অর্ধ-বার্ষিক পরীক্ষা
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা (সৃজনশীল)
১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সাগর কর ফাঁকি দিয়ে বিদেশী শাড়ী আমদানীর মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে বিলাসবহুল জীবনযাপন করেন। তার ছোট ভাই নাজির সরকারি অফিসে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। অবৈধভাবে অর্থ উপার্জনের অনেক পথ খোলা থাকলেও তিনি তা কখনো গ্রহণ করেন নি। তিনি মনে করেন দুনিয়ার সুখশান্তি ক্ষণস্থায়ী।
(ক) কিয়ামত শব্দের অর্থ কী?
(খ) ‘হাশর’ বলতে কী বোঝায়?
(গ) সাগরের কর্মকান্ডে কোন বিশ্বাসের অভাব রয়েছে? ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর।
(ঘ) নাজির সাহেবের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে মূল্যায়ন কর।
২। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রাশেদ ও খালেদ সহপাঠী। হেমন্তের শেষে তারা রাঙ্গামাটি ও সুন্দরবন ভ্রমণে গিয়েছিল। সেখানকার পাহাড়-পর্বতম ঝর্ণাধারা, গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যাবলি দেখে মুগ্ধ হয়ে রাশেদ বললো, কী চমৎকার মহান আল্লাহর সৃষ্টি! কিন্তু খালেদ দ্বিমত পোষণ করে বললো, এসব কিছু প্রকৃতির সৃষ্টি। এসবের মাঝে সৃষ্টিকর্তার অবদান আছে বলে আমি বিশ্বাস করি না।
(ক) কোন নবি অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হয়েছিল?
(খ) তাওহিদে বিশ্বাস প্রয়োজন কেন?
(গ) রাশেদের মন্তব্যে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) খালেদের মতামতের পরিণাম পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
৩। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
বাদল এবং ফারুক দুজনে ঢাকায় আলাদা আলাদা স্থানে ব্যবসা করে। ফারুক ব্যবসায়ে বেশির ভাগ সময় প্রতারণার আশ্রয় নেয়, অপরদিকে বাদর ইসলামী শরীয়াত অনুযায়ী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।
(ক) নৈতিকতা শব্দের অর্থ কী?
(খ) নৈতিকতা এবং আকাইদ এর মধ্যে সম্পর্ক কীরূপ লিখ।
(গ) বাদলের কথা অনুযায়ী মানব জীবনে নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা কর।
(ঘ) ফারুক যে পন্থায় ব্যবসা করে, এতে তার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে, তা বিশ্লেষণ কর।
৪। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আবু সালেহ একজন মেধাবী ছাত্রী। সে সকল বিষয়ে জানতে আগ্রহী। একদিন সে তার পাঠ্যবইয়ে বর্ণিত একটি কালিমা পাঠ করল, যার অর্থ “আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর রাসুল। প্রসঙ্গক্রমে তার বাবা বলে যুগে যুগে নবি রাসুল এসেছেন এবং হযরত মুহাম্মদ (সা) আগমন থেকে এ ধারা বন্ধ হয়েছে।
(ক) রিসালাত শব্দের অর্থ কী?
(খ) নবি ও রাসুল এর মধ্যে পার্থক্য বুঝিয়ে লিখ।
(গ) একজন মুসলমান হিসেবে আবু ছালেহকে রিসালাতের বিশ্বাস করা গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
(ঘ) আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ (স) আল্লাহর রাসুল- এ কালিমাটির ব্যাখ্যা কর।
৫। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
হাসান ও বেলাল একই ব্যাংকে কর্মরত। আযান হলেই হাসান মসজিদে যায় ও তার কর্মস্থলে সে কর্তব্যপরায়ণ ও সময়নিষ্ঠ। তার কর্মকান্ডে মুগ্ধ হয়ে বেলাল বলেলো। নিশ্চয়ই নামায মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।
(ক) ইবাদত শব্দের অর্থ কী?
(খ) নাজাসাত বর্জনীয় কেন?
(গ) কোন ইবাদত হাসানকে তার কর্মস্থলে প্রশংসিত করেছে? ব্যাখ্যা কর।
(ঘ) বেলালের সর্বশেষ উক্তিটি বিশ্লেষণ কর।
৬। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
দিয়া প্রতিদিন খুব সকালে ঘুম থেকে ওঠে। সালাত আদায় করে এবং পাঠে মনোনিবেশ করে। বার্ষিক পরীক্ষায় সে ভালো ফলাফল করেছে। দিশা আলসেমি করে দেরিতে ঘুম থেকে ওঠে এবং নিয়মিত সালাত আদায় করে না। এজন্য বাবা-মা প্রায়ই বলে যে দিশা ফজরের নামায না পড়ার ফলে সকালে পড়ালেখার জন্য যথেষ্ট সময় পায় না। বার্ষিক পরীক্ষায়ও দিশা সন্তোষজনক ফলাফল অর্জন করতে পারে নি।
(ক) সালাত শব্দের অর্থ কী?
