Syllabus for Cadet College Admission Test (Written) 2021
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য সিলেবাস (লিখিত) ২০২১
মান বণ্টন
ক্রমিক নং |
বিষয় |
নম্বর |
১। |
ইংরেজি |
১০০ |
২। |
গণিত |
১০০ |
৩। |
বাংলা |
৬০ |
৪। |
বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব
পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান |
৪০ |
|
সর্বমোট - |
৩০০ |
Subject: English
Marks: 100
1.
Sentence.
2. Parts
of Speech.
3.
Gender.
4.
Number.
5.
Punctuation and use of capital letters.
6.
Tense.
7.
Subject and Predicate.
8.
Agreement of Subject and Verb.
9. Transformation
of sentences.
10.
Correct form of verbs.
11.
Contractions.
12. Re-arrange
jumbled words to make sentences.
13.
Spelling.
14.
Phrases and Idioms.
Open Ended:
1.
Paragraph writing.
2. Story
writing from given outline.
3.
Comprehension.
4. Argumentative
Essay.
বিষয়- গণিত
নম্বর- ১০০
১।
স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
২।
অনুপাত ও শতকরা।
৩।
পুর্ণসংখ্যা।
৪।
বীজগণিতীয় রাশি।
৫।
সরল সমীকরণ।
৬।
জ্যামিতির মৌলিক ধারণা।
৭।
ব্যবহারিক জ্যামিতি।
৮।
তথ্য ও উপাত্ত।
৯।
বুদ্ধিমত্তা বিষয়ক অংক।
Subject : Mathematics
Marks : 100
1. Natural Number and Fractions.
2. Rations and Percentages.
3. Integers.
4. Algebraic Expressions.
5. Simple Equations.
6. Basic Concepts of Geometry.
7. Practical Geometry.
8. Information & Data.
9. IQ related mathematics.
বিষয়- বাংলা
নম্বর- ৬০
ব্যাকরণ:
১।
ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, বার্গ্থ।
২।
শব্দ ও পদ পরিচয়ঃ শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত
শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
৩।
লিঙ্গ।
৪।
বচন।
৫।
ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়োগ।
৬।
কারক।
৭।
বাগধারা।
৮।
এক কথায় প্রকাশ।
৯।
বিরাম চিহ্ন।
নির্মিত/রচনারীতি:
১।
ভাব-সম্প্রসারণ।
২।
অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
৩।
অনুধাবন।
৪।
সারাংশ ও সারমর্ম।
বিষয়ঃ বিজ্ঞান, বাংলাদেশ
ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান
নম্বর: ৪০
১।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
২।
বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
৩।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
৪।
বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
৫।
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
৬।
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
৭।
খেলাধুলা।
৮।
সাধারণ বিজ্ঞান।
৯।
পরিবেশ ও দৈনন্দিন জীবন।
১০।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
Subject: Science, Bangladesh and Global Studies, Information and
Communication Technology and General Knowledge
Mark: 40
1. History of Bangladesh Liberation war.
2. Geographical features of Bangladesh and the
world.
3. Bangladesh Armed Forces.
4. Current affairs and Bangladesh and the world.
5. Cadet Colleges of Bangladesh.
6. Social and Cultural affairs of Bangladesh.
7. Games and Sports.
8. General Science.
9. Environment and Practical Science.
10. Information and communication technology.
#cadet_college_admission_syllabus_2021
#syllabus_for_cadet_college_admission (written) test-2021#cadet_college_admission_circular_2021_pdf_download
0 Comments