Ticker

6/recent/ticker-posts

Ad Code

সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্ন পত্র - সৃজনশীল

বার্ষিক পরীক্ষা-২০২০ইং

সপ্তম শ্রেণী

বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল)



১। নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

যমুনা পাড়ের বাসিন্দা তাজিম নদী ভাঙ্গনের শিকার হয়ে ঘর বাড়ি, ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাজিমের মতে আরও অনেক পরিবার রয়েছে যারা দূর্যোগের স্বীকার হয়ে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে আসতে পারে না।

(ক) বাংলাদেশ কী ধরনের দেশ?

(খ) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ২টি পার্থক্য লেখ।

(গ) তাজিম যে দূর্যোগের শিকার তা বাংলাদেশের অব কাঠামো গুলো কীভাবে ক্ষতিগ্রস্থ করছে? ব্যাখ্যা কর।

(ঘ) তাজিমদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে কী ধরনের দীর্ঘ মেয়াদি কর্মসূচি গ্রহণ করা দরকার তা আলোচনা কর।


২। রহিমের সংসারে ছেলেমেয়ে সহ ৮ জন সদস্য। কিন্তু সেই তুলনায় তার সংসারে আয় কম, ব্যয় বেশী। তাই তার পক্ষে সংসার চালানো খুব কষ্টসাধ্য। ফলে তার পরিবারের জীবন যাত্রার মান নি। এ জন্য পরিবারের সবাই বিভিন্ন রকমের অসুখ বিসুখে ভ‚গছে।

(ক) শিক্ষা মানুষকে কী করে?

(খ) জনসংখ্যা বৃদ্ধির কারণে সৃষ্ঠ একটি সমস্যা ব্যাখ্যা কর।

(গ) জনসংখ্যা বৃদ্ধির ফলে রহিমের পরিবারের যে সমস্যা সৃষ্টি হয়েছে তা ব্যাখ্যা কর।

(ঘ) রহিমের এ সমস্যা থেকে উত্তরণের উপায় কী? তোমার মতামত দাও।

৩। কামাল চাঁদপুর থেকে কাজের সন্ধানে ঢাকা আসে। এক সময় ঢাকায় প্রতিষ্ঠিত হয়ে যায়। এখানে নিজস্ব বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করে। অন্য দিকে, তার ছোট ভাই নিরব ১০ বছর যাবৎ সৌদি আরবে অবস্থান করছে।

(ক) আন্তঃস্থানান্তর কাকে বলে?

(খ) অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কী বোঝায়?

(গ) কামালের ঢাকায় অবস্থান কোন ধরনের স্থানান্তরের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

(ঘ) কামাল ও ছোট বাই নিরবের স্থানান্তর জনসংখ্যা বৃদ্ধি হ্রাসে কী ধরনের ভ‚মিকা রাখে? বিশ্লেষণ কর।


৪। স্বামী এবং তিন সন্তান নিয়ে হাফিজার সংসার। স্বামীর একক আয়ে তার সংসার চলে না। সংসারের অভাব পূরণে হাফিজা নির্মাণ শ্রমিকের কাজ নেয়। সপ্তাহ শেষে মজুরি গ্রহণের সময় মালিক তাকে দৈনিক ১০০ টাকা হারে মজুরি দেয়। অথচ একই কাজের জন্য পুরুষ শ্রমিককে ১৫০ টাকা হারে দৈনিক মজুরি দেয়। সে এর প্রতিবাদ করলে মালিক তাকে কাজে আসতে নিষেধ করে।

(ক) বেগম রোকেয়া নারী ও পুরুষকে কিসের সঙ্গে তুলনা করেছেন।

(খ) সংসার জীবনে নারীর প্রধান ভ‚মিকা বর্ণনা কর।

(গ) হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন? ব্যাখ্যা কর।

(ঘ) হাফিজার মতো নারীদের অধিকার আদায়ে করণীয় বিষয়ে মতামত দাও।

৫। আয়েশা খাতুন ৮৫ বছরের বৃদ্ধা। খুব কম বয়সে বিয়ের কারণে লেখাপড়া তেমন করতে পারেননি। তার মতে তখনকার সমাজের নারীর তেমন কোনো অধিকার ছিল না। এখন তিনি দেখেন যে, আজ সব মেয়েরাই লেখাপড়া করছে। মেয়েরা সংসার দেখার পাশাপাশি চাকুরিও করছে। তিনি ভাবেন, তাদের সময় যদি নারীর অধিকার বা স্বাধীনতা থাকত তাহলে তিনিও লেখাপড়া করতে পারতেন, শিক্ষিত হতে পারতেন।

(ক) সন্তান লালন-পালনের প্রধান দায়িত্ব কারা পালন করেন।

(খ) পরিবারে নারীকে ব্যক্তি হিসাবে নয়, যোগ্য হিসাবে মূল্য ও স্বীকৃতি দিতে হবে কেন? ব্যাখ্যা কর।

