Ticker

6/recent/ticker-posts

Ad Code

অর্ধ-বার্ষিক পরীক্ষার বাংলা প্রথম প্রশ্ন পত্র

অর্ধ-বার্ষিক পরীক্ষা
ষষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলা প্রথম পত্র (সৃজনশীল)
ক-বিভাগ (গদ্য)

১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
জাহিদ, কলিম, সুজন একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনোমতে দিন অতিবাহিত করে। কালাম মিয়া তার কাছ থেকে কিছু টাকা দিয়ে জাহিদকে গাভিন উট, কলিমকে গাভিন গাভি,সুজনকে একটা ছাগল কিনে দিল। আর বলল, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর কালামমিয়া তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠান তাদের কাছে সাহায্য চাইলে জাহিদ আর কলিম কোনো সাহায্যই করল না। কিন্তু সুজন ছাগল দিতে রাশি হলেন।   
(ক)    ভিক্ষকু প্রথমে কার কাছে আসেন? 
(খ)    স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?
(গ)    জাহিদ ও কলিম কাজের মাঝে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো।
(ঘ)    সুজন কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর।

২।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
পল্লি প্রকৃতির কোলে বেড়ে ওঠা বিধবা মায়ের ডানপিটে সন্তান রাছেল। নতুনের আকর্ষণে সে চলে আসে রংপুর মামা-বাড়িতে। কিন্তু মামি তাকে মোটেও আপন করে নিতে পারেনি; বরং অনাবশ্যক ঝামেলা মনে করে তাকে স্নেহ থেকে বঞ্চিত করে। একদিকে প্রকৃতির টান ও মায়ের ভালোবাসা পাওয়ার আকাংখা, অন্যদিকে মামির অবহেলা, অনাদর ও তিরস্কার তার মনকে পিড়িত করে। ফলে এ পৃথিবী থেকে তাকে অসময়ে বিদায় নিতে হয়।
(ক)    মিনু কার বাড়িতে থাকত?
(খ)    শুকতারা দেখলে মিনুর মুখে কেন হাসি ফোটে?
(গ)    উদ্দীপকের রাসেল ও ‘মিনু’ গল্পের মিনুর মধ্যে বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
(ঘ)    রাসেল ও মিনুর পরিণতি ভিন্ন হলেও উভয়ের বেড়ে ওঠার পরিবেশ ছির প্রতিক‚ল- উক্তিটির যথার্থতা যাচাই কর।

৩।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রবিন তার বন্ধুদের নিয়ে বাংলাদেশে রাজধানী ঢাকার উদ্দেশ্য রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালি স্রোত গাড়িদিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছাল। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে। এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের একটুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্র ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। একানকার দরবার ছিল হল পরীবিবির মাজার ও শাহজাদা আজমের মবসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা মেষ পর্যন্ত স্বীকার করলো এখানে না আসলে অতীত ইতিহাস ও সম্রাটদের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তি অজানাই থেকে যেত। 
(ক)    নীলনদ আর পিরামিডের দেশ- কার লেখ।
(খ)    উটের চোখগুলো রাতের বেলা সমুজ দেখাচ্ছিল কেন?
(গ)    উদ্দীপকে রবিন ও তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই ব্যাখ্যা কর।
(ঘ)    লালবাগ দুর্গের স্থাপত্য শৈলীর সাথে পিরামিডের স্থাপত্য শৈলীর মিল খুঁজে পাওয়া যায় মতটি বিশ্লেষণ কর।

৪।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না।
বলো মা
তাই কি হয়?
(ক)    মেডিকেল কলেজ হোস্টেলের সামনে দ্বিতীয় দফা গুলিতে কে শহিদ হয়েছিলেন?   
(খ)    সরকার বস্তুতপক্ষে অচল হয়ে পড়ে কেন?
(গ)    উদ্দীপকের ‘ওরা’ দ্বারা ‘অমর একুশে’ প্রবন্ধে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছেবর্ণনা কর।
(ঘ)    উদ্দীপকের সন্তানের আকুতিতে ‘অমর একুশে’ প্রবন্ধের ছাত্র সমাজের সংগ্রামী চেতনাই রূপায়িত হয়েছে উক্তিটির যথার্থতা প্রমাণ করো।
                                                                    খ-বিভাগ (পদ্য)

৫।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ একসকল দেশের সেরা;
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যেআমার জন্মভূমি।
(ক)    কীসে কবি মুগ্ধ?
(খ)    কোন গগণে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে- এ কথাটি কেন বলা হয়েছে? 
(গ)    উদ্দীপকে ‘জন্মভূমি’ কবিতার কোন দিকটির মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানি সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা কর।

৬।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আলিম হতাশ হয়ে পড়ে। আলিম বান্ধবী শারমিন বলল, সোহেলি অন্যের ঘরে কাজ করে ফাঁকে ফাঁকে পড়ে ভালোভাবে বি এ পাস করেছে। সুতরাং মানুষের অসাধ্য কিছুই নেই। আলিম, তুমি হাল ছেড়ে দিও না। আমার বিশ্বাস, চেষ্টা করলে তুমি ভালো করতে পারবে।
(ক)    অবনী শব্দের অর্থ কী?
(খ)    সংসারকে সমর অঙ্গন বলা হয়েছে কেন?
(গ)    আলিম হতাশার মধ্যে ‘সুখ’ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে তা বর্ণনা কর।
(ঘ)    ‘শারমিনের চিন্তা-ভাবনা কবির ‘যাও বীরবেশে কর গিয়া রণ’এ চরণের ভাবকেই যেন ধারণ করেছে মন্তব্যটি বিশ্লেষণ কর।

