Ticker

6/recent/ticker-posts

Ad Code

অষ্টম শ্রেণি পাশে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ

 

৮ম শ্রেণি পাশে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ

 

অষ্টম শ্রেণি পাশে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়োগ

পদের নাম

:

বাবুর্চি

পদের সংখ্যা

:

০২ জন

বেতন স্কেল

:

৮২৫০ - ২০০১০/-

শিক্ষাগত যোগ্যতা

:

অষ্টম শ্রেণি পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা

:

প্রযোজ্য নয়।

 

 

 

পদের নাম

:

পরিচ্ছন্নতাকর্মী

পদের সংখ্যা

:

০১ জন

বেতন স্কেল

:

৮২৫০ - ২০০১০/-

শিক্ষাগত যোগ্যতা

:

অষ্টম শ্রেণি পাস ও শারীরিক যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা

:

সুইপার সম্প্রদায়ের প্রার্থীকে অগ্রাধিকার।

 

 

Publish Date:

12 January 2021

Online Application Start :

12 January 2021

Application End Date:

12 February 2021

Job Details:

-

 

 

নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট সাদা কাগজে স্ব-হস্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

আবেদনপত্রেঃ

(ক) প্রার্থীর নাম (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ও বর্তমান ঠিকানা (ঙ)| জাতীয়তা (চ) ধর্ম (ছ) জন্ম তারিখ (জ) বাস (ঝ) শিক্ষাগত যোগ্যতা (ঞ) অধিক অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং (ট) অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

 

আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজ-পত্রাদি সংযুক্ত করতে হবেঃ

(ক) নাগরিকত্ব সনদের মূলকপি। (খ) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/সনদপত্রের সত্যায়িত ফটোকপি (গ) সিদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি (ঘ) জন্ম নিবন্ধন সনদ (ঙ) গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র (চ) প্রার্থীকে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এর অনুকূলে ৫০/- টাকার ট্রেজারী। চালান বাংলাদেশ ব্যাংক। সোনালী ব্যাংক শাখার কোড নং-১-২২১১-০০০-২০৩১ এ পরীক্ষার ফি বাবদ জমা দিয়ে চালানের মূলকপি। দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে

 

৩ বয়সসীমা ৩১-১২-২০২০খ্রিঃ তারিখে ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানের ক্ষেত্রে ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

 

(৪) মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

 

(৫) মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রের মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

 

(৬) আবেদনপত্রে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এর বরাবরে আগামী ১২/০২/২০২১খ্রিঃ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌছাতে হবে। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পৌছাতে হবে।

 

(৭) কোটা সম্পর্কিত নিয়ম প্রচলিত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।

 

(৮) সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সু-স্পষ্ট নাম, পদবী ও সীলমোহর যুক্ত হতে হবে ।

 

(৯) আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ পূর্বক ১০/- টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ১০’’ - ’’ সাইজের একটি ফেরত খাম প্রদান করতে হবে।

 

(১০) আবেদনকারীকে কম্পিউটার হতে নিম্নোক্ত আবেদনপত্রের ছক A4 সাইজে প্রিন্ট করে ছকের খালিঘর স্ব-হস্তে পূরন করতে হবে। পুলিশ সুপার, নারায়ণগ অস্থায়ীভাবে নিয়োগ করা হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