Ticker

6/recent/ticker-posts

Ad Code

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ-২০২১

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ - bof Job Circular

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন নিয়োগ-২০২১
 

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং সরকারী বরাদ্দকৃত বিওএফ এর আউটসোর্সিং বাজেট খাত হতে অর্থায়ন করতঃ ১২৫ জনবল (নিয়োগের তারিখ হতে ০১ বছরের জন্য) আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ করা হবে। এতদলক্ষ্যে সরকারী/আধা-সরকারী/ স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে সরকার অনুমোদিত অভিজ্ঞতাসম্পন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান/ ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে নির্ধারিত সিডিউলে সীলমোহরকৃত খামে নিম্নোক্ত শর্তাধীনে দরপত্র আহবান করা যাচ্ছেঃ


ক্যাটাগরি-১

# ড্রাইভার (হেভী) - ০২

# ইলেকট্রিশিয়ান - ০৩

# এসি মেকানিক – ০২

# জেনারেটর মেকানিক – ০২

# অন্যান্য কারিগরি কাজ সংক্রান্ত টেকনিশিয়ান – ৮৩


ক্যাটাগরি-২

# ড্রাইভার (লাইট) – ০৩

# কাঠমিস্ত্রি (কার্পেন্টার) – ০২

# রং মিস্ত্রি – ০২

# এয়ার কন্ডিশন অপারেটর – ০২

# জেনারেটর অপারেটর – ০২

# ওয়েল্ডার – ০৫


ক্যাটাগরি-৪

# গার্ডেনার (বাগান কর্মী) – ০১

# দক্ষ শ্রমিক – ০৫


ক্যাটাগরি-৫

# ক্লিনার (পরিচ্ছন্নতা কর্মী) – ০৩

# গাড়ীর হেলপার – ০৩

# অদক্ষ শ্রমিক - ০৫


শর্তাবলীঃ

 ১। আগ্রহী প্রতিষ্ঠানকে বৈধ ট্রেড লাইসেন্স, ভ্যাট ও আয়কর পরিশোধ সংক্রান্ত সনদের কপি, সমপ্রকৃতির কাজে জনবল সরবরাহের পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র, স্ব স্ব প্রতিষ্ঠানের প্যাডে সিলগালা অবস্থায় দরপত্র প্রস্তাব কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর-১৭০৩ বরাবরে দাখিল করতে হবে। দরপত্র দাখিলের ছকপত্র, সিডিউল ইত্যাদি বিওএফ-এর ক্রয় শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা অফেরতযোগ্য মূল্যে পত্রিকায় প্রকাশ হওয়ার তারিখ হতে ১৫ মে ২০২১ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (ছুটির দিন ও শুক্রবার ব্যতীত) আগ্রহী দরপত্রদাতাগণ ক্রয় করতে পারবেন। কোন প্রকার অসম্পূর্ণ দরপ্রস্তাব বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট কাগজপত্র ১ম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। দরপত্র প্রস্তাবে দরপত্রদাতা কর্তৃক তার প্রতিষ্ঠানের সার্ভিস কমিশন উল্লেখ করতে হবে।


২। সীলগালাকৃত খামের উপরে আউটসোর্সিং শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করতঃ দরপত্র আগামী ১৮ মে ২০২১ তারিখ বেলা ১২০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ সমরাস্ত্র কারখানার সমরাস্ত্র গেইটে সংরক্ষিত টেন্ডার বক্সে গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ের পরে কোন দরপত্র গ্রহণ করা হবে না এবং ২৪ মে ২০২১ তারিখ বেলা ১২৩০ ঘটিকার সময় দরপত্রদাতাদের অথবা তাদের নিযুক্ত প্রতিনিধিদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) খোলা হবে।

 

৩। চুড়ান্তভাবে নির্বাচিত প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হবে এবং নির্বাচিত প্রতিষ্ঠানকে নিজ উদ্যোগে সংগৃহিত ৩০০/- (তিনশত টাকা) মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে জনবল সরবরাহের চুক্তিপত্র সম্পন্ন করতে হবে। কোন ব্যক্তি বিশেষের সাথে অত্র সংস্থার কোন চুক্তি হবে না বা কোন নিয়োগপত্র ইস্যু করা হবে না। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদিত হবে। চুক্তির মেয়াদ হবে জনবল নিয়োগের তারিখ হতে ০১ বছর পর্যন্ত। জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান ০১ (এক) মাসের অগ্রিম নোটিশে এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ০৩ (তিন) মাসের অগ্রিম নোটিশে বাতিল করতে পারবে।