৭।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
লালন শাহ ছিলেন মানবতাবাদী কবি। তিনি সহস্রাধিক গান রচনা করেন। এসব গানে তিনি মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উযযাপন করেছেন। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মানুষ্যধর্মই মূলকথা। জগৎজুড়ে জাত ধর্মনিয়ে গর্ব করে কিন্তু জাত ধর্মের এই পার্থক্য লালনের কাছে অর্থহীন।  
(ক)    মানুষ জাতি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(খ)    দুনিয়া সবারি জনম বেদি- একথা দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ)    উদ্দীপকের সাথে মানুষের জাতি কবিতার সাদৃশ্য আছে কি? তোমার মতামতের সপক্ষের যুক্তি দাও।
(ঘ)    বংশে বংশে নাহিকো তফাত বনেদি কে আর গর বনেদি উদ্দীপক ও মানুষ জাতি কবিতায় আলো কে লাইন দুটো বিশ্লেষণ কর।

৮।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
নাফি বহুদিন ধরে শহরে অবস্থান করছে। গ্রামে জন্ম হলেও গ্রামের সেই চমৎকার দৃশ্য আর সে দেখতে পাচ্ছে না। সবুজ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য তার মন আঁকুপাঁকু করছে। 
(ক)    ‘হিয়া’ শব্দো অর্থ কী?
(খ)    চাই না ও অলংকার- এর দ্বারা কী বোঝানো হয়েছে?
(গ)    নাফি গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙে ফুল কবিতার ভালোবাসি মাটি মায়া এ চরণটির সাথে কীভাবে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে ঝিঙে ফুল কবিতার ভাবস্তুর অনেকটা মিল রয়েছে- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

                                                                  গ-বিভাগ (সহপাঠ)

৯।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
এক কুকুর মুখে মাংস নিয়ে জলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল জলের ভিতর। সে দেখর যে অন্য একটি কুকুর ও মুখে মাংস নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কুকুর টি ভাবল, এই এক টুকরো মাংস দিয়ে কী আর হবে? যদি ঐ টুকরোটাও পাওয়া যায় তবে বেশ হয়। এই ভেবে জলের ভিতর থাকা কুকুরটার দিকে গর্জে উঠল সে। আর তখন তার মুখের মাংস জলে পড়ে গেল। সে দেখল জলের ভেতরের কুকুরটা মুখে ও আর মাংসের টুকরোটা নেই।
(ক)    আয়নাটি চাষি কোথায় লুকিয়ে রাখল?
(খ)    চাষি আয়নার নিজের চেহারা দেখে অবাক হলো কেন?
(গ)    উদ্দীপকটি কীভাবে আয়না গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো।
(ঘ)    উদ্দীপকটি আয়না গল্পের চাষির বৌয়ের মানসিকতাকে কতটুকু ধারণ করেছে। উত্তরের সপক্ষে যুক্তিপূর্ণ মতামত ব্যক্ত কর।

১০।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
আনিত বাস থেকে নেমে তার বাড়ির দিকে যাচ্ছিল। পথে দেখর একটি মেয়ে ভারী ব্যাগ অনেক কষ্টে ষ্টেশনের দিকে যাচ্ছে। কিন্তু পথে কোনো রিক্সা ছিলনা। অনিতা তখন মেয়েটির ব্যাগের একপাশ ধরে তাকে ষ্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। মেয়েটি অনিতাকে বলল, আপনাকে যে আশি কী বখশিশদেব ঠিক বুঝতে পারছি না। উত্তরে আনিতা বলর, আপনি ও অন্য কোনো মানুষের সংকটে উপকার করবেন আর সেটাই হবে আমার জন্য বড় বখশিশ। আনিতার কথা মেয়েটি বিমুগ্থ হয়ে শুনল।
(ক)    বাদশাহ আকবরের রাজধানীর নাম কী?
(খ)    ব্রাহ্মণ বাদশাহের কাছ থেকেএকশ যা চেয়ে নিল কেন?
(গ)    উদ্দীপকের সাথে ‘ঋণ পরিশোধ’ গল্পের অমিল রয়েছে তা ব্যাখ্যা কর।
(ঘ)    উদ্দীপক ও ‘ঋণ পরিশোধ’ গল্পের প্রেক্ষাপট ভিন্ন মূল্যায়ন কর।

১১।    নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রামপুর গ্রামের ক‚টকৌশলী মানুষ রহিম। তার আপন মামা বৃদ্ধ হওয়ায় সংসারের কাজকর্ম তেমন দেখাশোনা করতে পারেন না এই সুযোগে রহিম মামাকে সহযোগিতা করার কথা বলে সবকিছু দখল করে নিয়ে একদিন বৃদ্ধকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। 
(ক)    কত বছর পর রহিমের মালিক ফিরে এলো?
(খ)    বলো বাবা, তুমি মানুষ না ফেরেশতা- বৃদ্ধের এমন উক্তির কারণ বুজিয়ে লেখ।
(গ)    উদ্দীপকের রহিম ও বালকের সততা গল্পের করিম চরিত্রের বৈসাদৃশ্য কোথায়? ব্যাখ্যা কর।
(ঘ)    বালকের সততা গল্প অনুসারে উদ্দীপকের রহিম চরিত্র কেমন হওয়া উচিত ছিল বলে তুমি মনে কর।

Post a Comment

0 Comments