অর্ধ-বার্ষিক পরীক্ষা
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল)
১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
হামিম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরিবারের চাহিদার কথা বিবেচনা করে তিনি নারকেল সুপারি আম কাঁঠাল, ডালিম, কলা ডুমুর ইত্যাদি চাষ করতেন। তার বড় ছেলে আজমল একসময় মিহি সুতি ও রেশমি কাপরের কারখানা দেয়। যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও জ্ঞান করা হয়।
(ক) প্রাচীনকালে বাংলাদেশের অর্থনীতি কীরূপ ছিল?
(খ) প্রাচীনকালের ব্যবসায় বাণিজ্যের ধরণ ব্যাখ্যা কর।
(গ) প্রাচীনকালে অর্থনৈতিক জীবনে আজমল সাহেবের ব্যবসায়ের প্রভাব ব্যাখ্যা কর।
(ঘ) হামিম সাহেবের উৎপাদিত কৃষিপণ্য প্রাচীনকালের নিদর্শন-যুক্তিসহ মতামত দাও।
২। নিচের চিত্র দুটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন।
রপ্তানিকৃত দ্রব্য চিংড়ি ও ব্যাঙ। আকাশ পথে আমেরিকায় তৈরী পোশাক রপ্তানি।
পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত।
চিত্র-১ চিত্র-২
(ক) কোন সম্রাট ৫০টি বৌদ্ধ বিহার নির্মাণ করে?
(খ) ‘টোল’ বলতে কি বোঝায়?
(গ) চিত্র-১ এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা কর।
(ঘ) চিত্র-২ এ উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সামঞ্জস্যপূর্ণ-মতামত দাও।
৩। নিচের ছকচিত্রটি লক্ষ কর-
(ক) পাকিস্তানী সেনাবহিনী কখন পূর্ব পাকিস্তানিদের ওপর গণহত্যা চালায়?
(খ) ইতিহাসে আমরা বীর বাঙ্গালি ও বিজয়ী জাতি হিসেবে পারিচিত কেন?
(গ) ছকে উল্লিখিথ কোন বৃহত্তর দেশগুলো মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল? ব্যাখ্যা কর।
(ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে উদ্দীপকের ‘ক’ দেশটির ভূমিকা ছিল অপরিসীম। উক্তিটি ব্যাখ্যা কর।
৪। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অহি টেলিভিশনে ভারত উপমহাদেশের সবচেয়ে পুরোনো সভ্যতাকে নিয়ে তৈরি একটি প্রামাণ্য চিত্র দেখছিল। এতে অহি জানতে পারে এ সভ্যতার একটি নগরে অনেকটা সুইমিংপুলের মতো বড় গোসলখানা আবি®কৃত হয়েছে। এছাড়া আরেকটি বড় নগরে শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া যায়।
(ক) রোমে সাম্রাজ্য বিস্তার করেছিলেন কারা?
(খ) রোমান সভ্যতা বলতে কী বোঝ?
(গ) উদ্দীপকে কোন সভ্যতার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত সভ্যতা অত্যান্ত সমৃদ্ধ ছিল- বক্তব্যটি মূল্যায়ণ কর।
৫। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অর্পিদের বাড়ি বগুড়া জেলায়। এ জেলায় উত্তরে করতোয়া নদীর তীরে প্রাচীননগর সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে সভ্যতাটি দুর্গাপ্রাচীর ও পরিখা দ্বারা সুরক্ষিত ছিল। প্রাচিনকালে এখানেই গড়ে উঠেছিল পুন্ডবর্ধনের রাজধানী পুন্ড্রনগর। অর্পি মাঝে মধ্যেই সেখানে বেড়াতে যায়।
(ক) কারা বিভিন্ন দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল?
