Ticker

6/recent/ticker-posts

Ad Code

cheque book lost- চেক বই হারানোর জিডি ফরমেট

 

cheque lost GD

বরাবর, 

অফিসার ইনচার্জ

বগুড়া সদর থানা,

বগুড়া।


বিষয়ঃ সাধারণ ডায়েরী প্রসঙ্গে।


জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ..................................................., পিতা- মোঃ ......................................., ঠিকানা- গ্রামঃ ..............., ডাকঘরঃ ................, থানাঃ ..............., জেলাঃ .............। আমার নামে অগ্রণী ব্যাংক লিমিটেড, বগুড়া শাখায় একটি সেভিংস একাউন্ট আছে, যার নং- ০২০০০০৮৮৬৫৭৬২। উক্ত হিসাবের একখানা এম.আই.সি.আর. চেক বই-এর ২টি পাতা আমার নিকট থেকে গত ১৪-১২-২০১৯ইং তারিখে, আনুমানিক দুপুর ২ টায় বগুড়ার বিসিক এলাকায় হারিয়ে যায়, যাহার নং- ৪১৭৩১৮২, ৪১৭৩১৮৪ এবং ৩টি ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প হারিয়ে যায়, যার নং- কষ৩৬৯৫৩৭১, কষ৩৬৯৫৩৭২, কষ৩৬৯৫৩৭৩। অনেক খোঁজা-খুজির পরও  উক্ত চেক বই ও ষ্ট্যাম্প পাওয়া যায়নি।


বিষয়টি আপনার থানায় সাধারণ ডায়েরীভূক্ত করার জন্য বিনীত অনুরোধ করছি।




নিবেদক



(মোঃ ..............................)

পিতা- মোঃ ........................ 

ঠিকানা- ................................

মোবাঃ ...............................

 

পিডিএফ ফাইল ডাউনলোড করুন

ওয়ার্ড ফাইল ডাউনলোড করুন


Post a Comment

0 Comments