(খ) পবিত্রতা মানুষের মধ্যে কী প্রভাব বিস্তার করে ব্যাখ্যা কর।
(গ) কোন গুণটি দিয়ার জীবনে ভালো ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর।
(ঘ) দিশার ব্যর্থতার কারণ ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
৭। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
(ক) ওযু শব্দের অর্থ কী?
(খ) নাজাসাতে হাকিকি বলতে কী বোঝ?
(গ) ছকে ‘?’ চিহ্নিত ঘরটিতে কি বসবে? উক্ত বিষয়টি কতভাবে হওয়া যায়? ব্যাখ্যা কর।
(ঘ) ছকে খ এর ফরজ কয়টি উল্লেখ করে এর নিয়মাবলি লেখ।
৮। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আদিল পড়াশুনায় ভাল। আরকান ও আহকামের প্রতি গুরুত্বরোপ করে সে নিয়মিত সালাত আদায় করে। সে মনে করে সালাতের মাধ্যমে অন্যায় ও অশ্লীলতা থেকে দূর থাকা যায়। এই দিকে তার প্রতিবেশী ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সালাত আদায় করে না। তার ধারণা যেকোনভাবে সালাত আদায় করলেই হলো কোন নিয়ম নেই।
(ক) রুকন শব্দের অর্থ কী?
(খ) সালাতকে দীন ইসলামের খুঁটি বলা হয়েছে কেন?
(গ) আদিলের প্রতিবেশীর সালাত আদায়ের বিষয়টি কিসের পরিপন্থি তা তুলে ধর।
(ঘ) আদিলের মনোভাবে সালাতের গুরুত্ব স্পষ্ট হয়েছে- কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
৯। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সাঈদ সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তিনি পবিত্র কুরআনের শিক্ষা প্রসারে মক্তব প্রতিষ্ঠা করেন। গরিবদের জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী আফরোজা স্বামীর কাজ কর্মে মুগ্ধ হয়ে নিজের সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়ে দান করেন।
(ক) উমাম আবু হানিফার পিতার নাম কী?
(খ) হযরত উমর (রা) কে ফারুক বলা হয় কেন?
(গ) পাঠ্য বইয়ের আলোচিত কোন মনীষীর আর্দশের সাথে সাঈদ সাহেবের কাজের মিল রয়েছে।
(ঘ) আফরোজার কার্যক্রম তোমার পাঠ পুস্তুকের আলোকে মুল্যায়ন কর।
১০। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জনাব জাফর ও আবুল কাশেম চৌধুরী পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান। জনাব আবু জাফর গভির রাতে বের হয়ে জনসাধারণের অবস্থা পর্যবেক্ষণ করতেন। অপরপক্ষে জনাব আবুল কাশেম দীনের কাজে তার সম্পদ অকাতরে বিলিয়ে দিতেন।
(ক) হযরত মুহাম্মদ (স) এর দাদার নাম কি?
(খ) মহানবি (স) কে কেন আল-আমিন বলা হয়?
(গ) জনাব আবু জাফরের কাজটি কোন খলিফার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
(ঘ) জনাব আবুল কামেস চৌধুরীর চারিত্রিক বৈশিষ্ট্যটি আদর্শ জীবন চরিত্রের আলোকে বিশ্লেষণ কর।
১১। নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ইসহাক আলি সাহেব একজন দায়িত্ববান উপজেলা চেয়ারম্যান। তিনি সরকারী ত্রাণ সামগ্রি যাচাই বাছাই করে দুস্থদের মাঝে বিতরণ করেন। তাছাড়া তিনি আপন পর সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। সর্বক্ষেত্রে তিনি আল্লাহর বিধি-নিষেধ মেনে চলেন।
(ক) হযরত আবু বকর (রা) কত সালে প্রথম খলিফা নিযুক্ত হন?
(খ) হিলফুল ফুযুল গঠনের প্রেক্ষাপট বর্ণনা কর
(গ) জনাব ইসহাক কোন খলিফার আদর্শের অনুসরণের চেষ্টা করেছেন? বর্ণনা কর।
(ঘ) চেয়ারম্যান সাহেবের কর্মকান্ড ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ কর।

1 Comments
অর্ধবার্ষিক পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উত্তর কোথায় পাব?? জানালে খুব উপকৃত হতাম।
ReplyDelete