(খ) গ্রিক সভ্যতা কি? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে কোন প্রাচীন নগর সভ্যতাকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত নগর সভ্যতাকে সমৃদ্ধসভ্যতা বলা যায় না- তুমি কি বক্তব্যটি সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বার্ষিক পরীক্ষা শেষে মেধা বাবা মায়ের সঙ্গে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছে। মেধা সেখানে দেশি-বিদেশি অনেক পর্যটক দেখতে পেল। বাবা বললেন, এই যে বিশাল জলরাশি দেখছ এটি একটি উপসাগর এবং অফুরন্ত সম্পদের ভান্ডার।
(ক) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
(খ) জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
(গ) মানচিত্র অঙ্কন করে মেধার দেখা জলরাশির অবস্থান চিহ্নিত কর।
(ঘ) মেধার বাবা উপসাগরটিকে অফুরন্ত সম্পদের ভাÐার বলেছেন কেন? ব্যাখ্যা কর।
৭। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
অর্থী ও অর্পী দুই বোন। অর্থী ছোট হলেও পড়াশুনায় নাছোর বান্দা। ফারিয়া দেয়ালের দিকে তাকিয়ে কী যেন দেখছে। অর্থী কৌত‚হলী হয়ে বলে, বরতো তুমি কী দেখেছ? অর্পী বলল, আমি মানচিত্র দেখছি। সেখানে সাগর, মাহসাগর, মাহদেশ, দ্বীপ, দ্বীপপুঞ্জ ইত্যাদি রয়েছে। এ মানচিত্র বাংলাদেশেরও অবস্থান রয়েছে।
(ক) বাংলাদেশ কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
(খ) মহাদেশ এর ব্যাখ্যা কর।
(গ) অর্পী মানচিত্রে কী কী দেখতে পারে? ব্যাখ্যা কর।
(ঘ) অর্থী মানচিত্রের মাধ্যমে কীভাবে বাংলাদেশের অবস্থান জানতে পারে বিশ্লেষণ কর।
৮। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১৯৪৭ সালে দেশ বিভাগের সময় কেতন বাবু বাংলাদেশ ছেড়ে ভাবতে গিয়ে স্থায়িভাবে বসবাস শুরু করেন। তার ছেলে সুজিত এক সন্তান নিয়ে স্থায়িভাবে আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত।
(ক) জন্মহার কী?
(খ) ভৌগলিক উপাদান ও অবস্থান কীভাবে মৃত্যু হারকে প্রভাবিত করে?
(গ) কেতন বাবুর ক্ষেত্রে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্থারকারী কোন উপাদানটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
(ঘ) সুজিতের পরিবার জনসংখ্যা পরিবর্তনে কী ধরনের ভূমিকা রাখবে? মূল্যায়ন কর।
৯। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
শহর থেকে কিছু লোক এসেছিল মৌদের গ্রামের মানুষের হিসাব নিতে। লোকগুলো প্রতিটি বাড়ি গিয়ে জানতেচায় পরেবারের কতজন মানুষ আছে, এ বছর কেউ জন্মগ্রহণ করেছে কি না, এ বছর কারও বিয়ে হয়েছে কি না, এরূপ নানা প্রশ্ন।
(ক) কোথায় যুদ্ধ বিগ্রহের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে?
(খ) দারিদ্র্য মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ- ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে শহর থেকে আসা লোকগুলোর কাজগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত কর্মকাÐকে সফল করে তোলার জন্য তাদের কি কি বিষয় জানা থাকা দরকার বলে তুমিমনে কর? মতামত দাও।
১০। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
হাসান স্যার বলেন, মানুষের জীবন বিভিন্ন ধরনের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। পরিবেশের মাধ্যমেই মানুর্ষের জীবন নিয়ন্ত্রিত হয়। তিনি উল্লেখ করেন, রাজশাহীতে রেশমি শাড়ি ডেমরার তাঁত শিল্প ও সিলেটের শীতল পাটি উপযুক্ত পরিবেশের জন্য বিকাশ লাভ করেছে।
(ক) কারা বিনিময় প্রথা আবিষ্কার করে?
(খ) কীভাবে সভ্যতার সূচনা হয়?
(গ) হাসান স্যার কোন পরিবেশের প্রতি ইঙ্গিত করেছেন? উক্ত পরিবেশের উদ্দীপকে উল্লেখিত শিল্প বিকাশে কীভাবে প্রভাব বিস্তার করে?
(ঘ) উক্ত পরিবেশ ছাড়া মানব জীবনে আর কোন পরিবেশের প্রভাব লক্ষ করা যায়? আলোচনা কর।
১১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মিফতাহুল বাবার সাথে গ্রামে বেড়াতে যায়। তার ফুফাতো বোন জুইয়ের পছন্দ সকালে পান্তাভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও ভাটিয়ালি গান শোনা। নাস্তায় মাছ-ভাত খেতে দিলে মিফতাহুলের মন খারাপ হয়। কারণ তার পছন্দ বার্গার, পরোটা মাংস। কলেজ পড়াশোনা শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে।
(ক) বস্তুগত সংস্কৃতি কী?
(খ) সংস্কৃতি স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীলÑব্যাখ্যা কর।
(গ) জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা কর।
(ঘ) মিফতাহুলের সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ করা যায়, মতামত দাও।

1 Comments
এই প্রশ্নগুলোর উত্তর চাই।
ReplyDeleteআর এই প্রশ্নগুলোর উত্তর যদি না থাকে। তবে দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর চাই।