধ্যাপক (গণিত) |
পদের
সংখ্যা |
: |
০১ টি |
শিক্ষাগত
যোগ্যতা |
: |
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান
ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে।
তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/
শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে। |
অভিজ্ঞতা |
: |
এ ক্ষেত্রে
শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে। |
পদের নাম |
: |
সহকারী অধ্যাপক (ব্যবসায় প্রশাসন- এইচআরএম) |
পদের
সংখ্যা |
: |
০২ টি |
শিক্ষাগত
যোগ্যতা |
: |
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান
ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে।
তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/
শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে। |
অভিজ্ঞতা |
: |
এ ক্ষেত্রে
শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে। |
পদের নাম |
: |
সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ) |
পদের
সংখ্যা |
: |
০১ টি |
শিক্ষাগত
যোগ্যতা |
: |
সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি/সমমান
ডিগ্রীসহ শিক্ষা জীবনে কমপক্ষে দুটি ১ম শ্রেণী/বিভাগ/ এ গ্রেড থাকতে হবে।
তন্মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর যে কোন একটিতে ১ম বিভাগ/
শ্রেণী/ এ গ্রেড থাকতে হবে। |
অভিজ্ঞতা |
: |
এ ক্ষেত্রে
শিক্ষকতা/ গবেষণা কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ নুন্যপক্ষে ১টি প্রকাশনা থাকতে হবে। |
বিঃদ্রঃ
১। এ গ্রেড
= ১ম বিভাগ এসএসসি ও এইচএসসি-র ক্ষেত্রে জিপিএ- ৫.০০ এর মধ্যে ৪.০০; অনার্স ও মাষ্টার্স
এর ক্ষেত্রে সিজিপিএ- ৪.০০ এর মধ্যে ৩.৫০ বোঝাবে।
২। শিক্ষাগত
যোগ্যতার কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণী/ সি-গ্রেড এবং পাশকোর্স গ্রহণযোগ্য হবে না।
৩। এম.ফিল/পিএইচডি
ডিগ্রীধারী প্রার্থী অগ্রাধিকার পাবেন।
নির্দেশনা:
আগ্রহী প্রার্থীগণকে
আবেদন পত্রের সাথে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর অনুকূলে ডাচ-বাংলা
ব্যাংক লিঃ, বগুড়া শাখা বরাবর ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যমানের পে-অর্ডার/ ব্যাংক ড্রাফটসহ
সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ট্রান্সক্রিপ্টস
এর সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ, জন্ম সনদ/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নাগরিকত্ব
সনদ সংযুক্ত করে আগামী ১৭/০৩/২০২১ তারিখের মধ্যে ডাক যোগে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। কর্মরত প্রার্থীকে
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
0 Comments