(গ) উদ্দীপকের আয়েশা খাতুনের ভাবনায় বাংলাদেশের বর্তমানে নারী অধিকারের ধারণা ব্যাখ্যা কর।

(ঘ) “আয়েশা খাতুন মনে করেন, বাংলাদেশের নারীর অবস্থান আগের তুলনায় বর্তমানে অনেক ভালো হয়েছে।” তুমি কি একমত? উদ্দীপকের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের নারীর অবস্থান বিশ্লেষণ কর।

৬। নুরুল ইসলামের বয়স ৬৫ বছর। বয়সের ভারে নুরুল ইসলাম একজন পূর্ণবৃদ্ধ। তার চেলে সুজন আর মেয়ে একজন। বিয়ে দেওয়ার পর মেয়ে স্বামীর সংসারে আসে। ছেলেরা তাকে যথেষ্ট সেবাযত করেন। েেয় স্বামীর বাড়ি থেকে এসেই পিতার সেবাযত ব্যস্ত হয়ে পড়েন। আর ছেলেরা বাবার স্বাস্থসেবা, খাদ্য, পানীয়, পোশাক পরিচ্ছদ সবই দিয়ে থাকেন। বাবা ও ছেলেমেয়েদের বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে সহায়তা করেন।

(ক) আমাদের দেশে সাধারণত কখন মানুষকে প্রবীণ বলে গণ্য করা হয়।

(খ) কখন মানুষ প্রবীণ হয়। ব্যাখ্যা কর।

(গ) নুরুল ইসলামের কী ধরনের পরিচর্যা পাওয়ার অধিকার রয়েছে? ব্যাখ্যা কর।

(ঘ) সমাজে নুরুল ইসলামের মতো প্রবীণদের ভ‚মিকা বিশ্লেষণ কর।

৭। নাসিমা বাবা-মায়ের একমাত্র সন্তান। নাসিমার সাথে জাহিদের বিয়েতে নাসিমার বাবা-মা কিছুমূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসায় করার জন্য ৫ লক্ষ টাকা দিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হন নি; বরং তিনি তাদেরকে বুঝিয়ে বললেন যে, একজন সচেতন মানুষ হিসাবে এগুলো গ্রহণ করা কিংবা এই কু প্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। নাসিমার বাবা-মা নিজেদের ভুল বুঝতে পারলেন।

(ক) দারিদ্র্য বাংলাদেশের কোন ধরনের সমস্যা?

(খ) কন্যা সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

(গ) নাসিমার বাবা-মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।

(ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রথাটির প্রতিরোধে কী পদক্ষেপ গ্রহণ করা যায়? তোমার মতামত দাও।

৮। রাইয়ান ও রোজ দু’জনেই সপ্তম শ্রেণীর ছাত্র ও ছাত্রী। তারা উভয়েই খেলাধুলার খুব ভক্ত। তারা সম্প্রতি ‘বেইজিং অলিম্পিক গেমস’ উপলক্ষে চীন ও ‘ক্রিকেট বিশ্বকাপ’ খেলা উপলক্ষে বারত ব্রমণ করে। এক্ষেত্রে রাইয়ানের চীনে ভৌগোলিক অবস্থা খুব ভাল লাগে। রাইয়ান আর রোজ ভারতের প্রাচীন সভ্যতা ও সমৃদ্ধি সম্পর্কে জেনে অবাক হয়।

(ক) চীনের জনগণের মাথা পিছু আয় কত?

(খ) ভারতকে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হয় কেন?

(গ) উদ্দীপকে রোজ ভারতের যে বিষয় সম্পর্কে জেনেছে, তার ব্যাখ্যা কর।

(ঘ) রাইয়ানের দেখা ভৌগোলিক অবস্থাটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।

৯। সিফাত ও রিফাত একবার রূপসী- বাংলা হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। রূপসী- বাংলা হোটেলের সামনে তারা সার্কভুক্ত দেশ সমূহের পতাকা ও ব্যানার দেখতে পেল। সিফাত বলল, আজ সার্কভ‚ক্ত দেশগুলোর সম্মেলন হচ্ছে। সিফাত আরও বলল, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য সার্কের মতো আসিয়ান ও বিসসটেক নামে এশিয়া মহাদেশ কয়েকটি সংস্থা রয়েছে।

(ক) আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(খ) সার্কভুক্ত দেশগুলোর নাম উল্লেখ কর।

(গ) উদ্দীপকের সর্বশেষ সংস্থাটির প্রযুক্তি বাণিজ্য ক্ষেত্রে কীরূপ গুরুত্ব? ব্যাখ্যা কর।

(ঘ) আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসাবে প্রথম দ্বিতীয় সংস্থার ভ‚মিকা বিশ্লেষণ কর।

Post a Comment

0 Comments