Ticker

6/recent/ticker-posts

Ad Code

একজন স্ত্রীর প্রতি স্বামীর ইসলামীক কর্তব্য

একজন স্ত্রীর প্রতি স্বামীর ইসলামীক কর্তব্য


একজন স্ত্রীর প্রতি স্বামীর ইসলামীক কর্তব্য


১। স্ত্রীর ভরণপোষণ করা

২। শারীরিক চাহিদা পূরণ

৩। স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া।

৪। স্ত্রীর পিতা-মাতাকে মর্যাদা দেওয়া।

৫। স্ত্রীকে আঘাত কিংবা মারধর না করা।

৬। ধর্মীয় বিধি-বিধান পালনে উৎসাহ দেয়া।

৭। স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা

৮। কৃতজ্ঞতা এবং প্রশংসা করা

৯। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সময় দেয়া

১০। স্ত্রীর সাথে হাঁসি মুখে কথা বলা

১১। স্ত্রীর সাথে খুনসুটি খেলা করা সুন্নত

১২। সব সময় স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা

১৩। সবসময় বাসা থেকে বের হওয়ার আগে স্ত্রীর কপালে চুমু দেওয়া, আবার বাহির থেকে এসে স্ত্রীর কপালে চুমু দেওয়া

১৪। স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করা

১৫। স্ত্রীকে সালাম দেওয়া

১৬। স্ত্রী কোনো কারণে আপনার উপর রাগ করলে তার রাগ ভাঙানো, আর একটা মেয়ের রাগ ভাঙানোর সহজ উপায় হচ্ছে তার কোমরে দুহাত দিয়ে পেছন থেকে এসে জড়িয়ে ধরা,আর সাথে সুন্দর সুন্দর কথা বলা

১৭। স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকা, জান, কুইন, জানপাখি ইত্যাদি

১৮। স্ত্রী যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া, সাথে তাকে ভালোবাসার সাথে ভুল সংশোধন করে দেওয়া

১৯। আপনি যে আপনার স্ত্রীকে ভালবাসেন তা আপনার স্ত্রীর সামনে বিভিন্ন ভাবে উপস্থাপন করা

২০। স্ত্রীকে নিয়ে প্রত্যেক মাসে সময় পেলে ঘুরতে নিয়ে যাওয়া

২১। স্ত্রী যদি খাবার এটো করে রাখে আপনি আপনার স্ত্রীর ওই এটো খাবার খাবেন, এটা যেমন সুন্নত ঠিক তেমনি আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসার প্রকাশ



husband duty towards wife, একজন স্ত্রীর প্রতি স্বামীর ইসলামীক কর্তব্য

Post a Comment

0 Comments