 

govt-logo

৪। দরপত্র দাখিলকারীকে দরপত্র জামানত হিসেবে ১০০০০০/- (এক লক্ষ) টাকার পে-অর্ডার কমান্ড্যান্ট, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অনুকূলে প্রদান করতে হবে (ফেরতযোগ্য)।

-

৫। দরপত্র প্রস্তাব বাছাইয়ে যে প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচিত হবে কেবলমাত্র সে প্রতিষ্ঠানের প্রার্থীদেরকে ২৬ মে ২০২১ তারিখে ক্যাটাগরি-১, ২, ৪ ও ৫ এর প্রার্থীদেরকে ইন্টারভিউ-এর জন্য বিওএফ-এর উল্লাসে উপস্থিত থাকতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত ফার্ম/প্রতিষ্ঠানকে নিধারিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীর যাবতীয় কাগজপত্র (১টি পদের বিপরীতে কমপক্ষে ৩ জন প্রার্থীর) দরপত্রের সাথে দাখিল করতে হবে। ইন্টারভিউ-এ অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

৬। আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োজিত কোন কর্মচারীর অদক্ষতা, অবহেলার কারণে অত্র সংস্থার কোন মূল্যবান জিনিস বা সম্পদের ক্ষতি হলে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানকে তার দায়ভার বহন করতে হবে।

৭। নির্বাচিত জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক প্রত্যেক প্রার্থীর জন্য (সংরক্ষিত সহ) নিম্নবর্ণিত নথি/সনদপত্রসমূহ দাখিল করতে হবেঃ

(ক) সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।

(খ) জীবন বৃত্তান্ত (নির্ধারিত ছকে)

(গ) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। (ঘ) প্রার্থীর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি করপোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

 

৮। যে সকল প্রার্থী ইন্টাভিউতে গ্রহণযোগ্য বিবেচিত হবে না, অত্র দপ্তরের পত্র প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে নির্বাচিত প্রতিষ্ঠানকে তাদের পরিবর্তে অন্য প্রার্থীর নাম ৭ নং ক্রমিকে বর্ণিত কাগজপত্রসহ পুনঃ প্রস্তাব করতে হবে।

 

৯। সরবরাহকৃত জনবলের মধ্যে কারো কাজের মান সন্তোষজনক না হলে অবহিতকরণের পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবর্তে উপযুক্ত জনবল সরবরাহ করতে হবে।

 

১০। কর্তৃপক্ষ যে কোন প্রস্তাব/দরপত্র গ্রহণ বা বাতিলের ক্ষমতা এবং পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি বা প্রার্থিতা বাতিলের এখতিয়ার সংরক্ষন করেন।

 

১১। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ০৭ দিন পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এ বিষয়ে নিম্নস্বাক্ষরকারীর দপ্তর হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যেতে পারে। তথ্য সংগ্রহণের জন্য বিওএফ-এর টেলিফোন নম্বর ৯২০৪৬১৩ বর্ধিত: ৪০১৮ টেলিফোন নম্বরে অফিস চলাকালীন সময়ে (০৭০০-১৪১০) যোগাযোগ করা যেতে পারে।

 

১২। দরপত্র/ প্রস্তাব কার্যক্রম পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এবং ২০০৮ এর শর্তাবলী অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া আউটসোর্সিং এর মাধ্যমে সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ ও আউটসোর্সিং এর বিষয়ে সময়ে সময়ে জারীকৃত আইন, বিধিমালা, নির্দেশনা ইত্যাদি অনুসারে চুক্তি পরিচালিত হবে।

 

১৩। নির্বাচিত প্রতিষ্ঠানের নিকট হতে সরকারী নিয়ম অনুযায়ী VAT, IT ও Service Charge (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তনপূর্বক এডিশনাল চীফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স, বিওএফ এর কার্যালয় কর্তৃক ইস্যুকৃত চেকের মাধ্যমে আউটসোর্সিং জনবলের মাসিক নির্ধারিত সেবামূল্য প্রদেয় হবে। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান শুধুমাত্র সার্ভিস কমিশন প্রাপ্ত হবেন।

 

১৪। এডিশনাল চীফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স, বিওএফ এর কার্যালয় কর্তৃক ইস্যুকৃত চেক প্রাপ্তি সাপেক্ষে অর্থ মন্ত্রনালয় কর্তৃক | নির্ধারিত আউটসোসিং প্রক্রিয়ায় সেবা প্রদানকারীর সেবা মূল্য সেবা প্রদানকারীর নিজ নামীয় ব্যাংক হিসাবে সেবা ক্রয়কারী কর্তৃক প্রদেয় হবে।

Application Form


Post a Comment

0 Comments