মৎস্য অধিদপ্তরে নিয়োগ-২০২১
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরে ‘ক্ষেত্র সহকারী’ পদে ১৩৪ জনকে নিয়োগ দেয়া হবে। এই চাকরিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থীদের আবেদন করতে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিস্তারিত দেয়া হলোঃ
পদের নাম |
: |
ক্ষেত্র সহকারী |
পদের
সংখ্যা |
: |
১৩৪টি |
গ্রেড |
: |
১৬ |
বেতন
স্কেল |
: |
৯৩০০
- ২২৪৯০ টাকা |
শিক্ষাগত
যোগ্যতা |
: |
বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ। যে কোন স্বীকৃতি প্রাপ্ত মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট হতে ৪ বছরের মৎস্য
ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। |
অভিজ্ঞতা |
: |
- |
-
আবেদন করার নিয়মঃ
আবেদনপত্র আগামী ২৫ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্য (ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প, মৎস্য অধিদপ্তর, কক্ষ নং- ৫১১, মৎস্য ভবন, ১৩, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, রমনা, ঢাকা-১০০০) ঠিকানায় পৌঁছাতে হবে।
বিস্তারিত নিচের ছবিতে দেখুনঃ
0 Comments